রোনাল্ডোর পর চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় মেসির
চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ম্যাচে বুধবার পিএসজির (PSG) ঘরের মাঠে ড্রয়ের পর, লিগ থেকে বিদায় নিল বার্সেলোনা (Barcelona)। প্রথম লেগে ন্যু ক্যাম্পে ৪-১ হেরেছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে ম্যাচের ফল ১-১। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে বার্সাকে ছাপিয়ে শেষ আটে পৌঁছে গেল পিএসজি। রোনাল্ডোর (Ronaldo) জুভেন্তাসের (Juventus) পর, মেসির (Messi) বার্সালোনা ছিটকে গেল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ২০০৬-০৭ মরসুমের পর বার্সা এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারল না।