দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) শতরান রয়েছে ২০টি। ঘরের মাঠে মোট ১৬৪টি এক দিনের ম্যাচ খেলেছিলেন মাস্টার ব্লাস্টার্স। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই এর আগে সচিনের এই বিশ্বরেকর্ড থেকে মাত্র একটি শতরান দূরে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। গুয়াহাটির বর্ষাপাড়াতে সচিনের নজির স্পর্শ করেছেন ভিকে। (ছবি-পিটিআই)
ভারতের মাটিতে এ বার বিরাট কোহলির নামের পাশে রয়েছে ২০টি ওডিআই শতরান। (ছবি-পিটিআই)
বর্ষাপাড়া স্টেডিয়ামে বিরাটের ব্যাটে কার্যত রানের বর্ষণ হয়েছে। ৮৭ বলে ১১৩ রান করার পথে কোহলির ব্যাট থেকে এসেছিল ১২টি চার ও ১টি ছয়। (ছবি-পিটিআই)
আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে ৭৩তম শতরান করে ফেললেন বিরাট। পাশাপাশি ওডিআই ফর্ম্যাটে বিরাটের বর্তমান সেঞ্চুরির সংখ্যা ৪৫টি। ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন কিং কোহলি। (ছবি-পিটিআই)
ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই ম্যাচে এতদিন সব থেকে বেশি সেঞ্চুরি করার রেকর্ড যৌথ ভাবে সচিন এবং বিরাটের দখলে ছিল। দু’জনই লঙ্কানদের বিরুদ্ধে আটটি করে শতরান করেছিলেন। এ বার গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট নবম শতরান করে ছাপিয়ে গেলেন সচিনকে। (ছবি-পিটিআই)
বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে ওডিআই ম্যাচে সেঞ্চুরির পর গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে সেঞ্চুরি করেছেন ভিকে। পর পর দু’টি এক দিনের ম্যাচে শতরান এল বিরাট কোহলির ব্যাটে। (ছবি-পিটিআই)
এ বার দেখার ইডেন গার্ডেন্সে ১২ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে বিরাটের ব্যাট ফের জ্বলে ওঠে কিনা। (ছবি-পিটিআই)