Gouri Khan: ‘কফি উইথ করণ’-এর চমক, ছেলে আরিয়ানের মাদক-মামলা নিয়ে মুখ খুলবেন মা গৌরী

Aryan Khan Arrest: 'কফি উইথ করণ'-এর পরবর্তী অতিথির নাম গৌরী খান। সঙ্গে থাকছেন কারা?

| Edited By: | Updated on: Jul 13, 2022 | 2:44 PM
ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করেছে করণ জোহরের 'কফি উইথ করণ'-এর সিজ়ন ৭। প্রথম এপিসোডে এসেছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এরপর আসবেন গৌরী খান।

ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করেছে করণ জোহরের 'কফি উইথ করণ'-এর সিজ়ন ৭। প্রথম এপিসোডে এসেছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এরপর আসবেন গৌরী খান।

1 / 6
গৌরী খান শাহরুখ খানের স্ত্রী। শাহরুখকে নিজের বড় ভাই মনে করেন করণ। গৌরীকে তিনি মনে করেন নিজের বড় দিদি।

গৌরী খান শাহরুখ খানের স্ত্রী। শাহরুখকে নিজের বড় ভাই মনে করেন করণ। গৌরীকে তিনি মনে করেন নিজের বড় দিদি।

2 / 6
কেবল গৌরী নন, আসছেন চাঙ্কি পাণ্ডের স্ত্রী-অনন্যা পাণ্ডের মা ভাবনা পাণ্ডে এবং সঞ্জয় কাপুরের স্ত্রী-সানায়া কাপুরের মা মাহিপ কাপুর। গৌরী, ভাবনা ও মাহিপ অনেকদিনের বান্ধবী।

কেবল গৌরী নন, আসছেন চাঙ্কি পাণ্ডের স্ত্রী-অনন্যা পাণ্ডের মা ভাবনা পাণ্ডে এবং সঞ্জয় কাপুরের স্ত্রী-সানায়া কাপুরের মা মাহিপ কাপুর। গৌরী, ভাবনা ও মাহিপ অনেকদিনের বান্ধবী।

3 / 6
'কফি উইথ করণ'-এর এই এপিসোডে পুত্র আরিয়া খানের মাদক-কাণ্ডে গ্রেফতারির ঘটনা সম্পর্কে মুখ খুলেছেন গৌরী।

'কফি উইথ করণ'-এর এই এপিসোডে পুত্র আরিয়া খানের মাদক-কাণ্ডে গ্রেফতারির ঘটনা সম্পর্কে মুখ খুলেছেন গৌরী।

4 / 6
গত বছর অক্টোবরের শুরুতে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। প্রায় একমাস তাঁকে কাটাতে হয়েছিল মুম্বইয়ের আর্থার রোডের জেলেও।

গত বছর অক্টোবরের শুরুতে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। প্রায় একমাস তাঁকে কাটাতে হয়েছিল মুম্বইয়ের আর্থার রোডের জেলেও।

5 / 6
বারবার আর্জির পর নাকচ হয়ে যাচ্ছিল আরিয়ানের জামিন। শেষে মুম্বই হাই কোর্ট তাঁকে জামিনে মুক্ত করে।

বারবার আর্জির পর নাকচ হয়ে যাচ্ছিল আরিয়ানের জামিন। শেষে মুম্বই হাই কোর্ট তাঁকে জামিনে মুক্ত করে।

6 / 6
Follow Us: