TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Nov 14, 2022 | 7:05 AM
বাড়িতে তুলসী গাছ রাখলে তা ব্যক্তির জীবনে এবং বাড়ির পরিবেশে অনেক ইতিবাচক প্রভাব ফেলে। এর ধর্মীয় ও বৈজ্ঞানিক তাৎপর্য সম্পর্কে সবাই অবগত।
এর পাতা সর্দি-কাশি জ্বরের মত রোগে এবং ভগবানকে জল ও নৈবেদ্য দিতেও ব্যবহৃত হয়। এমনকি এর মঞ্জরিও খুব উপকারী। পূজায় এর ব্যবহার অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি দেয়, যা খুব কম মানুষই জানে।
যদিও শিবকে তুলসী পাতা নিবেদন করা হয় না, তবে এর পাতা নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
সেই সঙ্গে ভগবান বিষ্ণুর পূজায় তুলসী মঞ্জরি নিবেদন করা শুভ বলে মনে করা হয়। কারণ তারা তার খুব প্রিয়। বিশ্বাস করা হয় যে এটি করলে মোক্ষ লাভ হয়।
অন্যদিকে গঙ্গার জলে তুলসী পাতা ও মঞ্জরি মিশিয়ে ঘরে ছিটিয়ে দিলে অর্থের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি নেতিবাচক শক্তিও দূর করে।
মঞ্জরীকে লাল কাপড়ে মুড়িয়ে ভল্টে রাখুন, এতে সম্পদ ও ইতিবাচক শক্তি আসে যা আলাদা থাকবে। এতে ঘরে আশীর্বাদ বর্ষণ হয়।