Kabir Suman: ‘গানওয়ালা’ অসুস্থ! কবির সুমনের জীবনের অজানা গল্প রইল গ্যালারিতে

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 02, 2021 | 11:01 AM

দিশেহারা এক সময়ে তিনি গেয়েছেন, ‘অকালবোধনে আমি তোমাকে চাই’। বরাবার ‘সুমন’-এর মন্ত্র দিয়েছেন। বলেছেন, “মৃত্যুর পর আমার সমস্ত সৃষ্টি ধ্বংস করা হোক”। গান নিয়ে দিন কাটাচ্ছেন কবীর সুমন। বাঙালির ‘গানওয়ালা’ আজ অসুস্থ। জীবনের অজানা গল্পে আজকের গ্যালারি

1 / 8
১৯৫০ সালের ১৬ মার্চ ভারতের ওড়িষার কটকের বাঙালি এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় সুমনের।

১৯৫০ সালের ১৬ মার্চ ভারতের ওড়িষার কটকের বাঙালি এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় সুমনের।

2 / 8
বাবা সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মা উমা চট্টোপাধ্যায়। ছোটবেলায় বাবার কাছে ক্লাসিক্যাল মিউজিকের তালিম।

বাবা সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মা উমা চট্টোপাধ্যায়। ছোটবেলায় বাবার কাছে ক্লাসিক্যাল মিউজিকের তালিম।

3 / 8
সুমন চট্টোপাধ্যায়। তবে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় ইসলাম গ্রহণ করেন। নাম বদলে রাখেন কবীর সুমন।

সুমন চট্টোপাধ্যায়। তবে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় ইসলাম গ্রহণ করেন। নাম বদলে রাখেন কবীর সুমন।

4 / 8
১৯৯১ সালের সময়ে বাংলা অল্টারনেটিভ মিউজকের পথিকৃৎ হয়ে ওঠেন সুমন। তাঁকে বলা হত বাংলার বব ডিলন।

১৯৯১ সালের সময়ে বাংলা অল্টারনেটিভ মিউজকের পথিকৃৎ হয়ে ওঠেন সুমন। তাঁকে বলা হত বাংলার বব ডিলন।

5 / 8
প্রথম বাঙালি সংগীতশিল্পী যিনি একাধিক যন্ত্র বাজাতে পারেন। লাইভ কনসার্টে পিয়ানো, গিটার, হারমোনিকা এবং মেলোডিকা বাজান। সুমনের বেশিরভাগ কনসার্ট একক।

প্রথম বাঙালি সংগীতশিল্পী যিনি একাধিক যন্ত্র বাজাতে পারেন। লাইভ কনসার্টে পিয়ানো, গিটার, হারমোনিকা এবং মেলোডিকা বাজান। সুমনের বেশিরভাগ কনসার্ট একক।

6 / 8
১৪ বছর বয়সে রবীন্দ্রনাথের কবিতায় সুর দিয়েছিলেন। সুমনের প্রথম মিউজিক ক্রিয়েশন।

১৪ বছর বয়সে রবীন্দ্রনাথের কবিতায় সুর দিয়েছিলেন। সুমনের প্রথম মিউজিক ক্রিয়েশন।

7 / 8
প্রথম ভারতীয় সংগীতশিল্পী যিনি একটি সম্পূর্ণ অ্যালবাম রেকর্ড করেছেন একা। যেখানে সমস্ত গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন, রেকর্ড করেছেন, মিক্সিং এবং মাস্টারিং করেছেন।

প্রথম ভারতীয় সংগীতশিল্পী যিনি একটি সম্পূর্ণ অ্যালবাম রেকর্ড করেছেন একা। যেখানে সমস্ত গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন, রেকর্ড করেছেন, মিক্সিং এবং মাস্টারিং করেছেন।

8 / 8
বাংলা খেয়াল সঙ্গীতের দিকে ঝোঁক ভীষণ। নিজেই তা লিখেছেন এবং কম্পোজ করেছেন।

বাংলা খেয়াল সঙ্গীতের দিকে ঝোঁক ভীষণ। নিজেই তা লিখেছেন এবং কম্পোজ করেছেন।

Next Photo Gallery