এই পৃথিবীতে আপনার জন্ম কেন হয়েছে? মহাবিশ্ব আপনাকে কোন ইঙ্গিত দিতে চাইছে? আপনার সাকসেস নম্বর বা কী জানেন? এই মহাবিশ্বে কারও জন্ম এমনি এমনি হয়নি। প্রত্যেকের জন্মের পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে। কিন্তু বিবিধ কারণে সেই উদ্দেশ্য থেকে দূরে সরে যাই। আপনার ক্ষেত্রেও তেমনটা কিছু হচ্ছে না তো? জীবনে আপনার জন্মের আসল উদ্দেশ্য কী, তা কিন্তু বলে দেবে আপনার জন্ম তারিখ। কী ভাবে জানেন?
নিজের জীবনের উদ্দেশ্য কী তা জানতে হলে, আগে জানতে হবে আপনার সাকসেস নম্বর কত! সাকসেস নম্বর জানার জন্য প্রথমে নিজের জন্ম তারিখ এবং জন্ম মাসের যোগ ফল একক সংখ্যায় কত তা জেনে নিন। ধরা যাক আপনার জন্ম ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ। অর্থাৎ আপনার সাকসেস নম্বর হল, ১৯+২= ২১ > ২+১=৩। এবার জেনে নেওয়া যাক কোন সাকসেস নম্বরের কী অর্থ?
কারও সাকসেস নম্বর যদি ১ হয় তার মানে সেই সব ব্যাক্তিরা খুবই স্বাধীনচেতা হয়। এঁদের মধ্যে উদ্ভাবনী ভাবনা এবং গুণ দুটিই বেশি থাকে। নিজের জীবনের লক্ষ্য পুরণ না করে এঁরা থামেন না।
যাঁদের সাকসেস নম্বর ২ হয়, তাঁদের কূটনৈতিক বুদ্ধি খুব প্রখর হয়। সবাইকে নিয়ে চলতে ভালবাসেন এবং এঁরা খুব দয়ালু হন। এঁরা যে কাজ করে তা খুব দরদ নিয়ে করে।
সাকসেস নম্বর যাঁদের ৩ হয়, লোকের মুখে হাসি ফোটাতে তাঁদের জুড়ি মেলা ভার। ভাববেন না এঁরা বোকা হয়। এঁরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। একদিকে থেকে যেমন বহুমুখী প্রতিভার অধিকারী অন্যদিকে তেমনই এঁদের মধ্যে শিল্প বোধ খুব প্রখর হয়।
যাঁদের সাকসেস নম্বর ৪ হয়, যে কোনও ধরনের অনুষ্ঠান বা অন্য কোনও কিছু ব্যবস্থাপনা করতে তাঁরা খুব পটু হয়। মনযোগ সহকারে কাজ করা, সততা, আনুগত্য এঁদের প্রধান হাতিয়ার।
৫ যাঁদের সাকসেস নম্বর হয়, তাঁরা অন্যদের থেকে আলাদা প্রকৃতির হয়। জীবনের প্রতিটি মোড়ে অ্যাডভেঞ্চার, নির্ভয়ে এগিয়ে যাওয়া এঁদের চরিত্রের বৈশিষ্ট্য। অসম্ভবকে সম্ভব করাই এঁদের প্রধান বৈশিষ্ট্য।
যাঁদের সাকসেস নম্বর ৬, শুভ বুদ্ধি, বিবেক, অধ্যাবসায়, কঠোর পরিশ্রম, বিচক্ষণতা তাঁদের চরিত্রের মূল বৈশিষ্ট্য। ঘর-পরিবারকে বেঁধে রাখতে, সৌন্দর্য্য বজায় রাখতে এঁদের জুড়ি মেলা ভার।
যাঁদের সাকসেস নম্বর ৭ হয়, তাঁরা জন্মগত ভাবেই অত্যন্ত বুদ্ধিমান হয়। ডেটা অ্যানালিসিস, স্ট্রাটেজিক থিংকিং, কোনও বিষয়কে অন্যভাবে, একদম বিকল্প আঙ্গিকে ভাবা এঁদের সহজাত স্বভাব। জীবনকে দেখা বোঝার ক্ষেত্রেও এঁদের দর্শন আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গী পালটে দিতে পারে।
আত্মবিশ্বাস, শক্তি, ক্ষমতার প্রতীক হয়ে ওঠেন যাঁদের, সাকসেস নম্বর ৮ হয়। সমাজের দিক নির্দেশ করতে এঁরা বড় ভুমিকা পালন করে। এঁরা নেতৃত্ব দিতে ওস্তাদ হয়, সকলকে প্রভাবিত করতে পারে।
যাঁদের সাকসেস নম্বর ৯ হয়, বলা যেতে পারে ঈশ্বরের বর প্রদত্ত হন এঁরা। মানবতা এঁদের সবচেয়ে বড় শক্তি, যেখানেই থাকবে নেতৃত্ব দেওয়াটা এঁদের সহজাত প্রক্রিয়া হয়ে ওঠে। আপনার সাকসেস নম্বর কি, দেখলেন?