‘শ্রীময়ী’, ‘দেশের মাটি’, ‘খড়কুটো’র লেখিকা লীনার বেঁচে থাকার রসদ কী?
বাংলার জনপ্রিয় ধারাবাহিকের গল্প বেরিয়ে আসে তাঁর কলম থেকে। তিনি একজন লেখিকা। লীনা গঙ্গোপাধ্যায়। টেলিভিশনের প্রাইম টাইম জুড়ে থাকেন তিনি। 'শ্রীময়ী', 'খড়কুটো', 'দেশের মাটি', 'মোহর', আর এখন 'ধুলোকণা' ধারাবাহিকের লেখিকা লীনা। সারাক্ষণই তাঁর মস্তিষ্ক থেকে বেরিয়ে আসে দুরন্ত সব গল্প। কিন্তু তাঁরও তো হতাশা আসে। তখন তিনি ফিরে আসেন গাছের কাছে।
Most Read Stories