Bangla NewsPhoto gallery WhatsApp, Facebook, Gmail, YouTube, Netflix, How Would They Work And Look In The Past, See In Pics
২৫ বছর আগে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, জিমেল, নেটফ্লিক্সের কী কাজ হত? কেমন দেখতে হত তাদের?
WhatsApp, Facebook In Past: টাইমমেশিনে ফিরে যান ২৫ বছর আগে। আর একবার ভেবে দেখুন, সেই সময় যদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জিমেল, ইউটিউবের মতো প্ল্যাটফর্গুলি থাকত, কীভাবে কাজ করত তারা? দেখতেই বা কেমন হত তাদের? জনপ্রিয় গ্রাফিক ডিজ়াইনার লুলি কিবুদি এমনই কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তুলে ধরে হয়েছে পুরনো দিনে আজকের জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির কার্যকারিতা সম্পর্কে। দেখে নিন।