Grahan 2023: এই বছর কখন, কবে সূর্যগ্রহণ ঘটবে? গ্রহণের তারিখ এবং তাদের সূতক সময়কাল জানুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 18, 2022 | 4:56 PM

Surya Grahan 2023: সূর্যগ্রহণের সূতক সময়কাল সূর্যগ্রহণ শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়। যেহেতু ২০২৩ সালে সংঘটিত উভয় সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এর সূতক সময় ভারতে বৈধ হবে না।

1 / 8
 সূর্যগ্রহণ ২০২৩ তারিখ: ২০২৩ সালের প্রথম গ্রহণ হবে সূর্যগ্রহণ। ২০ এপ্রিল, ২০২৩ বৃহস্পতিবার ঘটবে এই সূর্যগ্রহণ। পঞ্চাঙ্গ অনুসারে, এই সূর্যগ্রহণ ২০ এপ্রিল, ২০২৩ তারিখে সকাল ৭টা বেজে ৪ মিনিট থেকে শুরু হবে ও ১২টা ২৯ মিনিট অবধি স্থায়ী হবে।

সূর্যগ্রহণ ২০২৩ তারিখ: ২০২৩ সালের প্রথম গ্রহণ হবে সূর্যগ্রহণ। ২০ এপ্রিল, ২০২৩ বৃহস্পতিবার ঘটবে এই সূর্যগ্রহণ। পঞ্চাঙ্গ অনুসারে, এই সূর্যগ্রহণ ২০ এপ্রিল, ২০২৩ তারিখে সকাল ৭টা বেজে ৪ মিনিট থেকে শুরু হবে ও ১২টা ২৯ মিনিট অবধি স্থায়ী হবে।

2 / 8
চন্দ্রগ্রহণ ২০২৩ তারিখ: ২০২৩ সালের দ্বিতীয় গ্রহণটি হবে একটি চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ঘটবে ৫ মে, ২০২৩ শুক্রবার। এটি হবে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ২০২৩ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হবে ২৯ অক্টোবর ২০২৩ রাত ১টা ৬মিনিটে এবং শেষ হবে ২টা বেজে ২২ মিনিটে।

চন্দ্রগ্রহণ ২০২৩ তারিখ: ২০২৩ সালের দ্বিতীয় গ্রহণটি হবে একটি চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ঘটবে ৫ মে, ২০২৩ শুক্রবার। এটি হবে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ২০২৩ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হবে ২৯ অক্টোবর ২০২৩ রাত ১টা ৬মিনিটে এবং শেষ হবে ২টা বেজে ২২ মিনিটে।

3 / 8
২০২৩ সালের তৃতীয় গ্রহণ হবে একটি সূর্যগ্রহণ। যা ২০২৩ সালে  দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। ২০২৩ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে ১৪ অক্টোবর, শনিবার।

২০২৩ সালের তৃতীয় গ্রহণ হবে একটি সূর্যগ্রহণ। যা ২০২৩ সালে দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। ২০২৩ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে ১৪ অক্টোবর, শনিবার।

4 / 8
২০২৩ সালের দু’টি সূর্যগ্রহণই ভারতে দেখা যাবে না। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক এবং আর্কটিক অঞ্চলে।

২০২৩ সালের দু’টি সূর্যগ্রহণই ভারতে দেখা যাবে না। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক এবং আর্কটিক অঞ্চলে।

5 / 8
২০২৩ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে। তাই ভারতে এর সূতক কাল লাগু হবে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ৯ ঘণ্টা আগে চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হবে।

২০২৩ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে। তাই ভারতে এর সূতক কাল লাগু হবে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ৯ ঘণ্টা আগে চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হবে।

6 / 8
সূর্যগ্রহণের সূতক সময়কাল সূর্যগ্রহণ শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়। যেহেতু ২০২৩ সালে সংঘটিত উভয় সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এর সূতক সময় ভারতে বৈধ হবে না।

সূর্যগ্রহণের সূতক সময়কাল সূর্যগ্রহণ শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়। যেহেতু ২০২৩ সালে সংঘটিত উভয় সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এর সূতক সময় ভারতে বৈধ হবে না।

7 / 8
সূতক কাল কী? সূর্য বা চন্দ্রগ্রহণ উভয় ক্ষেত্রেই গ্রহণের আগের সময়কে অশুভ বলে গণ্য করা হয়, একে সূতক বলে। এই সময়ে কোনও শুভ কাজ করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই সূতক সময়ে শুভ কাজ শুরু করলে অশুভ ফল পাওয়া যায়। এই কারণে জ্যোতিষীরা সূতক কালের অশুভ প্রভাব এড়াতে কিছু পরামর্শ দিয়েছেন।

সূতক কাল কী? সূর্য বা চন্দ্রগ্রহণ উভয় ক্ষেত্রেই গ্রহণের আগের সময়কে অশুভ বলে গণ্য করা হয়, একে সূতক বলে। এই সময়ে কোনও শুভ কাজ করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই সূতক সময়ে শুভ কাজ শুরু করলে অশুভ ফল পাওয়া যায়। এই কারণে জ্যোতিষীরা সূতক কালের অশুভ প্রভাব এড়াতে কিছু পরামর্শ দিয়েছেন।

8 / 8
গ্রহণের সময়ে কী করবেন না? গ্রহণের সময় কোনও শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্প্রাশন, পূজা, পৈতের মতো শুভ কাজ করতে নেই। এছাড়া গ্রহণের সময় খাদ্যগ্রহণও করা যায় না।

গ্রহণের সময়ে কী করবেন না? গ্রহণের সময় কোনও শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্প্রাশন, পূজা, পৈতের মতো শুভ কাজ করতে নেই। এছাড়া গ্রহণের সময় খাদ্যগ্রহণও করা যায় না।

Next Photo Gallery