Thyroid Symptoms: নিঃশব্দে থাবা বসাচ্ছে থাইরয়েড? এই উপসর্গগুলি জানা আছে তো

Sukla Bhattacharjee |

Feb 05, 2024 | 7:26 PM

Thyroid disease: থাইরয়েড হরমোনের অসামঞ্জস্যতার কারণে হজমের সমস্যাও হয়। এছাড়া উদ্বেগ, ক্লান্তিবোধ, হাত কাঁপা এবং হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। হাইপো এবং হাইপার থাইরয়েডিজমের সাধারণ কয়েকটি লক্ষণ হল- অতিরিক্ত চুল পড়া, পেশি ও জয়েন্টে ব্যথা, মনোযোগের অভাব এবং ভুলে যাওয়া

1 / 9
বর্তমানে ব্লাড প্রেসার, সুগার, গ্যাসট্রিক সমস্যার মতো অন্যতম শারীরিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে থাইরয়েড। তরুণ-তরুণী, যুবক-যুবতি থেকে মধ্য বয়স্করাও যেমন থাইরয়েডে আক্রান্ত হন, তেমনই কিশোর-কিশোরী-সহ অল্পবয়সিরাও হরমোন-জনিত এই রোগের শিকার হচ্ছে।

বর্তমানে ব্লাড প্রেসার, সুগার, গ্যাসট্রিক সমস্যার মতো অন্যতম শারীরিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে থাইরয়েড। তরুণ-তরুণী, যুবক-যুবতি থেকে মধ্য বয়স্করাও যেমন থাইরয়েডে আক্রান্ত হন, তেমনই কিশোর-কিশোরী-সহ অল্পবয়সিরাও হরমোন-জনিত এই রোগের শিকার হচ্ছে।

2 / 9
সাধারণত ঘাড়ের পাশে থাকা থাইরয়েড গ্রন্থির সমস্যা থেকেই এই রোগের উৎপত্তি। অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে সৃষ্ট হরমোন পরিমাণে কম-বেশি হলেই শরীরে সমস্যার সৃষ্টি হয়। পুরুষ, মহিলা- নির্বিশেষে যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। এই গ্রন্থির নাম অনুসারেই রোগের নাম থাইরয়েড

সাধারণত ঘাড়ের পাশে থাকা থাইরয়েড গ্রন্থির সমস্যা থেকেই এই রোগের উৎপত্তি। অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে সৃষ্ট হরমোন পরিমাণে কম-বেশি হলেই শরীরে সমস্যার সৃষ্টি হয়। পুরুষ, মহিলা- নির্বিশেষে যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। এই গ্রন্থির নাম অনুসারেই রোগের নাম থাইরয়েড

3 / 9
থাইরয়েড সাধারণত দু-প্রকার হয়। হরমোন ক্ষরণ বেশি হলে সেটিকে হাইপোথাইরোডিজম বলে  এবং হরমোনের ক্ষরণ কম হলে সেটিকে হাইপারথাইরোডিজম বলে । হাইপোথাইরোডিজম-এর ক্ষেত্রে ওজন অতিরিক্ত বেড়ে যায়, ফলে মোটা হওয়ার প্রবণতা দেখা দেয়। আর হাইপারথাইরোডিজম-এর ক্ষেত্রে ওজন কমতে থাকে এবং শীর্ণকায়,রুক্ষ চেহারা হয়

থাইরয়েড সাধারণত দু-প্রকার হয়। হরমোন ক্ষরণ বেশি হলে সেটিকে হাইপোথাইরোডিজম বলে এবং হরমোনের ক্ষরণ কম হলে সেটিকে হাইপারথাইরোডিজম বলে । হাইপোথাইরোডিজম-এর ক্ষেত্রে ওজন অতিরিক্ত বেড়ে যায়, ফলে মোটা হওয়ার প্রবণতা দেখা দেয়। আর হাইপারথাইরোডিজম-এর ক্ষেত্রে ওজন কমতে থাকে এবং শীর্ণকায়,রুক্ষ চেহারা হয়

4 / 9
থাইরয়েড হরমোন কম-বেশি হলে শরীরে বেশ কয়েকটি সমস্যা দেখা দেয়। তবে থাইরয়েডে আক্রান্ত হলে সাধারণ কিছু উপসর্গ থাকবেই। প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করলেই আপনি জানতে পারবেন যে থাইরয়েডে আক্রান্ত কিনা

থাইরয়েড হরমোন কম-বেশি হলে শরীরে বেশ কয়েকটি সমস্যা দেখা দেয়। তবে থাইরয়েডে আক্রান্ত হলে সাধারণ কিছু উপসর্গ থাকবেই। প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করলেই আপনি জানতে পারবেন যে থাইরয়েডে আক্রান্ত কিনা

