ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) আজ জন্মদিন (Birthday)। ৩৩-এ পা দিলেন জাড্ডু। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্টে খেললেও, দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি জাডেজা। তবে তিনি রয়েছেন দলের সঙ্গেই। ফলে জন্মদিনে টেস্ট সিরিজ জিতে সেলিব্রেশনটা দ্বিগুন হল জাড্ডুর। জন্মদিনে এক নজরে দেখে নেওয়া যাক জাডেজার কিছু রেকর্ড...