FIFA World Cup 2022: কাতারে তিকিতাকা ম্যাজিকে মাতিয়ে দিল লা রোজা’রা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 24, 2022 | 12:23 PM

বিশ্বকাপে সাত গোলের কথা উঠলেই স্মৃতিপটে ভেসে ওঠে ২০১৪ সাল। বুধ রাতে সেই স্মৃতি ফেরাল স্পেন। কাতারে ফিরল তিকিতাকা ম্যাজিক।

1 / 5
বিশ্বকাপে সাত গোলের কথা উঠলেই স্মৃতিপটে ভেসে ওঠে ২০১৪ সাল। বুধ রাতে সেই স্মৃতি ফেরাল স্পেন। কাতারে ফিরল তিকিতাকা ম্যাজিক। পাসের ফুলঝুরিতে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাকে হারিয়েছে ৭-০ গোলে। প্রথম ম্যাচেই ৭ গোল!

বিশ্বকাপে সাত গোলের কথা উঠলেই স্মৃতিপটে ভেসে ওঠে ২০১৪ সাল। বুধ রাতে সেই স্মৃতি ফেরাল স্পেন। কাতারে ফিরল তিকিতাকা ম্যাজিক। পাসের ফুলঝুরিতে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকাকে হারিয়েছে ৭-০ গোলে। প্রথম ম্যাচেই ৭ গোল!

2 / 5
জার্মানি-জাপান হাড্ডাহাড্ডি, অঘটনের ম্যাচের পর স্পেন-কোস্টারিকা ম্যাচটিকে ম্যাডম্যাডে বলাই যায়। একটা দল পাসের পর পাস খেলে গেল। মাঝে মাঝে গোল উৎসব। একবার নয়, সাতবার।

জার্মানি-জাপান হাড্ডাহাড্ডি, অঘটনের ম্যাচের পর স্পেন-কোস্টারিকা ম্যাচটিকে ম্যাডম্যাডে বলাই যায়। একটা দল পাসের পর পাস খেলে গেল। মাঝে মাঝে গোল উৎসব। একবার নয়, সাতবার।

3 / 5
ফুটবল বিশ্বের অন্যতম সেরা গোলকিপার কেলর নাভাস। স্পেনের তিকিতাকায় নাভাসকে হলেন প্রচণ্ড নার্ভাস। ফল, সাতবার কোস্টারিকার জালে বল জড়িয়েছে লা রোজা'রা।

ফুটবল বিশ্বের অন্যতম সেরা গোলকিপার কেলর নাভাস। স্পেনের তিকিতাকায় নাভাসকে হলেন প্রচণ্ড নার্ভাস। ফল, সাতবার কোস্টারিকার জালে বল জড়িয়েছে লা রোজা'রা।

4 / 5
মুখে তারুণ্যের জয়গান গেয়ে কাতারে এসেছেন স্পেনের কোচ লুই এনরিকে। গাভি, ফেরান তোরেসের মতো তরুণরা কোচের ভরসা মর্যাদা রেখেছেন। গোলস্কোরারের পাশে নাম লিখিয়েছেন ড্যানি ওলমো, মার্কো আসেন্সিও, ফেরান তোরেস, গাবি, কার্লোস সোলার ও আলভারো মোরাতা।

মুখে তারুণ্যের জয়গান গেয়ে কাতারে এসেছেন স্পেনের কোচ লুই এনরিকে। গাভি, ফেরান তোরেসের মতো তরুণরা কোচের ভরসা মর্যাদা রেখেছেন। গোলস্কোরারের পাশে নাম লিখিয়েছেন ড্যানি ওলমো, মার্কো আসেন্সিও, ফেরান তোরেস, গাবি, কার্লোস সোলার ও আলভারো মোরাতা।

5 / 5
স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন ১৮ বছর ১১০ দিনের গাবি। একইসঙ্গে গোলের রেকর্ডও গড়েছেন তিনি। ৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর ২৪৯ দিন বয়সে গোল করেছিলেন পেলে। এ দিন ১৮ বছর ১১০ দিন বয়সে গোল গাবির।

স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন ১৮ বছর ১১০ দিনের গাবি। একইসঙ্গে গোলের রেকর্ডও গড়েছেন তিনি। ৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর ২৪৯ দিন বয়সে গোল করেছিলেন পেলে। এ দিন ১৮ বছর ১১০ দিন বয়সে গোল গাবির।

Next Photo Gallery