Bollywood Love Triangle: দিদিকে চুমু, বোনকে ‘লাভ ইউ’– শ্রীদেবীর দুই মেয়েরই ‘প্রেমিক’ এই অক্ষত রাজন আদপে কার সন্তান?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Aug 19, 2022 | 6:54 PM
Bollywood Gossip: শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের 'প্রাক্তন প্রেমিক' এই অক্ষত নাকি এখন মন দিয়েছেন জাহ্নবীর বোন খুশিকে। কে এই অক্ষত যাকে ঘিরে মহিলা মহলে এত হইচই? কী করেন তিনি? পরিবারের লিনিয়েজ শুনলে চমকে যাবেন!
1 / 6
পরিবারে অভিনয় যোগ নেই। তবু বলিউডে সব প্রথম সারির অভিনেতাদের সঙ্গেই ওঠাবসা তাঁর। প্রেমও ওই অভিনেতাদের সঙ্গে। নাম অক্ষত রাজন। সাম্প্রতিক গুঞ্জন বলছে, শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের 'প্রাক্তন প্রেমিক' এই অক্ষত নাকি এখন মন দিয়েছেন জাহ্নবীর বোন খুশিকে। কে এই অক্ষত যাকে ঘিরে মহিলা মহলে এত হইচই? কী করেন তিনি? পরিবারের লিনিয়েজ শুনলে চমকে যাবেন!
2 / 6
বয়স মাত্র ২৫। অথচ এই বয়সেই চতুর্দিকে পয়সার ছড়াছড়ি। হবে নাই বা কেন? সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে সে। রাজন প্যালেসের কথা শুনেছেন? শুনেছেন বিখ্যাত শিল্পপতি অভিজিৎ রাজনের কথা?
3 / 6
এই অভিজিৎ রাজনেরই আদরের ছেলে অক্ষত। বাবা অভিজিৎ 'গ্যামন গোষ্ঠী'র চেয়ারপার্সন। এটি ভারতের অন্যতম বৃহৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম। এ যাবৎ তাঁদের আর্থিক লাভ প্রায় ৫১০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় সেই সংখ্যাটা কত আন্দাজ করতে পারেন?
4 / 6
অক্ষত নিজেও পড়াশোনা মন দিয়েই করেছেন। মুম্বইয়ের প্রখ্যাত যমুনাবাই স্কুলের ছাত্র ছিলেন। এরপর চলে যান ম্যাসাচুসেটসের প্রসিদ্ধ টাফটস বিশ্ববিদ্যালয়ে। ঝরঝরে স্প্যানিশ বলতে পারেন তিনি। এই রাজন পরিবার আবার বচ্চন পরিবারের খুব কাছের।
5 / 6
দুই পরিবারই আদপে এলাহবাদের বাসিন্দা ছিলেন। তাই যোগাযোগটা রয়েই গিয়েছে। মুম্বইয়ের সেঞ্চুরি বাজারের যে বিখ্যাত 'রাজন হাউজ' তা অক্ষতের পরিবারেরই। এ হেন অক্ষয়ের ২০১৬ সালে জাহ্নবীর সঙ্গে এক ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়। জাহ্নবী দাবি করেছিলেন তাঁরা বন্ধু। তবে শোনা যায় বন্ধু তো বটেই তবে শুধুই বন্ধু ছিলেন না তাঁরা।
6 / 6
কাট ২। ২০২২। খুশি কাপুর গিয়েছিলেন বিদেশ ভ্রমণে সম্প্রতি। সেখানেও তাঁর ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে এই অক্ষতের ছবিই। অক্ষত আবার ছবিতে কমেন্ট করেছেন 'ভালবাসি'। পাল্টা খুশিও লিখেছেন, 'আমিও'। এই ভালবাসা কি শুধুই বন্ধুত্ব! ওদিকে বলিউড তো আবার দিয়েছে সেই মহান পাঠ-- 'প্যায়ার দোস্তি হ্যায়'। সমীকরণ বড়ই যে গোলমেলে!