AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tihar Jailor: দিল্লি গেলে তিহাড়ে ঠাঁই হতে পারে কেষ্টর, সেই জেলের ‘সিংঘম’ জেলারকে চেনেন

Deepak Sharma: তিড়াহ জেলের বর্তমান জেলার দীপক শর্মা। এই জেলারের দেহ সৌষ্ঠব দেখে মোহিত নেটিজেনরা।

| Edited By: | Updated on: Mar 05, 2023 | 5:20 PM
Share
দেশের হাই প্রোফাইল অপরাধী থেকে কুখ্যাত দুষ্কৃতী। তিহাড় জেল অনেক সাজাপ্রাপ্ত আসামীর বন্দি থাকার জায়গা। দিল্লিতে রয়েছে এই জেল।

দেশের হাই প্রোফাইল অপরাধী থেকে কুখ্যাত দুষ্কৃতী। তিহাড় জেল অনেক সাজাপ্রাপ্ত আসামীর বন্দি থাকার জায়গা। দিল্লিতে রয়েছে এই জেল।

1 / 8
গরু পাচার কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। সেখানে জেল হেফাজতে রাখলে অনুব্রতও থাকতে পারেন এই তিহাড় জেলেই।

গরু পাচার কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। সেখানে জেল হেফাজতে রাখলে অনুব্রতও থাকতে পারেন এই তিহাড় জেলেই।

2 / 8
তিড়াহ জেলের বর্তমান জেলার দীপক শর্মা। এই জেলারের দেহ সৌষ্ঠব দেখে মোহিত নেটিজেনরা।

তিড়াহ জেলের বর্তমান জেলার দীপক শর্মা। এই জেলারের দেহ সৌষ্ঠব দেখে মোহিত নেটিজেনরা।

3 / 8
সিংঘম, চুলবুল পাণ্ডের মতো একাধিক বলিউড ছবিতে পুলিশ অফিসারের ভূমিকা দেখেছেন সিনেমাপ্রেমীরা। দীপককে দেখেও মনে পড়ে যেতে পারেন সলমন খান বা রণবীর সিংহের ছবি।

সিংঘম, চুলবুল পাণ্ডের মতো একাধিক বলিউড ছবিতে পুলিশ অফিসারের ভূমিকা দেখেছেন সিনেমাপ্রেমীরা। দীপককে দেখেও মনে পড়ে যেতে পারেন সলমন খান বা রণবীর সিংহের ছবি।

4 / 8
জেলারের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করেন তিনি। দিনে ৪-৫ ঘণ্টা শরীরচর্চা করেন বলে জানিয়েছেন তিনি। সকাল ৭টায় উঠে শরীরচর্চা শুরু করেন তিনি।

জেলারের দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করেন তিনি। দিনে ৪-৫ ঘণ্টা শরীরচর্চা করেন বলে জানিয়েছেন তিনি। সকাল ৭টায় উঠে শরীরচর্চা শুরু করেন তিনি।

5 / 8
পুলিশ অফিসার ছাড়াও তিনি এক জন ব্যায়ামবীর। দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় একাধিক পুরস্কারও জিতেছেন তিনি।

পুলিশ অফিসার ছাড়াও তিনি এক জন ব্যায়ামবীর। দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় একাধিক পুরস্কারও জিতেছেন তিনি।

6 / 8
দীপক শর্মা নামের ওই অফিসার জানিয়েছেন, তাঁর চেস্ট ৪৮ ইঞ্চি চওড়া। তাঁর বাইসেপের মাপ ১৯ ইঞ্চি। বর্তমানে তাঁর ওজন ৯০ কিলো।

দীপক শর্মা নামের ওই অফিসার জানিয়েছেন, তাঁর চেস্ট ৪৮ ইঞ্চি চওড়া। তাঁর বাইসেপের মাপ ১৯ ইঞ্চি। বর্তমানে তাঁর ওজন ৯০ কিলো।

7 / 8
পুলিশ অফিসারের পাশাপাশি তিহাড় জেলে তিনি রোলমডেলও। বহু পুলিশকর্মী এবং অপরাধীরা ফিটনেসের ব্যাপারে তাঁকে রোল মডেল হিসাবে মনে করেন।

পুলিশ অফিসারের পাশাপাশি তিহাড় জেলে তিনি রোলমডেলও। বহু পুলিশকর্মী এবং অপরাধীরা ফিটনেসের ব্যাপারে তাঁকে রোল মডেল হিসাবে মনে করেন।

8 / 8