Ravindra Jadeja: ৫ উইকেটে দুরন্ত কামব্যাক, নাগপুরে একাই ১০০ জাডেজা

Ravindra Jadeja's Comeback: জাতীয় দলের হয়ে বাইশ গজে কামব্যাক করেই দুরন্ত ছন্দে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। নাগপুরে চলতি ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৫টি উইকেট তুলে নিলেন জাডেজা।

| Edited By: | Updated on: Feb 09, 2023 | 3:24 PM
নাগপুরে চলছে ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। শুরু থেকেই অজিদের চাপে রেখেছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ছবি: টুইটার

নাগপুরে চলছে ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। শুরু থেকেই অজিদের চাপে রেখেছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ছবি: টুইটার

1 / 8
প্রথম সেশনে দুই উইকেট পায় টিম ইন্ডিয়া। একটি মহম্মদ সিরাজের অপরটি মহম্মদ সামির। দ্বিতীয় সেশন শুরু হতেই ছন্দে দেখা গেল রবীন্দ্র জাডেজাকে। ছবি: টুইটার

প্রথম সেশনে দুই উইকেট পায় টিম ইন্ডিয়া। একটি মহম্মদ সিরাজের অপরটি মহম্মদ সামির। দ্বিতীয় সেশন শুরু হতেই ছন্দে দেখা গেল রবীন্দ্র জাডেজাকে। ছবি: টুইটার

2 / 8
চোটের কারণে ৫ মাস মাঠের বাইরে ছিলেন জাডেজা। এ বার বাইশ গজে ফিরেই কার্যত জ্বলে উঠতে দেখা গেল তাঁকে। ছবি: টুইটার

চোটের কারণে ৫ মাস মাঠের বাইরে ছিলেন জাডেজা। এ বার বাইশ গজে ফিরেই কার্যত জ্বলে উঠতে দেখা গেল তাঁকে। ছবি: টুইটার

3 / 8
জাডেজার এই কামব্যাকে খুশি ভারতীয় দল। জাড্ডু এই ফর্ম ধরে রাখতে পারলে, চলতি সিরিজে অজিদের ভয়ের কারণ হতে চলেছেন তিনি। ছবি: টুইটার

জাডেজার এই কামব্যাকে খুশি ভারতীয় দল। জাড্ডু এই ফর্ম ধরে রাখতে পারলে, চলতি সিরিজে অজিদের ভয়ের কারণ হতে চলেছেন তিনি। ছবি: টুইটার

4 / 8
শেষ ২০২২-এর ১ জুলাই বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলেছিলেন জাডেজা। তারপর চোটের কারণে আর তাঁকে পাওয়া যায়নি। ছবি: টুইটার

শেষ ২০২২-এর ১ জুলাই বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলেছিলেন জাডেজা। তারপর চোটের কারণে আর তাঁকে পাওয়া যায়নি। ছবি: টুইটার

5 / 8
কিছুদিন আগে ঘরোয়া ক্রিকেট সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন জাডেজা। সৌরাষ্ট্রে জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন তারকা অলরাউন্ডার। ছবি: টুইটার

কিছুদিন আগে ঘরোয়া ক্রিকেট সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন জাডেজা। সৌরাষ্ট্রে জার্সিতে দুরন্ত ফর্মে ছিলেন তারকা অলরাউন্ডার। ছবি: টুইটার

6 / 8
রঞ্জিতে তাঁর পারফরম্যান্সেই বোঝা গিয়েছিল চোট কাটিয়ে ফের নিজের ফর্মে ফিরেছেন জাডেজা। ছবি: টুইটার

রঞ্জিতে তাঁর পারফরম্যান্সেই বোঝা গিয়েছিল চোট কাটিয়ে ফের নিজের ফর্মে ফিরেছেন জাডেজা। ছবি: টুইটার

7 / 8
রাহুল দ্রাবিড়কে নিরাশ করলেন না ভারতীয় অলরাউন্ডার। মাঠে নেমেই বুঝিয়ে দিলেন যে তিনি সেই পুরনো জাডেজাই! আর ৫ উইকেট নিয়ে একপ্রকার জানিয়ে দিয়ে গেলেন অজিদের, যে জাড্ডু ইজ ব্যাক। ছবি: টুইটার

রাহুল দ্রাবিড়কে নিরাশ করলেন না ভারতীয় অলরাউন্ডার। মাঠে নেমেই বুঝিয়ে দিলেন যে তিনি সেই পুরনো জাডেজাই! আর ৫ উইকেট নিয়ে একপ্রকার জানিয়ে দিয়ে গেলেন অজিদের, যে জাড্ডু ইজ ব্যাক। ছবি: টুইটার

8 / 8
Follow Us: