Republic Day Movies: ওটিটিতে দেশাত্মবোধক এই সিনেমাগুলো আজ দেখে নিতে পারেন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 26, 2022 | 10:16 AM

প্রজাতন্ত্র দিবসে ভারতের সার্বভৌম ভাবনাকে দশকের পর দশক ধরে রূপোলি পর্দাতে তলে ধরেছেন বলিউডের পরিচালকরা। এমনই কিছু সেরা বলিউড ছবির তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক-

1 / 7
লক্ষ্য (২০০৪): হৃতিক রোশন অভিনীত, ফারহান আখতার পরিচালিত এই ছবি দেশাত্মবোধক ছবির তালিকায় মাস্ট ওয়াচ।

লক্ষ্য (২০০৪): হৃতিক রোশন অভিনীত, ফারহান আখতার পরিচালিত এই ছবি দেশাত্মবোধক ছবির তালিকায় মাস্ট ওয়াচ।

2 / 7
রঙ দে বসান্তি(২০০৬)- নতুন শতাব্দীতে দেশাত্মবোধক ছবিকে নতুন দিশা দিয়েছিল রাকেশ ওম প্রকাশ মেহরার এই ছবি। আজও সমানভাবে প্রাসঙ্গিক রঙ দে বসান্তির ভাবনা।

রঙ দে বসান্তি(২০০৬)- নতুন শতাব্দীতে দেশাত্মবোধক ছবিকে নতুন দিশা দিয়েছিল রাকেশ ওম প্রকাশ মেহরার এই ছবি। আজও সমানভাবে প্রাসঙ্গিক রঙ দে বসান্তির ভাবনা।

3 / 7
ক দে ইন্ডিয়া (২০০৮)- দেশাত্মবোধক ছবির কথা হবে আর সেই তালিকায় চক দে ইন্ডিয়া থাকবে না এমনটা সম্ভব নয়। হকি কোচ কবীর খানের জীবনের গল্প বলে শাহরুখ খানের এই ছবি।

ক দে ইন্ডিয়া (২০০৮)- দেশাত্মবোধক ছবির কথা হবে আর সেই তালিকায় চক দে ইন্ডিয়া থাকবে না এমনটা সম্ভব নয়। হকি কোচ কবীর খানের জীবনের গল্প বলে শাহরুখ খানের এই ছবি।

4 / 7
বেবি(২০১৫)- বলিউডের মর্ডান ডে ভারত কুমার অক্ষয়,এব্যাপারে কোনও দ্বিমত নেই। পরিচালক নীরজ পাণ্ডের বেবি অক্ষয় অভিনীত দেশাত্মবোধক ছবির তালিকায় একদম প্রথম সারিতে রয়েছে।

বেবি(২০১৫)- বলিউডের মর্ডান ডে ভারত কুমার অক্ষয়,এব্যাপারে কোনও দ্বিমত নেই। পরিচালক নীরজ পাণ্ডের বেবি অক্ষয় অভিনীত দেশাত্মবোধক ছবির তালিকায় একদম প্রথম সারিতে রয়েছে।

5 / 7
উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক(২০১৯)- ২০১৬-র উরি হামলার প্রেক্ষাপটে তৈরি হয়েছে পরিচালক আদিত্য ধরের এই ছবি। বাস্তব ঘটনা নির্ভর ছবিতে মেজর বিহান সিং শেরগিলের ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল।

উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক(২০১৯)- ২০১৬-র উরি হামলার প্রেক্ষাপটে তৈরি হয়েছে পরিচালক আদিত্য ধরের এই ছবি। বাস্তব ঘটনা নির্ভর ছবিতে মেজর বিহান সিং শেরগিলের ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল।

6 / 7
রাজি(২০১৮)- গুপ্তচরকেন্দ্রিক ফিল্ম বলিউডে কম তৈরি হয়নি। তবে সব ছবির থেকে একদম অন্যমেরুতে দাঁড়িয়ে মেঘনা গুলজারের রাজি।

রাজি(২০১৮)- গুপ্তচরকেন্দ্রিক ফিল্ম বলিউডে কম তৈরি হয়নি। তবে সব ছবির থেকে একদম অন্যমেরুতে দাঁড়িয়ে মেঘনা গুলজারের রাজি।

7 / 7
শেরশাহ- ২০২১ সালে বলিউডের সবচেয়ে চর্চিত সিনেমার অন্যতম শেরশাহ। সব বয়সী দর্শকদের মন ছুঁয়েছে সিদ্ধার্থ মালহোত্রার এই ছবি। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

শেরশাহ- ২০২১ সালে বলিউডের সবচেয়ে চর্চিত সিনেমার অন্যতম শেরশাহ। সব বয়সী দর্শকদের মন ছুঁয়েছে সিদ্ধার্থ মালহোত্রার এই ছবি। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Next Photo Gallery