মরোক্কান চিকেন: বল
একটি পাত্রে চিকেন নিন। আদা, রসুব, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কুচিয়ে দিন। এরপর ডিম, চিজ, ময়দা, লেবুর রস এবং সামান্য তেল দিন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ফিজ থেকে বের করে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিন। এরপর ওভেনে রান্না করুন। পরিবেশনের সময় ক্রিম, মাখন, নুন, মরিচ, চাট মশলা, লেবুর রস নিয়ে সস তৈরি করুন। রান্না করা চিকেনের উপর এই সস ঢেলে দিন। ধনেপাতা এবং চিজ দিয়ে গার্নিশ করে দিন। সাইমি ক্যাফের এক্সসিকিউটিভ শেষ মুন্সি রাকিবাজামান এই রেসিপিটি শেয়ার করেছেন।