5 / 9
থাইরয়েড হরমোনের ক্ষরণ পর্যাপ্ত না হলে যে সাধারণ উপসর্গগুলি দেখা যায় তার মধ্যে রয়েছে- ক্লান্তিবোধ, ওজন বেড়ে যাওয়া, সামান্য কারণে ঠান্ডা লাগা, ত্বক রুক্ষ হয়ে যাওয়া এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা। এছাড়া অনেকের অবসাদ বোধ, দুর্বলতা, পেশিতে ব্যথা এবং মহিলাদের ঋতুস্রাবে সমস্যা দেখা দেয়

থাইরয়েড হরমোনের ক্ষরণ পর্যাপ্ত না হলে যে সাধারণ উপসর্গগুলি দেখা যায় তার মধ্যে রয়েছে- ক্লান্তিবোধ, ওজন বেড়ে যাওয়া, সামান্য কারণে ঠান্ডা লাগা, ত্বক রুক্ষ হয়ে যাওয়া এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা। এছাড়া অনেকের অবসাদ বোধ, দুর্বলতা, পেশিতে ব্যথা এবং মহিলাদের ঋতুস্রাবে সমস্যা দেখা দেয়

6 / 9
থাইরয়েড হরমোন অতিরিক্ত ক্ষরিত হলে তাকে বলে হাইপারথাইরোডিজম। এক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি আকারে বড় হয়ে যায়, ক্ষিদে বাড়ে, হৃৎস্পন্দন অতিরিক্ত বেড়ে যায়, উত্তেজনা, ঘাম এবং শারীরিক অস্থিরতা দেখা দেয়। এছাড়া অনেকের চোখের সমস্যাও দেখা দেয়

থাইরয়েড হরমোন অতিরিক্ত ক্ষরিত হলে তাকে বলে হাইপারথাইরোডিজম। এক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি আকারে বড় হয়ে যায়, ক্ষিদে বাড়ে, হৃৎস্পন্দন অতিরিক্ত বেড়ে যায়, উত্তেজনা, ঘাম এবং শারীরিক অস্থিরতা দেখা দেয়। এছাড়া অনেকের চোখের সমস্যাও দেখা দেয়

7 / 9
প্রসবের পরেও অনেক মহিলা থাইরয়েডে আক্রান্ত হয়। সেটিকে প্রসবোত্তর থাইরয়েডাইটিস বলে। এর ফলে হাইপোথাইরোডিজম-এর রোগীরা হাইপারথাইরয়েডিজম রোগীতে পরিণত হয়। এই সময় ওজন আচমকা কমে যাওয়ায়  মহিলারা ক্লান্ত বোধ করেন এবং মেজাজ খিটখিটে হয়ে যায়

প্রসবের পরেও অনেক মহিলা থাইরয়েডে আক্রান্ত হয়। সেটিকে প্রসবোত্তর থাইরয়েডাইটিস বলে। এর ফলে হাইপোথাইরোডিজম-এর রোগীরা হাইপারথাইরয়েডিজম রোগীতে পরিণত হয়। এই সময় ওজন আচমকা কমে যাওয়ায় মহিলারা ক্লান্ত বোধ করেন এবং মেজাজ খিটখিটে হয়ে যায়

8 / 9
থাইরয়েড হরমোনের অসামঞ্জস্যতার কারণে হজমের সমস্যাও হয়। এছাড়া উদ্বেগ, ক্লান্তিবোধ, হাত কাঁপা এবং হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। এটিকে গ্রেভস ডিজিজ বলে। হাইপো এবং হাইপার থাইরয়েডিজমের সাধারণ কয়েকটি লক্ষণ হল- অতিরিক্ত চুল পড়া, পেশি ও জয়েন্টে ব্যথা, মনোযোগের অভাব এবং ভুলে যাওয়া

থাইরয়েড হরমোনের অসামঞ্জস্যতার কারণে হজমের সমস্যাও হয়। এছাড়া উদ্বেগ, ক্লান্তিবোধ, হাত কাঁপা এবং হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। এটিকে গ্রেভস ডিজিজ বলে। হাইপো এবং হাইপার থাইরয়েডিজমের সাধারণ কয়েকটি লক্ষণ হল- অতিরিক্ত চুল পড়া, পেশি ও জয়েন্টে ব্যথা, মনোযোগের অভাব এবং ভুলে যাওয়া

9 / 9
মূলত, আয়োডিনের অভাবে থাইরয়েডের সমস্যা বাড়ে। প্রাপ্তবয়স্করা থাইরয়েডে আক্রান্ত হলে যেমন নানাবিধ শারীরিক সমস্যা হয়, তেমনই শিশুদের বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে থাইরয়েড। তাই থাইরয়েডের উপসর্গ দেখা দিলেই অবিলম্বে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা দরকার এবং চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খাওয়া জরুরি

মূলত, আয়োডিনের অভাবে থাইরয়েডের সমস্যা বাড়ে। প্রাপ্তবয়স্করা থাইরয়েডে আক্রান্ত হলে যেমন নানাবিধ শারীরিক সমস্যা হয়, তেমনই শিশুদের বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে থাইরয়েড। তাই থাইরয়েডের উপসর্গ দেখা দিলেই অবিলম্বে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করা দরকার এবং চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খাওয়া জরুরি