AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দাদাগিরি করেন সায়নী, বোর্ডে এক ছেলের মাথা চেপে ধরে বলেন, ‘বল, আই লাভ ইউ…’

Saayoni Ghosh: ছোটবেলা থেকেই দামাল অভিনেত্রী সায়নী ঘোষ। স্কুলে পড়ার সময় ছিলেন ক্লাস মনিটরও। একবার এক ছেলেকে দেখে তাঁকে মন দিয়েছিলেন স্কুল জীবনেই। তারপর ক্লাস শুরু হওয়ার আগে তাঁর মুখ দিয়ে 'আই লাভ ইউ' বলাতেও চেয়েছিলেন অভিনেত্রী।

| Updated on: Jul 15, 2024 | 5:05 PM
Share
সদ্য সাংসদ হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। এলাকায় তাঁর জনপ্রিয়তা নজরকাড়া। সায়নী কিন্তু ছোট বয়স থেকেই বেশ দামাল।

সদ্য সাংসদ হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। এলাকায় তাঁর জনপ্রিয়তা নজরকাড়া। সায়নী কিন্তু ছোট বয়স থেকেই বেশ দামাল।

1 / 8
স্কুলে পড়ার সময় এক সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছিলেন সায়নী। তিনিই ছিলেন ক্লাস মনিটর। ক্লাসের প্রতিনিধিত্ব করতেন। সেই সময় ক্লাসের এক পড়ুয়াকে মনে ধরেছিল তাঁর।

স্কুলে পড়ার সময় এক সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছিলেন সায়নী। তিনিই ছিলেন ক্লাস মনিটর। ক্লাসের প্রতিনিধিত্ব করতেন। সেই সময় ক্লাসের এক পড়ুয়াকে মনে ধরেছিল তাঁর।

2 / 8
সেই পড়ুয়া ছিল ক্লাসের ফার্স্ট বয়। একদিন ক্লাসে টিচার আসার আগে সেই ছেলেটিকে ডাকেন সায়নী। ছেলেটি ভয় পেয়ে গিয়েছিল খুব। মনিটর ডাকছে বলে কথা।

সেই পড়ুয়া ছিল ক্লাসের ফার্স্ট বয়। একদিন ক্লাসে টিচার আসার আগে সেই ছেলেটিকে ডাকেন সায়নী। ছেলেটি ভয় পেয়ে গিয়েছিল খুব। মনিটর ডাকছে বলে কথা।

3 / 8
ছেলেটির হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। সায়নীকে সে ভয়ে-ভয়ে বলেছিল, "আমাকে ডাকলি কেন রে? আমি তো কথা বলিনি।" ছেলেটির মধ্যে এত ভয় দেখে মাথা গরম করে ফেলেন সায়নী।

ছেলেটির হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। সায়নীকে সে ভয়ে-ভয়ে বলেছিল, "আমাকে ডাকলি কেন রে? আমি তো কথা বলিনি।" ছেলেটির মধ্যে এত ভয় দেখে মাথা গরম করে ফেলেন সায়নী।

4 / 8
তারপর সেই ছেলেটির মাথা চেপে ধরেন ব্ল্যাকবোর্ডের সঙ্গে। হুমকি দিতে শুরু করেন তাঁকে। বলেন, "এবার বল, আই লাভ ইউ।"

তারপর সেই ছেলেটির মাথা চেপে ধরেন ব্ল্যাকবোর্ডের সঙ্গে। হুমকি দিতে শুরু করেন তাঁকে। বলেন, "এবার বল, আই লাভ ইউ।"

5 / 8
ছেলেটি আরও ঘাবড়ে যান। বলতে থাকেন, "এ মা! আমি তোকে কীভাবে 'আই লাভ ইউ' বলব। গতকালই আমি অন্য একজনের প্রেমপ্রস্তাব গ্রহণ করে নিয়েছি। ওর জন্য আজ আমাকে ব্রেক টাইমে আলু কাবলি কিনতে হবে।"

ছেলেটি আরও ঘাবড়ে যান। বলতে থাকেন, "এ মা! আমি তোকে কীভাবে 'আই লাভ ইউ' বলব। গতকালই আমি অন্য একজনের প্রেমপ্রস্তাব গ্রহণ করে নিয়েছি। ওর জন্য আজ আমাকে ব্রেক টাইমে আলু কাবলি কিনতে হবে।"

6 / 8
তৎক্ষণাৎ হাল ছেড়ে দেন সায়নী। বুঝে যান, সেখানে আর কিছুই হওয়ার নেই। ছেলেটি ভয়ে-ভয়ে তাঁকে এটাও বলেছিল, "আমার কাছে আলু কাবলি কেনার জন্য ৫ টাকা নেই। দিবি আমাকে।"

তৎক্ষণাৎ হাল ছেড়ে দেন সায়নী। বুঝে যান, সেখানে আর কিছুই হওয়ার নেই। ছেলেটি ভয়ে-ভয়ে তাঁকে এটাও বলেছিল, "আমার কাছে আলু কাবলি কেনার জন্য ৫ টাকা নেই। দিবি আমাকে।"

7 / 8
সায়নী সেদিন সেই ছেলেটিকে ৫ টাকা দিয়েওছিলেন। মজার সেই কথা এক গেম শো-এ এসে শেয়ার করেছিলেন অভিনেত্রী-সাংসদ।

সায়নী সেদিন সেই ছেলেটিকে ৫ টাকা দিয়েওছিলেন। মজার সেই কথা এক গেম শো-এ এসে শেয়ার করেছিলেন অভিনেত্রী-সাংসদ।

8 / 8