বলিউডের অন্দরমহল নিয়ে একাধিকবার মুখ খুলতে দেখা যায় সেলেবদের। বহিরাগতদের বলিউডে জায়গা করে নিতে ঠিক কতটা পরিমাণ সমস্যা হয়, তা নিয়ে অতীতেও একাধিকবার চর্চা হয়েছে সিনেপাড়া।
এবার তা নয়ে মুখ খুললেন বিবেক ওবরয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নড়ে গিয়েছিল গোটা সিনে দুনিয়া। তখন থেকেই বিটাউনের অন্দরমহল নিয়ে চর্চা ছিল তুঙ্গে। সুশান্ত মানসিক অশান্তির কারণেই নাকি মৃত্যুর পথ বেছে নিয়েছিলেন।
বিবেকের কথায়, সুশান্তের যন্ত্রণা তিনি বোঝেন। বলিউডে থেকে অন্দরমহলের ছবিটা ঠিক ভয়ানক হতে পারে, তা তিনি আঁচ করেছিলেন। তাঁর চারপাশে এতটাই নেগেটিভ খবর ছড়িয়ে পড়তে দেখেছিলেন, যে তিনি নিজেও মানসিকভাবে ভেঙে পড়েন।
একটা সময় পরিবারকে পাশে পাননি ইন্ডাস্ট্রির কাউকেই। পরিবারই তখন বিবেককে মূল ছন্দে ফিরতে সাহায্য করেছিল। তিনি চেয়েছিলেন, সব শেষ করে ফেলতে।
ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়ে পড়তেই রীতিমত সলমন খানের কাছ থেকে হুমকিও শুনতে হয় তাঁকে। সেই কঠিন দিনের কথা আজও তিনি ভোলেননি। ফলে বলিউডের সাইড এফেক্ট তিনি পরতে-পরতে নিজের জীবনে দেখে এসেছেন।