Katrina Kaif: নিজের সুখের চাবি অন্যের হাতে তুলে না দেওয়াই ভাল, কী উপদেশ দিলেন ক্যাট

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 20, 2022 | 8:00 AM

Happiness: বর্তমানে এই নীতি মেনেই চলছেন ক্যাটরিনা। তিনি এখন নিজের সুখের ভার নিজের হাতেই রেখেছেন। তাঁর আবেগগুলোকে অন্যকেই নিয়ন্ত্রণ করতে পারে না। তবে হ্যাঁ প্রভাবিত করতে পারে বটে।

1 / 5
যদিও এই খবর চেপে রাখার নয়। কয়েকদিনের মধ্যেই তা সকলের নজরে ধরা পড়বে, সেই কারণেই সন্তানের খবর সেলেবরা নিজেরাই সঠিক সময় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন। ক্যাটরিনা- ভিকির ক্ষেত্রেও তাই অপেক্ষায় ভক্তমহল।

যদিও এই খবর চেপে রাখার নয়। কয়েকদিনের মধ্যেই তা সকলের নজরে ধরা পড়বে, সেই কারণেই সন্তানের খবর সেলেবরা নিজেরাই সঠিক সময় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন। ক্যাটরিনা- ভিকির ক্ষেত্রেও তাই অপেক্ষায় ভক্তমহল।

2 / 5
সম্প্রতি ক্যাটরিনা কইফ ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ভূত পুলিশ-এর প্রচার নিয়ে। সেখানেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাঁকে। এবার মুখ খুললেন নিজের চরিত্র নিয়ে।

সম্প্রতি ক্যাটরিনা কইফ ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ভূত পুলিশ-এর প্রচার নিয়ে। সেখানেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাঁকে। এবার মুখ খুললেন নিজের চরিত্র নিয়ে।

3 / 5
ক্যাটরিনার কথায়, এক্ষেত্রে প্রশ্ন থেকেই যায় যে সেই ব্যক্তিটা আদৌ তোমার স্বপ্নের যত্ন নেবে কি না! তোমায় ভাল রাখবে কি না। অন্যের ইচ্ছে অনিচ্ছের ওপর তোমার ভাল থাকা নির্ভর করতে পারে না।

ক্যাটরিনার কথায়, এক্ষেত্রে প্রশ্ন থেকেই যায় যে সেই ব্যক্তিটা আদৌ তোমার স্বপ্নের যত্ন নেবে কি না! তোমায় ভাল রাখবে কি না। অন্যের ইচ্ছে অনিচ্ছের ওপর তোমার ভাল থাকা নির্ভর করতে পারে না।

4 / 5
তাই নিজেই নিজের মর্জির মালিক হওয়া উটি। তোমার ভাল থাকা খারাপ থাকাটা তোমার হাতেই থাকা উচিত। এতে অন্তত পক্ষে নিজেকে নিয়ে নিশ্চিন্ত থাকা যায় যে অকারণে খামখেয়ালিতে কেউ আমায় কাঁদাবে না।

তাই নিজেই নিজের মর্জির মালিক হওয়া উটি। তোমার ভাল থাকা খারাপ থাকাটা তোমার হাতেই থাকা উচিত। এতে অন্তত পক্ষে নিজেকে নিয়ে নিশ্চিন্ত থাকা যায় যে অকারণে খামখেয়ালিতে কেউ আমায় কাঁদাবে না।

5 / 5
ক্যাটরিনা জানান, ভূতের চরিত্রে অভিনয় করাটা ঠিক যেন একটা ছবির জন্য গোটা বিশ্ব হয়ে ওটে। কারণ এই ছবিগুলোর প্রাণ কেন্দ্রই হয়ে ওঠে এই চরিত্র। ক্যাটরিনা কইফ তেমনই এক চরিত্রে অভিনয় করেন ভূত পুলিশে।

ক্যাটরিনা জানান, ভূতের চরিত্রে অভিনয় করাটা ঠিক যেন একটা ছবির জন্য গোটা বিশ্ব হয়ে ওটে। কারণ এই ছবিগুলোর প্রাণ কেন্দ্রই হয়ে ওঠে এই চরিত্র। ক্যাটরিনা কইফ তেমনই এক চরিত্রে অভিনয় করেন ভূত পুলিশে।

Next Photo Gallery