Lovlina Borgohain: অলিম্পিক মেডেল জয়ী লভলিনা এবার অসম পুলিশের ডিএসপি, দেখে নিন ছবি

গত বছর অক্টোবর মাসের শেষে, অসম পুলিশের ডিএসপি পদে লাভলিনা বেরগোহাইনকে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দেয় অসম মন্ত্রিসভা মন্ত্রিসভা।

| Edited By: | Updated on: Jan 12, 2022 | 7:15 PM
গুয়াহাটি: অলিম্পিক মেডেল জয়ী লাভলিনা বেরগোহাইনকে ডেপুটি সুপার পদে নিয়োগ করলো অসম পুলিশ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, লাভলিনার হাতে নিয়োগপত্র তুলে দেন। ছবি: এএনআই

গুয়াহাটি: অলিম্পিক মেডেল জয়ী লাভলিনা বেরগোহাইনকে ডেপুটি সুপার পদে নিয়োগ করলো অসম পুলিশ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, লাভলিনার হাতে নিয়োগপত্র তুলে দেন। ছবি: এএনআই

1 / 5
পুলিশের উর্দি পরিহিত লাভলিনা কাঁধে ডেপুটি পুলিশ সুপারের চিহ্ন লাগিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিনই ডিএসপি পদে শপথ নেন বক্সিং মেডেল জয়ী এই ভারতীয় কৃতি কন্যা। ছবি: এএনআই

পুলিশের উর্দি পরিহিত লাভলিনা কাঁধে ডেপুটি পুলিশ সুপারের চিহ্ন লাগিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিনই ডিএসপি পদে শপথ নেন বক্সিং মেডেল জয়ী এই ভারতীয় কৃতি কন্যা। ছবি: এএনআই

2 / 5
ভারতীয় বক্সার মেরি কম ও বিজেন্দ্র সিং-এর পর লাভলিনা বেরগোহাইন তৃতীয় ভারতীয় বক্সার যিনি অলিম্পিকের মতন প্রতিযোগিতায় মেডেল পেয়েছেন। ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল পান লাভলিনা বেরগোহাইন। ছবি: এএনআই

ভারতীয় বক্সার মেরি কম ও বিজেন্দ্র সিং-এর পর লাভলিনা বেরগোহাইন তৃতীয় ভারতীয় বক্সার যিনি অলিম্পিকের মতন প্রতিযোগিতায় মেডেল পেয়েছেন। ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল পান লাভলিনা বেরগোহাইন। ছবি: এএনআই

3 / 5
অলিম্পিকে ব্যাপক সাফল্যের পর, গতবছর সেপ্টেম্বর মাসেই লাভলিনা বেরগোহাইনের হাতে সরকারের তরফে ১ কোটি টাকার পুরস্কার তুলে দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সময়ই তাকে রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ছবি: এএনআই

অলিম্পিকে ব্যাপক সাফল্যের পর, গতবছর সেপ্টেম্বর মাসেই লাভলিনা বেরগোহাইনের হাতে সরকারের তরফে ১ কোটি টাকার পুরস্কার তুলে দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই সময়ই তাকে রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ছবি: এএনআই

4 / 5
গত বছর অক্টোবর মাসের শেষে, অসম পুলিশের ডিএসপি পদে লাভলিনা বেরগোহাইনকে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দেয় অসম মন্ত্রিসভা মন্ত্রিসভা। ডিএসপি হিসেবে শপথ নেওয়ার পর লাভলিনা বেরগোহাইন জানিয়েছেন, তিনি অত্যন্ত গর্বিত। ডিএসপি হিসেবে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্রীড়াক্ষেত্র তিনি মনোনিবেশ করবেন। ছবি: এএনআই

গত বছর অক্টোবর মাসের শেষে, অসম পুলিশের ডিএসপি পদে লাভলিনা বেরগোহাইনকে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দেয় অসম মন্ত্রিসভা মন্ত্রিসভা। ডিএসপি হিসেবে শপথ নেওয়ার পর লাভলিনা বেরগোহাইন জানিয়েছেন, তিনি অত্যন্ত গর্বিত। ডিএসপি হিসেবে কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্রীড়াক্ষেত্র তিনি মনোনিবেশ করবেন। ছবি: এএনআই

5 / 5
Follow Us: