Diwali 2024 Tips: দীপাবলির আগেই বাড়ি থেকে দূর করুন এই সব জিনিস! না হলে হতে পারে বড় বিপদ
Diwali 2024 Tips: বাস্তু মতে এই সময় কিছু নিয়ম মেনে চললে তবেই ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। জীবনে অর্থের কষ্ট দূর হয়। কিন্তু কী করলে মিলবে অপার ঐশ্বর্য, দূর হবে অর্থকষ্ট? রইল টিপস।
1 / 8
দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে, চলে গিয়েছে লক্ষ্মী পুজোও। এবার দেবী কালিকার আগমনের অপেক্ষা। শাস্ত্র মতে দশেরা, লক্ষ্মীপুজো বা দীপাবলির মতো উৎসবগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। আবার বাংলায় প্রায় ঘরে ঘরে পালিত হয় দীপাবলি উৎসব।
2 / 8
এমন অনেক পরিবার আছে যেখানে ৩০০-৪০০ বছর ধরে পূজিত হন দেবী কালী। এই বছর দীপাবলির উৎসব পালিত হবে ৩১ অক্টোবর। তাই যদি সৌভাগ্য ফিরে পেতে চান তাহলে দীপাবলির আগেই বাড়ি থেকে দূর করুন এই সব জিনিস।
3 / 8
বাস্তু মতে এই সময় কিছু নিয়ম মেনে চললে তবেই ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। জীবনে অর্থের কষ্ট দূর হয়। কিন্তু কী করলে মিলবে অপার ঐশ্বর্য, দূর হবে অর্থকষ্ট? রইল টিপস।
4 / 8
বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাস্তু শাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে কালী পুজোর সঙ্গে। বাস্তুশাস্ত্র অনুসারে, দীপাবলিতে কিছু নিয়ম মেনে চললে ঘরে ইতিবাচক শক্তি আসে। অধিষ্ঠান করেন দেবী লক্ষ্মী। কী করলে ঘুরবে ভাগ্যের চাকা?
5 / 8
দীপাবলির সময় বাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। ঘর বাড়ি অপরিষ্কার থাকলে দেবী লক্ষ্মী সেই বাড়ি ত্যাগ করেন। তাই পরিচ্ছন্নতার দিকে নজর দিন।
6 / 8
এই সময়ে ঘরে ভাঙা কাচ ঘরে রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে ভাঙা আয়না রাখলে নেতিবাচক শক্তি বাস করে। তাই ভাঙা কাচ সরিয়ে ফেলুন। বন্ধ ঘড়ি থাকলে তাও সরিয়ে ফেলতে হবে। বাড়িতে কোথাও ভাঙা কাচ থাকে, ভাঙা জানলা, ভাঙা টেবিল টপ বা ল্যাম্পশেড কিংবা অন্যকিছু থাকলে সেই সব বদলে নিতে হবে।
7 / 8
ঠাকুরঘরে যদি কোনও দেবতার ভাঙা মূর্তি থাকে, তবে দীপাবলির আগেই বিসর্জন দিয়ে দিন। কাছাকাছি গঙ্গা না থাকলে কোনও পুকুরেও বিসর্জন দিতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভাঙা মূর্তি রাখা অশুভ বলে মনে করা হয়। শুধু ঠাকুরঘরই নয়, বাড়ির অন্য কোথাও যদি এরূপ কোনও মূর্তি থাকে তাহলে তা বিসর্জন করে দেওয়া প্রয়োজন।
8 / 8
জুতো রাখার আলমারিতে পুরনো ছেঁড়া চপ্পল বা জুতো থাকলে দীপাবলির আগে ঘর পরিষ্কার করার সময় সেগুলি ঘরের বাইরে ফেলে দিতে হবে। অনেকেই যাতে নজর না লাগে তাই গাড়ির সামনে জুতো ঝুলিয়ে রাখেন। বাস্তু মতে, এগুলি নেতিবাচক শক্তির সৃষ্টি করে। তাই নেতিবাচক শক্তি এড়াতে ছেঁড়া জুতো থাকলে তা দীপাবলির আগেই বাড়ি থেকে দূর করুন। (সব ছবি: Getty Images)