CWG 2022: আশা জাগিয়েও চলতি কমনওয়েলথে হতাশ করেছেন ভারতের যে ৫ অ্যাথলিট…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 05, 2022 | 8:00 AM

Commonwealth Games 2022: আজ, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের আট নম্বর দিন। আর তিনদিন হবে এই মাল্টি স্পোর্টস ইভেন্ট। এ বারের কমনওয়েলথ থেকে প্রতিদিনই পদক আসছে। কিন্তু বেশ কয়েকজন তারকা রয়েছেন, যাঁরা এ বার আশা জাগিয়েও হতাশ করেছেন। তেমনই ৫ অ্যাথলিটদের দেখুন ছবিতে...

1 / 5
বাংলার প্রণতি নায়েকও হতাশ করেছেন - মহিলাদের ভল্টের ফাইনালে উঠে দেশকে পদক এনে দেওয়ার আশা জাগিয়েছিলেন প্রণতি নায়েক। ভল্টের ফাইনালে প্রথম প্রয়াসে প্রণতি ১৩.৬৩৩ পয়েন্ট অর্জন করেন। এরপর দ্বিতীয় প্রয়াসে তিনি অর্জন করেন ১১.৭৬৬ পয়েন্ট। ফলে দুটি প্রয়াসের পর প্রণতির গড় পয়েন্ট গিয়ে দাঁড়ায় ১২.৬৯৯। কিন্তু ভল্টের ফাইনালে তিনি শেষ করেন ৫ নম্বরে।

বাংলার প্রণতি নায়েকও হতাশ করেছেন - মহিলাদের ভল্টের ফাইনালে উঠে দেশকে পদক এনে দেওয়ার আশা জাগিয়েছিলেন প্রণতি নায়েক। ভল্টের ফাইনালে প্রথম প্রয়াসে প্রণতি ১৩.৬৩৩ পয়েন্ট অর্জন করেন। এরপর দ্বিতীয় প্রয়াসে তিনি অর্জন করেন ১১.৭৬৬ পয়েন্ট। ফলে দুটি প্রয়াসের পর প্রণতির গড় পয়েন্ট গিয়ে দাঁড়ায় ১২.৬৯৯। কিন্তু ভল্টের ফাইনালে তিনি শেষ করেন ৫ নম্বরে।

2 / 5
ভাগ্য সঙ্গ দেয়নি পুনম যাদবের - ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজির ফাইনালে পদকের সামনে থেকে খালি হাতে ফিরতে হয়েছে পুনম যাদবকে। ক্লিন অ্যান্ড জার্কে পুনমের প্রথম দুই প্রচেষ্টা বাতিল হয়। তৃতীয় প্রচেষ্টায় ১১৬ কেজি ওজন তুলে ফেলেন তিনি। কিন্তু রেফারি বাঁশি বাজানোর আগেই ওয়েট নামিয়ে দিয়ে ভুল করে বসেন। পুনমকে যার ফলে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করে দেওয়া হয়। যদিও এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল ভারত। কিন্তু তাতে লাভ হয়নি।

ভাগ্য সঙ্গ দেয়নি পুনম যাদবের - ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজির ফাইনালে পদকের সামনে থেকে খালি হাতে ফিরতে হয়েছে পুনম যাদবকে। ক্লিন অ্যান্ড জার্কে পুনমের প্রথম দুই প্রচেষ্টা বাতিল হয়। তৃতীয় প্রচেষ্টায় ১১৬ কেজি ওজন তুলে ফেলেন তিনি। কিন্তু রেফারি বাঁশি বাজানোর আগেই ওয়েট নামিয়ে দিয়ে ভুল করে বসেন। পুনমকে যার ফলে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করে দেওয়া হয়। যদিও এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল ভারত। কিন্তু তাতে লাভ হয়নি।

3 / 5
আশা জাগিয়েও পদক হাতছাড়া অজয় সিংয়ের - ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে অজয় সিং শুরুটা এমন করেছিলেন, মনে হচ্ছিল ওই বিভাগে ভারতের পদক নিশ্চিত। স্ন্যাচে প্রথম বার তিনি তোলেন ১৩৭ কেজি, দ্বিতীয় বারের প্রয়াসে তিনি তুলে নেন ১৪০ কেজি। এরপর তৃতীয় বারে অজয় তোলেন ১৪৩ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১৭২ কেজি তুলে শীর্ষে পৌঁছে যান অজয়। দ্বিতীয় প্রচেষ্টায় ১৭৬ কেজি তোলার পরও শীর্ষেই ছিলেন অজয়। কিন্তু তৃতীয় বারের চেষ্টায় ১৮০ কেজির লক্ষ্য রেখে তা তুলতে পারেননি। ফলে চতুর্থ স্থানে শেষ করেন তিনি।

