Richest Indians: মোট সম্পত্তির পরিমাণ জানলে কপালে উঠবে চোখ! দেশের সেরা পাঁচ ধনী ব্যক্তি কারা, জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 02, 2021 | 4:19 PM

Richest Indian, সম্পদের দিক থেকে বিচার করলে ভারতীয় ব্যবসায়ীরা হার মানাতে পারেন বিশ্বের তাবড় ধনীদের

1 / 6
পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে সমস্য়া আছে হাজারও। সম্পদের অসম বণ্টন এই সমস্যাগুলির অন্যতম। একদিকে যেমন দারিদ্রসীমার নীচে মানুষের সংখ্যা অগণিত, তেমনই বিত্তবানদের খতিয়ানও তাক লাগায়। সম্পদের দিক থেকে বিচার করলে ভারতীয় ব্যবসায়ীরা হার মানাতে পারেন বিশ্বের তাবড় ধনীদের। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ অম্বানি সম্প্রতি বিশ্বের সেরা ১০ ধনী ব্যক্তিদের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন। আইআইএফএল ওয়েলথ্ অ্যান্ড হারুনের বিচারে দেখে নেওয়া যাক ভারতের সেরা পাঁচ ধনী ব্যক্তিদের বিষয়ে। ছবি- প্রতীকী চিত্র

পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে সমস্য়া আছে হাজারও। সম্পদের অসম বণ্টন এই সমস্যাগুলির অন্যতম। একদিকে যেমন দারিদ্রসীমার নীচে মানুষের সংখ্যা অগণিত, তেমনই বিত্তবানদের খতিয়ানও তাক লাগায়। সম্পদের দিক থেকে বিচার করলে ভারতীয় ব্যবসায়ীরা হার মানাতে পারেন বিশ্বের তাবড় ধনীদের। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ অম্বানি সম্প্রতি বিশ্বের সেরা ১০ ধনী ব্যক্তিদের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন। আইআইএফএল ওয়েলথ্ অ্যান্ড হারুনের বিচারে দেখে নেওয়া যাক ভারতের সেরা পাঁচ ধনী ব্যক্তিদের বিষয়ে। ছবি- প্রতীকী চিত্র

2 / 6
১) মুকেশ অম্বানি (Mukesh Ambani)- এই নিয়ে টানা দশবার দেশের সেরা ধনী ব্যক্তিদের তালিকার প্রথম স্থানে যায়গা করে নিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ধীরুভাই অম্বানির (Dhirubhai Ambani) পুত্র মুকেশ অম্বনী। মুকেশের মোট সম্পদের পরিমাণ ৭ লক্ষ ১৮ হাজার কোটি টাকা। অম্বানির রিলায়েন্স ইনডাস্ট্রিজ (Reliance Industries) ভারতের প্রথম কোম্পানি যাঁরা খুচরো ব্যবসাও টেলিকম পরিষেবায় ১৫ লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ছবি-টুইটার

১) মুকেশ অম্বানি (Mukesh Ambani)- এই নিয়ে টানা দশবার দেশের সেরা ধনী ব্যক্তিদের তালিকার প্রথম স্থানে যায়গা করে নিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ধীরুভাই অম্বানির (Dhirubhai Ambani) পুত্র মুকেশ অম্বনী। মুকেশের মোট সম্পদের পরিমাণ ৭ লক্ষ ১৮ হাজার কোটি টাকা। অম্বানির রিলায়েন্স ইনডাস্ট্রিজ (Reliance Industries) ভারতের প্রথম কোম্পানি যাঁরা খুচরো ব্যবসাও টেলিকম পরিষেবায় ১৫ লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ছবি-টুইটার

