চ্যাম্পিয়ন্স লিগ অধরাই রইলো রোনাল্ডোদের

Mar 10, 2021 | 12:47 PM

চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) থেকে বিদায় আন্দ্রে পিরলোর জুভেন্তাস (Juventus)। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকে ছিটকে গেলেন রোনাল্ডোরা (Cristiano Ronaldo)। ঘরের মাঠে মঙ্গলবার পোর্তোকে (Porto) ৩-২ হারালেও, কোয়ার্টার ফাইনালে (Quarter final) যাওয়া হল না জুভের। আগের ম্যাচের ফল ছিল ২-১। কিন্তু অ্যাওয়ে ম্যাচে বেশি গোল করায় পোর্তো পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন অধরাই রইলো সিআর সেভেনের।

1 / 5
পোর্তোর অলিভিয়েরার জোড়া গোল। ১৯ মিনিটে ও ১১৫ মিনিটে অলিভিয়েরা পোর্তার হয়ে গোল করেন। (সৌজন্যে-উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

পোর্তোর অলিভিয়েরার জোড়া গোল। ১৯ মিনিটে ও ১১৫ মিনিটে অলিভিয়েরা পোর্তার হয়ে গোল করেন। (সৌজন্যে-উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

2 / 5
জুভেন্তাসের চিয়েসার জোড়া গোল। জুভের হয়ে ৪৯ মিনিটে ও ৬৩ মিনিটে চিয়েসা গোল করেন। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

জুভেন্তাসের চিয়েসার জোড়া গোল। জুভের হয়ে ৪৯ মিনিটে ও ৬৩ মিনিটে চিয়েসা গোল করেন। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

3 / 5
১১৭ মিনিটে রাবিওট জুভের হয়ে জয়সূচক গোল করেন। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

১১৭ মিনিটে রাবিওট জুভের হয়ে জয়সূচক গোল করেন। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

4 / 5
পোর্তোর ফুটবলাররা রোলান্ডোকে গোল করার কোনও সুযোগই দেননি। (সৌজন্যে-উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

পোর্তোর ফুটবলাররা রোলান্ডোকে গোল করার কোনও সুযোগই দেননি। (সৌজন্যে-উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টুইটার)

5 / 5
প্রথম পর্বের খেলায় পোর্তো তাদের ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল। অ্যাওয়ে ম্যাচে বেশি গোল করায় পোর্তো পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। (সৌজন্যে-পোর্তো টুইটার)

প্রথম পর্বের খেলায় পোর্তো তাদের ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল। অ্যাওয়ে ম্যাচে বেশি গোল করায় পোর্তো পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। (সৌজন্যে-পোর্তো টুইটার)

Next Photo Gallery