Bangla News Photo gallery Ukraine footballer Mykhailo Mudryk’s insane skills with an egg, Arsenal and Chelsea transfer battle continues
Mykhailo Mudryk: ডিম নিয়ে ইউক্রেন ফুটবলারের প্রতিভা প্রদর্শন
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 11, 2023 | 8:45 AM
Football: ফুটবল নিয়ে কেরামতি অনেকেই দেখিয়ে থাকেন। তা খুব একটা নতুন বিষয় নয়। কিন্তু ফুটবলের জায়গায় যদি কোনও ফুটবলার ডিম নিয়ে প্রতিভা প্রদর্শন করেন, তা হলে সকলে চমকে যেতে বাধ্য। যেমনটা করলেন ইউক্রেনের ২২ বছর বয়সী তরুণ ফুটবলার মাইখাইলো মুদ্রিক।
1 / 6
২২ বছর বয়সী ইউক্রেনের (Ukraine) তরুণ ফুটবলার মাইখাইলো মুদ্রিকের (Mykhailo Mudryk) প্রতিভা চোখ ধাঁধানো। মাঠে-ঘাটে যেখানেই সুযোগ পান, বল পায়ে কেরামতি দেখাতে ছাড়েন না মাইখাইলো। (ছবি-টুইটার)
2 / 6
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাইখাইলো মুদ্রিকের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে একটি ডিম পায়ে নিয়ে প্রতিভা প্রদর্শন করছেন তিনি। (ছবি-টুইটার)
3 / 6
ফুটবল নিয়ে তো ইউক্রেনের ফুটবলার মাইখাইলো মাঝে মধ্যেই কেরামতি দেখান। তবে ডিম পায়ে নিয়ে অভিনব কায়দায় প্রতিভা দেখানো ফুটবল প্রেমীদের কাছে বেশ অন্য রকমের। এক পা থেকে অন্য পায়ে ডিম নাচানোর সময় কোনওভাবেই সেটিকে মাটিতে পড়তে দেননি মাইখাইলো। (ছবি-টুইটার)
4 / 6
শাখতার দোনেৎস্কের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে নজর কেড়েছেন ইউক্রেনের ফুটবলার মাইখাইলো মুদ্রিক। (ছবি-টুইটার)
5 / 6
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের এক নম্বরে থাকা আর্সেনালের নজরে রয়েছে শাখতার দোনেৎস্কের উইঙ্গার মাইখাইলো মুদ্রিক। (ছবি-টুইটার)
6 / 6
যা পরিস্থিতি, তাতে শেষমেশ আর্সেনালকে টপকে মাইখাইলোকে সই করিয়ে চমকে দিতে পারে ইপিএলের অন্য দল চেলসি। (ছবি-টুইটার)