Vikash Thakur CWG: বদ সঙ্গ থেকে বাঁচতে ভারোত্তোলনে, পদক জিতেই প্রয়াত মুসেওয়ালার ভঙ্গিতে উদযাপন বিকাশের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 03, 2022 | 9:30 AM

কমনওয়েলথের মঞ্চে ভারোত্তোলক বিকাশ ঠাকুর নজর কেড়েছেন তাঁর পদক জয় উদযাপনের কায়দায়। প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ভঙ্গিতে সেলিব্রেশন করেন তিনি।

1 / 4
 কমনওয়েলথ গেমসে টানা তৃতীয়বার পদক জয় লুধিয়ানার ভারোত্তেলক বিকাশ ঠাকুরের। বদ সঙ্গ থেকে ছেলেকে বাঁচাতে বাবা-মা খেলাধুলোর দিকে ঠেলে দিয়েছিলেন। সেটাই এখন বিকাশের জীবনের অঙ্গ। (ছবি: টুইটার)

কমনওয়েলথ গেমসে টানা তৃতীয়বার পদক জয় লুধিয়ানার ভারোত্তেলক বিকাশ ঠাকুরের। বদ সঙ্গ থেকে ছেলেকে বাঁচাতে বাবা-মা খেলাধুলোর দিকে ঠেলে দিয়েছিলেন। সেটাই এখন বিকাশের জীবনের অঙ্গ। (ছবি: টুইটার)

2 / 4
ভারোত্তোলনে এবারের কমনওয়েলথ গেমস থেকে পদকে বন্যা বয়েছে। মঙ্গলবার ৯৪ কেজি বিভাগে রুপো পেলেন বিকাশ। ঢুকে পড়লেন পদকজয়ীদের তালিকায়।(ছবি: টুইটার)

ভারোত্তোলনে এবারের কমনওয়েলথ গেমস থেকে পদকে বন্যা বয়েছে। মঙ্গলবার ৯৪ কেজি বিভাগে রুপো পেলেন বিকাশ। ঢুকে পড়লেন পদকজয়ীদের তালিকায়।(ছবি: টুইটার)

3 / 4
তবে কমনওয়েলথের মঞ্চে বিকাশ নজর কেড়েছেন তাঁর পদক জয় উদযাপনের কায়দায়। প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ভঙ্গিতে সেলিব্রেশন করেন তিনি।(ছবি: টুইটার)

তবে কমনওয়েলথের মঞ্চে বিকাশ নজর কেড়েছেন তাঁর পদক জয় উদযাপনের কায়দায়। প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ভঙ্গিতে সেলিব্রেশন করেন তিনি।(ছবি: টুইটার)

4 / 4
গত জুন মাসে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে মুসেওয়ালার। প্রিয় গায়কের হঠাৎ প্রয়াণের শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন বিকাশ। ২৮ বছরের বিকাশ তাই প্রিয় গায়ককে বিশ্ব মঞ্চে শ্রদ্ধা জানালেন।(ছবি: টুইটার)

গত জুন মাসে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে মুসেওয়ালার। প্রিয় গায়কের হঠাৎ প্রয়াণের শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন বিকাশ। ২৮ বছরের বিকাশ তাই প্রিয় গায়ককে বিশ্ব মঞ্চে শ্রদ্ধা জানালেন।(ছবি: টুইটার)

Next Photo Gallery