আজ, ৫১-তে পা দিলেন অনিল কুম্বলে (Anil Kumble)। ভারতীয় ক্রিকেটের অন্যতম সর্বকালের সেরা স্পিনার কুম্বলে। সেই কুম্বলের জন্মদিনে (Birthday) সোশ্যাল মিডিয়া জুড়ে শুভচ্ছা বার্তার ঢল নেমেছে। বিসিসিআই (BCCI) থেকে শুরু করে তাঁর সময়কার সতীর্থ-বর্তমান ভারতীয় দলের ক্রিকেটাররা কেউই বাদ নেই জাম্বোকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানানো থেকে। আর সোশ্যাল মিডিয়া জুড়ে আজ শুধুই কুম্বলের ১০ উইকেট নেওয়ার ভিডিও রীতিমতো ভাইরালও হচ্ছে।