Christmas 2021: বড়দিনের মজাকে দ্বিগুণ করতে নলেন গুড় দিয়ে তৈরি করুন ক্রিসমাস কেক!

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 24, 2021 | 11:41 AM

রাত পোহালেই ক্রিসমাস। তার ওপর শীতের মরসুম। সুতরাং এখন নলেন গুড়ের মরসুম। কয়েক ফোঁটা নলেন গুঁড়ো আপনার মিষ্টির স্বাদ বাড়িয়ে দেয়। সেখানে যদি আপনি নলেন গুড় দিয়ে কেক তৈরি করেন তাহলে ক্রিসমাস একদম জমে উঠবে। দেখে নিন নলেন গুড় দিয়ে তৈরি কেকের রেসিপি।

1 / 6
রাত পোহালেই ক্রিসমাস। তার ওপর শীতের মরসুম। সুতরাং এখন নলেন গুড়ের মরসুম। কয়েক ফোঁটা নলেন গুঁড়ো আপনার মিষ্টির স্বাদ বাড়িয়ে দেয়। সেখানে যদি আপনি নলেন গুড় দিয়ে কেক তৈরি করেন তাহলে ক্রিসমাস একদম জমে উঠবে। দেখে নিন নলেন গুড় দিয়ে তৈরি কেকের রেসিপি।

রাত পোহালেই ক্রিসমাস। তার ওপর শীতের মরসুম। সুতরাং এখন নলেন গুড়ের মরসুম। কয়েক ফোঁটা নলেন গুঁড়ো আপনার মিষ্টির স্বাদ বাড়িয়ে দেয়। সেখানে যদি আপনি নলেন গুড় দিয়ে কেক তৈরি করেন তাহলে ক্রিসমাস একদম জমে উঠবে। দেখে নিন নলেন গুড় দিয়ে তৈরি কেকের রেসিপি।

2 / 6
কেক তৈরির জন্য প্রয়োজন ৩ টি ডিম, ১ কাপ ময়দা, ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ চা চামচ  বেকিং পাউডার, ১ কাপ নলেন গুড়, ১/৪ কাপ তেল, এক চিমটে লবণ।

কেক তৈরির জন্য প্রয়োজন ৩ টি ডিম, ১ কাপ ময়দা, ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ চা চামচ বেকিং পাউডার, ১ কাপ নলেন গুড়, ১/৪ কাপ তেল, এক চিমটে লবণ।

3 / 6
সব শুকনো উপাদান একসঙ্গে মিশিয়ে ছাকনির সাহায্যে ছেকে নিন। এরপর একটি বড় পাত্রে ডিম ভেঙে নিন। ডিম যেন ঘরের স্বাভাবিক তাপমাত্রায় হয় সেদিকে খেয়াল রাখবেন। হ্যান্ড বিটার বা হুইস্ক দিয়ে ভালোভাবে ডিমগুলো বিট করুন। এটি ফোমের মতো হলে তেল বা মাখন দিয়ে আবার বিট করুন।

সব শুকনো উপাদান একসঙ্গে মিশিয়ে ছাকনির সাহায্যে ছেকে নিন। এরপর একটি বড় পাত্রে ডিম ভেঙে নিন। ডিম যেন ঘরের স্বাভাবিক তাপমাত্রায় হয় সেদিকে খেয়াল রাখবেন। হ্যান্ড বিটার বা হুইস্ক দিয়ে ভালোভাবে ডিমগুলো বিট করুন। এটি ফোমের মতো হলে তেল বা মাখন দিয়ে আবার বিট করুন।

4 / 6
শুকনো উপাদানগুলোর সঙ্গে গুড় মিশিয়ে নিন। এরপর তাতে ডিমের মিশ্রণ স্প্যাচুলা বা চামচ দিয়ে মিশিয়ে নিন। দিয়ে দিন সামান্য লবণ।

শুকনো উপাদানগুলোর সঙ্গে গুড় মিশিয়ে নিন। এরপর তাতে ডিমের মিশ্রণ স্প্যাচুলা বা চামচ দিয়ে মিশিয়ে নিন। দিয়ে দিন সামান্য লবণ।

5 / 6
একটি কেকের ছাঁচ তেল বা মাখন দিয়ে গ্রিজ করে নিন। নিচে কাগজ বিছিয়ে নিতে পারেন। এরপর তাতে কেকের মিশ্রণ দিয়ে দিন। কয়েকবার ট্যাপ করে নিন।

একটি কেকের ছাঁচ তেল বা মাখন দিয়ে গ্রিজ করে নিন। নিচে কাগজ বিছিয়ে নিতে পারেন। এরপর তাতে কেকের মিশ্রণ দিয়ে দিন। কয়েকবার ট্যাপ করে নিন।

6 / 6
ওভেন​প্রিহিট করে নিন। এরপর কেকটি ১৬০ ডিগ্রিতে ২০ মিনিটের জন্য বেক করুন। ২০ মিনিট পরে একটি টুথপিক বা কাঠি দিয়ে চেক করুন। টুথপিক পরিষ্কার বের হলে বুঝতে হবে কেক তৈরি। যদি না হয় তবে আরও ৫ মিনিটের জন্য বেক করুন। এরপর নামিয়ে ঠান্ডা করে কেটে কেটে পরিবেশন করুন সুস্বাদু নলেন গুড়ের কেক।

ওভেন​প্রিহিট করে নিন। এরপর কেকটি ১৬০ ডিগ্রিতে ২০ মিনিটের জন্য বেক করুন। ২০ মিনিট পরে একটি টুথপিক বা কাঠি দিয়ে চেক করুন। টুথপিক পরিষ্কার বের হলে বুঝতে হবে কেক তৈরি। যদি না হয় তবে আরও ৫ মিনিটের জন্য বেক করুন। এরপর নামিয়ে ঠান্ডা করে কেটে কেটে পরিবেশন করুন সুস্বাদু নলেন গুড়ের কেক।

Next Photo Gallery