Kabir Suman: ‘গানওয়ালা’ অসুস্থ! কবির সুমনের জীবনের অজানা গল্প রইল গ্যালারিতে
TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী
Jul 02, 2021 | 11:01 AM
দিশেহারা এক সময়ে তিনি গেয়েছেন, ‘অকালবোধনে আমি তোমাকে চাই’। বরাবার ‘সুমন’-এর মন্ত্র দিয়েছেন। বলেছেন, “মৃত্যুর পর আমার সমস্ত সৃষ্টি ধ্বংস করা হোক”। গান নিয়ে দিন কাটাচ্ছেন কবীর সুমন। বাঙালির ‘গানওয়ালা’ আজ অসুস্থ। জীবনের অজানা গল্পে আজকের গ্যালারি
1 / 8
১৯৫০ সালের ১৬ মার্চ ভারতের ওড়িষার কটকের বাঙালি এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় সুমনের।
2 / 8
বাবা সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মা উমা চট্টোপাধ্যায়। ছোটবেলায় বাবার কাছে ক্লাসিক্যাল মিউজিকের তালিম।
3 / 8
সুমন চট্টোপাধ্যায়। তবে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় ইসলাম গ্রহণ করেন। নাম বদলে রাখেন কবীর সুমন।
4 / 8
১৯৯১ সালের সময়ে বাংলা অল্টারনেটিভ মিউজকের পথিকৃৎ হয়ে ওঠেন সুমন। তাঁকে বলা হত বাংলার বব ডিলন।
5 / 8
প্রথম বাঙালি সংগীতশিল্পী যিনি একাধিক যন্ত্র বাজাতে পারেন। লাইভ কনসার্টে পিয়ানো, গিটার, হারমোনিকা এবং মেলোডিকা বাজান। সুমনের বেশিরভাগ কনসার্ট একক।
6 / 8
১৪ বছর বয়সে রবীন্দ্রনাথের কবিতায় সুর দিয়েছিলেন। সুমনের প্রথম মিউজিক ক্রিয়েশন।
7 / 8
প্রথম ভারতীয় সংগীতশিল্পী যিনি একটি সম্পূর্ণ অ্যালবাম রেকর্ড করেছেন একা। যেখানে সমস্ত গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন, রেকর্ড করেছেন, মিক্সিং এবং মাস্টারিং করেছেন।
8 / 8
বাংলা খেয়াল সঙ্গীতের দিকে ঝোঁক ভীষণ। নিজেই তা লিখেছেন এবং কম্পোজ করেছেন।