DIY Coffee Scrub: কফির এক্সপায়ারি ডেট পেরিয়েছে? ফেলে না দিয়ে কাজে লাগান রূপটান হিসেবে

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 29, 2022 | 4:16 PM

Skin Care: ত্বকের উপর কফি ব্যবহার করলে দুর্দান্ত ফল পাওয়া যায়। শুধু আপনাকে জানতে হবে ত্বকের উপর কোন উপায়ে কফি ব্যবহার করলে লাভ পাবেন।

1 / 6
কফির কাপে চুমুক দিলে যেমন শরীর তরতাজা হয়ে যায়, একই ভাবে কফির গুণে ত্বকও উজ্জ্বল হয়ে ওঠে। কফি দিয়ে রূপচর্চা করলে আপনি ত্বকের একাধিক সমস্যাকে এড়াতে পারবেন।

কফির কাপে চুমুক দিলে যেমন শরীর তরতাজা হয়ে যায়, একই ভাবে কফির গুণে ত্বকও উজ্জ্বল হয়ে ওঠে। কফি দিয়ে রূপচর্চা করলে আপনি ত্বকের একাধিক সমস্যাকে এড়াতে পারবেন।

2 / 6
কফির মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টি-অক্সিডেন্টই ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে। শুধু আপনাকে জানতে হবে ত্বকের উপর কোন উপায়ে কফি ব্যবহার করলে লাভ পাবেন।

কফির মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টি-অক্সিডেন্টই ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে। শুধু আপনাকে জানতে হবে ত্বকের উপর কোন উপায়ে কফি ব্যবহার করলে লাভ পাবেন।

3 / 6
কফি এক্সফোলিয়েটর হিসেবে দুর্দান্ত কাজ করে। এটি ধুলো-বালি, ময়লার সঙ্গে ত্বকের উপর জমে থাকা মৃত কোষও দূর করে দেয়। পাশাপাশি ত্বকের উপর নিয়মিত কফি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়।

কফি এক্সফোলিয়েটর হিসেবে দুর্দান্ত কাজ করে। এটি ধুলো-বালি, ময়লার সঙ্গে ত্বকের উপর জমে থাকা মৃত কোষও দূর করে দেয়। পাশাপাশি ত্বকের উপর নিয়মিত কফি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়।

4 / 6
ত্বকের উপর কফির স্ক্রাবার ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। কফি দিয়ে ত্বক স্ক্রাব করলে দাগছোপ দূর হয়ে যায়। পাশাপাশি এতে ত্বকের উপর সহজের বার্ধক্যের লক্ষণ দেখা যায় না। এমনকী চোখের তলার কালো দাগও হালকা হয়ে যায়।

ত্বকের উপর কফির স্ক্রাবার ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। কফি দিয়ে ত্বক স্ক্রাব করলে দাগছোপ দূর হয়ে যায়। পাশাপাশি এতে ত্বকের উপর সহজের বার্ধক্যের লক্ষণ দেখা যায় না। এমনকী চোখের তলার কালো দাগও হালকা হয়ে যায়।

5 / 6
আপনি বাড়িতে নারকেল তেল ও লেবুর রস দিয়ে কফির স্ক্রাব বানিয়ে নিতে পারেন। দুই টেবিল চামচ কফির গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ নারকেল তেল ও সামান্য লেবুর রস মিশিয়ে নিন।

আপনি বাড়িতে নারকেল তেল ও লেবুর রস দিয়ে কফির স্ক্রাব বানিয়ে নিতে পারেন। দুই টেবিল চামচ কফির গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ নারকেল তেল ও সামান্য লেবুর রস মিশিয়ে নিন।

6 / 6
এই কফির স্ক্রাব দিয়ে আপনি মুখ সহ শরীরের অন্যান্য অংশে স্ক্রাব করুন। ১৫ মিনিট রেখে তারপর স্নান করে নিন। এতে ত্বক মসৃণ হয়ে উঠবে। পাশাপাশি নারকেল তেল আপনার ত্বককে ময়েশ্চারাইজ করবে।

এই কফির স্ক্রাব দিয়ে আপনি মুখ সহ শরীরের অন্যান্য অংশে স্ক্রাব করুন। ১৫ মিনিট রেখে তারপর স্নান করে নিন। এতে ত্বক মসৃণ হয়ে উঠবে। পাশাপাশি নারকেল তেল আপনার ত্বককে ময়েশ্চারাইজ করবে।

Next Photo Gallery