আশা জাগিয়েও পদক হাতছাড়া অজয় সিংয়ের - ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে অজয় সিং শুরুটা এমন করেছিলেন, মনে হচ্ছিল ওই বিভাগে ভারতের পদক নিশ্চিত। স্ন্যাচে প্রথম বার তিনি তোলেন ১৩৭ কেজি, দ্বিতীয় বারের প্রয়াসে তিনি তুলে নেন ১৪০ কেজি। এরপর তৃতীয় বারে অজয় তোলেন ১৪৩ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১৭২ কেজি তুলে শীর্ষে পৌঁছে যান অজয়। দ্বিতীয় প্রচেষ্টায় ১৭৬ কেজি তোলার পরও শীর্ষেই ছিলেন অজয়। কিন্তু তৃতীয় বারের চেষ্টায় ১৮০ কেজির লক্ষ্য রেখে তা তুলতে পারেননি। ফলে চতুর্থ স্থানে শেষ করেন তিনি।

4 / 5
পদক প্রাপ্তি হল না জোৎস্না চিনাপ্পার - এ বারের কমনওয়েলথ গেমসে স্কোয়াশ থেকে দেশকে এখনও অবধি একটি পদক এনে দিয়েছেন সৌরভ ঘোষাল। পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছেন সৌরভ। তবে মহিলাদের সিঙ্গলস থেকে পদকের আশা করা হয়েছিল জোৎস্না চিনাপ্পার কাছেও। কিন্তু মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হলি নটনের কাছে ৩-০ ব্যবধানে হেরে যান জোৎস্না। যার ফলে সিঙ্গলস থেকে পদক প্রাপ্তি হল না তাঁর। পাশাপাশি স্কোয়াশে মিক্সড ডাবলসের শেষ ১৬ থেকে বিদায় নিতে হয়েছে ভারতের মিক্সড ডাবলস জুটি, জোৎস্না চিনাপ্পা-হরজিন্দর পাল সিংকে।

পদক প্রাপ্তি হল না জোৎস্না চিনাপ্পার - এ বারের কমনওয়েলথ গেমসে স্কোয়াশ থেকে দেশকে এখনও অবধি একটি পদক এনে দিয়েছেন সৌরভ ঘোষাল। পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছেন সৌরভ। তবে মহিলাদের সিঙ্গলস থেকে পদকের আশা করা হয়েছিল জোৎস্না চিনাপ্পার কাছেও। কিন্তু মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হলি নটনের কাছে ৩-০ ব্যবধানে হেরে যান জোৎস্না। যার ফলে সিঙ্গলস থেকে পদক প্রাপ্তি হল না তাঁর। পাশাপাশি স্কোয়াশে মিক্সড ডাবলসের শেষ ১৬ থেকে বিদায় নিতে হয়েছে ভারতের মিক্সড ডাবলস জুটি, জোৎস্না চিনাপ্পা-হরজিন্দর পাল সিংকে।

5 / 5
অশ্বিনী পোনাপ্পা ও সুমিত রেড্ডি জুটি হতাশ করল - ব্যাডমিন্টনে মিক্সড ডাবলসের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ইংল্যান্ডের মিক্সড ডাবলস জুটি হারাল ভারতের মিক্সড ডাবলস জুটি বি সুমিত রেড্ডি-অশ্বিনী পোনাপ্পাকে। হেমিং ক্যালাম ও পাগ জেসিকার কাছে স্ট্রেট গেমে হারল অশ্বিনী-সুমিত। ম্যাচের ফল যায় ২১-১৮, ২১-১৬ ইংল্যান্ডের শাটলারদের পক্ষে।

অশ্বিনী পোনাপ্পা ও সুমিত রেড্ডি জুটি হতাশ করল - ব্যাডমিন্টনে মিক্সড ডাবলসের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ইংল্যান্ডের মিক্সড ডাবলস জুটি হারাল ভারতের মিক্সড ডাবলস জুটি বি সুমিত রেড্ডি-অশ্বিনী পোনাপ্পাকে। হেমিং ক্যালাম ও পাগ জেসিকার কাছে স্ট্রেট গেমে হারল অশ্বিনী-সুমিত। ম্যাচের ফল যায় ২১-১৮, ২১-১৬ ইংল্যান্ডের শাটলারদের পক্ষে।

Next Photo Gallery