Electric Scooter: চলতি বছর ভারতে কিনতে পারেন কোন কোন ই-স্কুটার? দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 29, 2021 | 11:10 PM

ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। বিশেষ করে ইলেকট্রিক স্কুটারের বাজার এখন দেশে বেশ ভাল। একাধিক সংস্থা ই-স্কুটার লঞ্চ করেছে ভারতের বাজারে।

1 / 7
ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। বিশেষ করে ইলেকট্রিক স্কুটারের বাজার এখন দেশে বেশ ভাল। একাধিক সংস্থা ই-স্কুটার লঞ্চ করেছে ভারতের বাজারে। একঝলকে দেখে নেওয়া যাক, ২০২১ সালে আপনি যদি ইলেকট্রিক স্কুটার কিনবেন ভেবে থাকেন, তাহলে কোন কোন ই-স্কুটার কিনতে পারেন।

ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। বিশেষ করে ইলেকট্রিক স্কুটারের বাজার এখন দেশে বেশ ভাল। একাধিক সংস্থা ই-স্কুটার লঞ্চ করেছে ভারতের বাজারে। একঝলকে দেখে নেওয়া যাক, ২০২১ সালে আপনি যদি ইলেকট্রিক স্কুটার কিনবেন ভেবে থাকেন, তাহলে কোন কোন ই-স্কুটার কিনতে পারেন।

2 / 7
ভারতের একাধিক শহরে বাজাজ অটোমোবাইল সংস্থার 'চেতক' ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিং এবং বিক্রি শুরু হয়েছে। গত বছর প্রথম ভারতে চেতক ই-স্কুটার লঞ্চ করেছিল বাজাজ সংস্থা।  লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এই ব্যাটারির সাহায্যে ইকো মোডে ৯৫ কিলোমিটার এবং স্পোর্ট মোডে ৮৫ কিলোমিটার সফর সম্ভব।

ভারতের একাধিক শহরে বাজাজ অটোমোবাইল সংস্থার 'চেতক' ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিং এবং বিক্রি শুরু হয়েছে। গত বছর প্রথম ভারতে চেতক ই-স্কুটার লঞ্চ করেছিল বাজাজ সংস্থা। লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এই ব্যাটারির সাহায্যে ইকো মোডে ৯৫ কিলোমিটার এবং স্পোর্ট মোডে ৮৫ কিলোমিটার সফর সম্ভব।

3 / 7
Ather 450- বেঙ্গালুরুর একটি স্টার্ট আপ সংস্থা এই ইলেকট্রিক স্কুটার নির্মাণ করেছেন। ২০১৮ সালে প্রথম Ather-450 মডেল লঞ্চ হয়েছিল। ইকো মোডে ৭৫ কিলোমিটার এবং স্পোর্ট মোডে ৫৫ কিলোমিটার সফর সম্ভব।

Ather 450- বেঙ্গালুরুর একটি স্টার্ট আপ সংস্থা এই ইলেকট্রিক স্কুটার নির্মাণ করেছেন। ২০১৮ সালে প্রথম Ather-450 মডেল লঞ্চ হয়েছিল। ইকো মোডে ৭৫ কিলোমিটার এবং স্পোর্ট মোডে ৫৫ কিলোমিটার সফর সম্ভব।

4 / 7
Ather 450 ছাড়াও বেঙ্গালুরুর ওই সংস্থা আর একটি ই-স্কুটার মডেল নির্মাণ করেছে। সেটি হল Ather 450x। এই ইলেকট্রিক স্কুটারের শূন্য থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড তুলতে মাত্র ৩.৩ সেকেন্ড সময় লাগে। আর ঘণ্টায় ৬০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে ৬.৫ সেকেন্ড।

Ather 450 ছাড়াও বেঙ্গালুরুর ওই সংস্থা আর একটি ই-স্কুটার মডেল নির্মাণ করেছে। সেটি হল Ather 450x। এই ইলেকট্রিক স্কুটারের শূন্য থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড তুলতে মাত্র ৩.৩ সেকেন্ড সময় লাগে। আর ঘণ্টায় ৬০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে ৬.৫ সেকেন্ড।

5 / 7
গত বছর জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল TVS iQube ইলেকট্রিক স্কুটার। পুরো চার্জ থাকলে এই ই-স্কুটারে ৭৫ কিলোমিটার সফর সম্ভব। শূন্য থেকে অর্থাৎ থেমে থাকা অবস্থা থেকে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে ৪.২ সেকেন্ড।

গত বছর জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল TVS iQube ইলেকট্রিক স্কুটার। পুরো চার্জ থাকলে এই ই-স্কুটারে ৭৫ কিলোমিটার সফর সম্ভব। শূন্য থেকে অর্থাৎ থেমে থাকা অবস্থা থেকে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে ৪.২ সেকেন্ড।

6 / 7
এই ইলেকট্রিক স্কুটারে পুরো চার্জ থাকলে ৮২ কিলোমিটার সফর সম্ভব। এক্সটেনডেড ভার্সানে ৪২ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ১২২ কিলোমিটার সাওয়া সম্ভব। 'মোস্ট অ্যাফোর্ডেবল' ক্যাটাগরিতে রয়েছে এই ইলেকট্রিক স্কুটার।

এই ইলেকট্রিক স্কুটারে পুরো চার্জ থাকলে ৮২ কিলোমিটার সফর সম্ভব। এক্সটেনডেড ভার্সানে ৪২ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ১২২ কিলোমিটার সাওয়া সম্ভব। 'মোস্ট অ্যাফোর্ডেবল' ক্যাটাগরিতে রয়েছে এই ইলেকট্রিক স্কুটার।

7 / 7
আপাতত ওলার ইলেকট্রিক স্কুটার কবে ভারতে লঞ্চ হবে তা নিয়ে আগ্রহী অনেকেই। প্রিবুকিং শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে। অনুমান, খুব তাড়াতাড়ি ওলার ই-স্কুটার লঞ্চ হবে ভারতের বাজারে। মোট ১০টি রঙে ভারতে আসতে চলেছে এই ইলেকট্রিক স্কুটার। যদিও এর দাম এখনও ঘোষণা করেনি সংস্থা। তবে লঞ্চের পর ওলার ইলেকট্রিক স্কুটির চাহিদা যে ভালই থাকবে সে ব্যাপারে নিশ্চিত নির্মাতারা। প্রিবুকিং থেকে তেমনই আভাস পাওয়া গিয়েছে।

আপাতত ওলার ইলেকট্রিক স্কুটার কবে ভারতে লঞ্চ হবে তা নিয়ে আগ্রহী অনেকেই। প্রিবুকিং শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে। অনুমান, খুব তাড়াতাড়ি ওলার ই-স্কুটার লঞ্চ হবে ভারতের বাজারে। মোট ১০টি রঙে ভারতে আসতে চলেছে এই ইলেকট্রিক স্কুটার। যদিও এর দাম এখনও ঘোষণা করেনি সংস্থা। তবে লঞ্চের পর ওলার ইলেকট্রিক স্কুটির চাহিদা যে ভালই থাকবে সে ব্যাপারে নিশ্চিত নির্মাতারা। প্রিবুকিং থেকে তেমনই আভাস পাওয়া গিয়েছে।

Next Photo Gallery