আজ ভারতীয় ক্রিকেটের 'জাম্বো' অনিল কুম্বলের জন্মদিন। (ছবি-টুইটার)
ভারতের হয়ে ৪০৩টি আন্তর্জাতিক ম্যাচে ৯৫৬টি উইকেট নিয়েছেন কুম্বলে। (ছবি-টুইটার)
ভারতীয় ক্রিকেটের অন্যতম সর্বকালের সেরা স্পিনার অনিল কুম্বলে। ২২ গজে তাবড় তাবড় ব্যাটারদের পরাস্ত করতে তিনি ছিলেন ওস্তাদ। (ছবি-টুইটার)
বিসিসিআইয়ের তরফে অনিল কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানানো হয়েছে ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে কুম্বলের ১০ উইকেট নেওয়ার ভিডিও পোস্ট করে। বিসিসিআই সেই ভিডিওর ক্যাপশনে লিখেছে, "৪০৩টি আন্তর্জাতিক ম্যাচে ৯৫৬টি আন্তর্জাতিক উইকেট। দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া বোলার। প্রাক্তন ভারত অধিনায়ককে জন্মদিনের অনেক শুভেচ্ছা।" (ছবি-টুইটার)
কুম্বলে বর্তমানে আইপিএল দল পঞ্জাব কিংসের হেড কোচের ভূমিকায় রয়েছেন। পাশাপাশি তিনি ধারাভাষ্যের সঙ্গেও যুক্ত। এবং ক্রিকেটের বাইরে ফটোগ্রাফিতেও ভীষণ ঝোঁক জাম্বোর। (ছবি-টুইটার)