Dreams: স্বপ্নে এই সব দেখছেন? এর অর্থ কী হতে পারে জানেন কি…

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jun 08, 2022 | 5:34 PM

Symbol Of Dream: স্বপ্ন মানেই বে-খেয়াল নয়। স্বপ্নের মধ্যেও লুকিয়ে থাকে একাধিক অর্থ। জানতেন?

1 / 5
স্বপ্ন মানেই রঙিন দুনিয়া নয়। স্বপ্ন মানেই জলছবি নয়। কিছু স্বপ্নের নেপথ্যে থাকে তাৎপর্যও।  মনের মধ্যে যা চলতে থাকে তাই মানুষ স্বপ্নে দেখেন। স্বপ্ন কখনও বাস্তবও হয়। তবে স্বপ্নে যদি হাত, বরফ, চাবি, তালা দেখেন তাহলে তার অর্থ কী  হতে পারে জানেন কি?

স্বপ্ন মানেই রঙিন দুনিয়া নয়। স্বপ্ন মানেই জলছবি নয়। কিছু স্বপ্নের নেপথ্যে থাকে তাৎপর্যও। মনের মধ্যে যা চলতে থাকে তাই মানুষ স্বপ্নে দেখেন। স্বপ্ন কখনও বাস্তবও হয়। তবে স্বপ্নে যদি হাত, বরফ, চাবি, তালা দেখেন তাহলে তার অর্থ কী হতে পারে জানেন কি?

2 / 5
স্বপ্নে হাত দেখছেন? এর অর্থ কিন্তু মোটেই সুখকর নয়। হতেই  পারে সামনে আপনার কোনও বড় বাধা কিংবা বিপদ রয়েছে। আর এই স্বপ্ন তারই ইঙ্গিত।

স্বপ্নে হাত দেখছেন? এর অর্থ কিন্তু মোটেই সুখকর নয়। হতেই পারে সামনে আপনার কোনও বড় বাধা কিংবা বিপদ রয়েছে। আর এই স্বপ্ন তারই ইঙ্গিত।

3 / 5
প্রায়শই সূর্যাস্তের স্বপ্ন দেখছেন? সাবধান, আগলে রাখুন নিজের ধন-সম্পত্তি। খোয়া যেতে পারে দামি কোনও সম্পত্তি।

প্রায়শই সূর্যাস্তের স্বপ্ন দেখছেন? সাবধান, আগলে রাখুন নিজের ধন-সম্পত্তি। খোয়া যেতে পারে দামি কোনও সম্পত্তি।

4 / 5
বেশ কয়েকদিন ধরে স্বপ্নে তালাচাবি দেখছেন? চোখের সামনে বারবার ভেসে উঠছে বন্ধ দরজা? এর অর্থ আপনি হতাশায় ভুগছেন।

বেশ কয়েকদিন ধরে স্বপ্নে তালাচাবি দেখছেন? চোখের সামনে বারবার ভেসে উঠছে বন্ধ দরজা? এর অর্থ আপনি হতাশায় ভুগছেন।

5 / 5
কথায় বলা হয়, হাতে চাবি পাওয়া মানেই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাওয়া। ধরা যাক, কয়েকদিন ধরে জটিল কেনও ধাঁধাঁ আপনাকে বিপাকে ফেলেছে। রাতে স্বপ্নে চাবি দেখা মানে পরদিন তা সমাধান হয়ে যাওয়া।

কথায় বলা হয়, হাতে চাবি পাওয়া মানেই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাওয়া। ধরা যাক, কয়েকদিন ধরে জটিল কেনও ধাঁধাঁ আপনাকে বিপাকে ফেলেছে। রাতে স্বপ্নে চাবি দেখা মানে পরদিন তা সমাধান হয়ে যাওয়া।

Next Photo Gallery