Mayonnaise for Skin: রূপটান শেষ? হেঁশেলের মেয়োনিজকে কাজে লাগান ত্বকের যত্নে

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 29, 2022 | 11:45 AM

DIY Face Packs: খাবারে মেয়োনিজের ব্যবহার নতুন কিছু নয়। কিন্তু মেয়োনিজ দিয়ে রূপচর্চাও করা যায়, জানেন?

1 / 7
ফ্রায়েড চিকেন, ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে মেয়োনেজ খেতে অনেকেই ভালবাসেন। রুটি, স্যালাড, স্যান্ডউইচে মেয়োনিজ মাখালে তার স্বাদ বেড়ে যায়। কিন্তু এই খাবার দিয়ে রূপচর্চার কথা কোনওদিন ভেবেছেন? হ্যাঁ, ঠিকই পড়লেন।

ফ্রায়েড চিকেন, ফিশ ফিঙ্গার, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে মেয়োনেজ খেতে অনেকেই ভালবাসেন। রুটি, স্যালাড, স্যান্ডউইচে মেয়োনিজ মাখালে তার স্বাদ বেড়ে যায়। কিন্তু এই খাবার দিয়ে রূপচর্চার কথা কোনওদিন ভেবেছেন? হ্যাঁ, ঠিকই পড়লেন।

2 / 7
মেয়োনিজ দিয়ে রূপচর্চাও সেরে নেওয়া যায়। মেয়োনিজ তৈরিতে ডিম, লেবুর রস ইত্যাদি ব্যবহার করা হয়। এই উপাদানগুলো আদতে ত্বকের জন্য উপকারী। ত্বকের উপর কীভাবে মেয়োনিজ ব্যবহার করবেন, দেখে নিন...

মেয়োনিজ দিয়ে রূপচর্চাও সেরে নেওয়া যায়। মেয়োনিজ তৈরিতে ডিম, লেবুর রস ইত্যাদি ব্যবহার করা হয়। এই উপাদানগুলো আদতে ত্বকের জন্য উপকারী। ত্বকের উপর কীভাবে মেয়োনিজ ব্যবহার করবেন, দেখে নিন...

3 / 7
শুষ্ক ত্বকের ক্ষেত্রে মেয়োনিজ দারুণ উপযোগী। ময়েশ্চারাইজার হিসেবে ত্বকে মেয়োনিজ মাখতে পারেন। ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর অল্প মেয়োনিজ মুখে মেখে নিন। কিছুক্ষণ রাখার পর ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

শুষ্ক ত্বকের ক্ষেত্রে মেয়োনিজ দারুণ উপযোগী। ময়েশ্চারাইজার হিসেবে ত্বকে মেয়োনিজ মাখতে পারেন। ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর অল্প মেয়োনিজ মুখে মেখে নিন। কিছুক্ষণ রাখার পর ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

4 / 7
মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে মেয়োনিজ। ২ চামচ মেয়োনিজের সঙ্গে মধু ও অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটা নিয়ে মুখে লাগিয়ে মিনিট পনেরো মালিশ করে নিন। তারপর ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে মেয়োনিজ। ২ চামচ মেয়োনিজের সঙ্গে মধু ও অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটা নিয়ে মুখে লাগিয়ে মিনিট পনেরো মালিশ করে নিন। তারপর ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

5 / 7
রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে মেয়োনিজ। এক্ষেত্রে মুখে ঠান্ডা মেয়োনিজ মাখতে হবে। মুখে মেয়োনিজ লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। এতে ত্বক হাইড্রেটেড হবে এবং সান ট্যান দূর হয়ে যাবে।

রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে মেয়োনিজ। এক্ষেত্রে মুখে ঠান্ডা মেয়োনিজ মাখতে হবে। মুখে মেয়োনিজ লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। এতে ত্বক হাইড্রেটেড হবে এবং সান ট্যান দূর হয়ে যাবে।

6 / 7
মেয়োনিজ দিয়ে স্ক্রাবারও বানিয়ে নিতে পারেন। ২ চামচ মেয়োনিজের সঙ্গে মধু, চিনি ও ওটসের গুঁড়ো এবং লেবুর রস মিশিয়ে নিন। এটি মিশ্রণটি দিয়ে ত্বকের উপর স্ক্রাব করুন। ২০ মিনিট এটা ত্বকে রাখার পর জল দিয়ে মুখ ধুয়ে নিন।

মেয়োনিজ দিয়ে স্ক্রাবারও বানিয়ে নিতে পারেন। ২ চামচ মেয়োনিজের সঙ্গে মধু, চিনি ও ওটসের গুঁড়ো এবং লেবুর রস মিশিয়ে নিন। এটি মিশ্রণটি দিয়ে ত্বকের উপর স্ক্রাব করুন। ২০ মিনিট এটা ত্বকে রাখার পর জল দিয়ে মুখ ধুয়ে নিন।

7 / 7
এই সব উপায়ে মেয়োনিজ ব্যবহার করলে উপকার পাবেন। এটি ত্বকের উপর জলে থাকা ময়লা ও মৃত কোষ দূর করে দেয়। এতে ত্বকের উজ্জ্বল বৃদ্ধি পায়। তাছাড়া এতে শীতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

এই সব উপায়ে মেয়োনিজ ব্যবহার করলে উপকার পাবেন। এটি ত্বকের উপর জলে থাকা ময়লা ও মৃত কোষ দূর করে দেয়। এতে ত্বকের উজ্জ্বল বৃদ্ধি পায়। তাছাড়া এতে শীতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

Next Photo Gallery