AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছবিতে দেখুন: মূল ধারার কোন কোন হিন্দি সিনেমায় রয়েছে সমকামিতার ছোঁয়া?

ভারতীয় প্রেক্ষাপটে একাধিক বিষয়ের ওপর কেন্দ্র করে সিনেমা তৈরি হয়। তার মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সবই থাকে। থাকে সাম্প্রতিক ঘটনার বিবরণ। এরকমই একটি বিষয় হল সমকামিতা.. তাহলে আসুন দেখে নেওয়া যাক, সেই সিনেমার তালিকা যেখানে তুলে ধরা হয়েছে এলজিবিটি সম্প্রদায়কে।

| Edited By: | Updated on: Aug 20, 2021 | 12:51 PM
Share
১৯৯৬ সালে তৈরি 'ফায়ার' ভারতীয় চলচ্চিত্রে একটি আলোচিত অধ্যায় বলা চলে। গুল খানের পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছিলেন সাবানা আজমি।

১৯৯৬ সালে তৈরি 'ফায়ার' ভারতীয় চলচ্চিত্রে একটি আলোচিত অধ্যায় বলা চলে। গুল খানের পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছিলেন সাবানা আজমি।

1 / 7
খুব একটা সাম্প্রতিক না হলেও বলিউড বেড়েছে এই ধরণের সিনেমা তৈরির চল। তার মধ্যে প্রথমেই রয়েছে 'শুভ মঙ্গল জাদা সাবধান'। আয়ুষ্মান খুরানা এবং নিনা গুপ্তার মত অভিনেতারা কাজ করেছেন এই চলচ্চিত্রে।

খুব একটা সাম্প্রতিক না হলেও বলিউড বেড়েছে এই ধরণের সিনেমা তৈরির চল। তার মধ্যে প্রথমেই রয়েছে 'শুভ মঙ্গল জাদা সাবধান'। আয়ুষ্মান খুরানা এবং নিনা গুপ্তার মত অভিনেতারা কাজ করেছেন এই চলচ্চিত্রে।

2 / 7
এরপরেই রয়েছে লেসবিয়ান প্রেম কাহিনী নিয়ে 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'। অনিল কাপুর ও সোনম কাপুরকে পর্দাতেও বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে এই সিনেমায়।

এরপরেই রয়েছে লেসবিয়ান প্রেম কাহিনী নিয়ে 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'। অনিল কাপুর ও সোনম কাপুরকে পর্দাতেও বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে এই সিনেমায়।

3 / 7
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'আলিগড়'। মনোজ বাজপেয়ী এবং রাজকুমার রাও অভিনয় করেছেন সিনেমাটিতে।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'আলিগড়'। মনোজ বাজপেয়ী এবং রাজকুমার রাও অভিনয় করেছেন সিনেমাটিতে।

4 / 7
একটি পরিবারকে কেন্দ্র করে তৈরি হয় 'কাপুর অ্যান্ড সনস', কিন্তু তার মধ্যেও রয়েছে সমকামিতার ছোঁয়া। এই সিনেমায় আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং ঋষি কাপুরের মত একাধিক অভিনেতারা কাজ করেছেন।

একটি পরিবারকে কেন্দ্র করে তৈরি হয় 'কাপুর অ্যান্ড সনস', কিন্তু তার মধ্যেও রয়েছে সমকামিতার ছোঁয়া। এই সিনেমায় আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং ঋষি কাপুরের মত একাধিক অভিনেতারা কাজ করেছেন।

5 / 7
জনপ্রিয়তা না পেলেও 'মার্গারিটা উইথ অ্যা স্ট্র' সিনেমাটি গল্প হল একজন শারীরিক ভাবে অক্ষম মানুষের উভকামিতার। এই সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন কালকি।

জনপ্রিয়তা না পেলেও 'মার্গারিটা উইথ অ্যা স্ট্র' সিনেমাটি গল্প হল একজন শারীরিক ভাবে অক্ষম মানুষের উভকামিতার। এই সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন কালকি।

6 / 7
সমকামিতা বিষয়ক সিনেমা হলেও বাবা ছেলের গল্প হল 'ডিয়ার ড্যাড'।

সমকামিতা বিষয়ক সিনেমা হলেও বাবা ছেলের গল্প হল 'ডিয়ার ড্যাড'।

7 / 7