3 / 6
২) গৌতম আদানি (Gautam Adani)- আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৫ লক্ষ ৬ হাজার কোটি টাকা। তাই  আইআইএফএল ওয়েলথ্ অ্যান্ড হারুনের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। বাজারে আদানি গ্রুপের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৯ লক্ষ কোটি টাকা। জানা গিয়েছে গৌতম ভারতের প্রথম ভারতীয় যাঁর পাঁচটি ১ লক্ষ কোটি টাকার কোম্পানি রয়েছে। ছবি-টুইটার

২) গৌতম আদানি (Gautam Adani)- আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৫ লক্ষ ৬ হাজার কোটি টাকা। তাই আইআইএফএল ওয়েলথ্ অ্যান্ড হারুনের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। বাজারে আদানি গ্রুপের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৯ লক্ষ কোটি টাকা। জানা গিয়েছে গৌতম ভারতের প্রথম ভারতীয় যাঁর পাঁচটি ১ লক্ষ কোটি টাকার কোম্পানি রয়েছে। ছবি-টুইটার

4 / 6
৩) শিব নাডার (Shiv Nadar)- এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব নাডার। করোনা কালেও ভ্রমণ, হসপিটালিটি, খুচরো ব্যবসার সঙ্গে যুক্ত এইচসিএল নিজেদের সম্পদ প্রায় ৬৭ শতাংশ বাড়িয়েছে। সেই সম্পদের মোট পরিমাণ ২ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা। ছবি-টুইটার

৩) শিব নাডার (Shiv Nadar)- এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব নাডার। করোনা কালেও ভ্রমণ, হসপিটালিটি, খুচরো ব্যবসার সঙ্গে যুক্ত এইচসিএল নিজেদের সম্পদ প্রায় ৬৭ শতাংশ বাড়িয়েছে। সেই সম্পদের মোট পরিমাণ ২ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা। ছবি-টুইটার

5 / 6
৪) এস পি হিন্দুজা (SP Hinduja)- হারুন ইন্ডিয়ার তালিকার বিচারে এই ক্রমতালিকার চতুর্থ স্থানে রয়েছে এস পি হিন্দুজা। এই আগের তুলনায় দুই ধাপ নেমে গিয়েছে হিন্দুজা ও তাঁর পরিবার। তাঁদের মোট সম্পদের পরিমাণ ২ লক্ষ ২০ হাজার কোটি টাকা। হিন্দুজার প্রধান দুটি ব্র্য়ান্ড অশোক লিলেন্ড ও ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার দর যথাক্রমে ৭৪ ও ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছবি-টুইটার

৪) এস পি হিন্দুজা (SP Hinduja)- হারুন ইন্ডিয়ার তালিকার বিচারে এই ক্রমতালিকার চতুর্থ স্থানে রয়েছে এস পি হিন্দুজা। এই আগের তুলনায় দুই ধাপ নেমে গিয়েছে হিন্দুজা ও তাঁর পরিবার। তাঁদের মোট সম্পদের পরিমাণ ২ লক্ষ ২০ হাজার কোটি টাকা। হিন্দুজার প্রধান দুটি ব্র্য়ান্ড অশোক লিলেন্ড ও ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ার দর যথাক্রমে ৭৪ ও ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছবি-টুইটার

6 / 6
৫) লক্ষ্মী মিত্তল (Lakshmi Mittal)- ভারতের স্টিল শিল্পের অন্যতম বড় শিল্পপতি লক্ষ্মী মিত্তল এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা। জানা গিয়েছে, চিনের বাইরে আর্সেলর মিত্তল (ArcelorMittal) সবথেকে বড় স্টিল উৎপাদক। ছবি-টুইটার

৫) লক্ষ্মী মিত্তল (Lakshmi Mittal)- ভারতের স্টিল শিল্পের অন্যতম বড় শিল্পপতি লক্ষ্মী মিত্তল এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা। জানা গিয়েছে, চিনের বাইরে আর্সেলর মিত্তল (ArcelorMittal) সবথেকে বড় স্টিল উৎপাদক। ছবি-টুইটার

Next Photo Gallery