Travel: সমুদ্র ভালবাসেন? দেখে নিন ভারতের সেরা সমুদ্র সৈকত কোনগুলি
ভারতের বৈচিত্র্যের মধ্যে কোনও ভাবেই বাদ দেওয়া যায় না সমুদ্র সৈকতগুলিকে। প্রত্যেক বছর এই সমুদ্র সৈকতর টানেই হাজার হাজার বিদেশী পর্যটক ভিড় করে ভারতের বিভিন্ন প্রান্তে। যার ফলে উন্নত হয় দেশের পর্যটনও। তাহলে চলুন দেখে নেওয়া যাক, ভারতের সেরা সমুদ্র সৈকত কোনগুলি!