Astrology Prediction: জ্যোতিষবিদের কোন গণনা মিথ্যে প্রমাণ করেছিলেন অক্ষয়? দেখে অবাক হয়েছিলেন রাজেশ খান্না
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 18, 2022 | 7:16 PM
Akshay Kumar: জ্যোতিষবিদকে বিশ্বাস ভুলই প্রমাণ করেন খিলাড়ি। অক্ষয় কুমার যখন একের পর এক সেলেবের মন ভেঙে ঝড় তুলেছেন বি-টাউনে, ঠিক তখনই টুইঙ্কেলের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
1 / 6
বহু মানুষই আছেন যাঁরা ভবিষ্যতে আরও বেশি সুরক্ষিত করতে, ও ভেবে চিন্তে পা ফেলার জন্য জ্যোতিষশাস্ত্র সাহায্য নিয়ে থাকেন। কী হতে চলেছে জানা থাকলে হয়তো খানিক হলেও বিপদ এড়ানো সম্ভব।
2 / 6
আর ঠিক সেই কারণেই মেয়ের বিয়ের আগে জ্যোতিষবিদের কাছে গিয়েছিলেন রাজেশ খান্না। ভাগ্য গণনা করে জ্যোতিষি জানিয়েছিলেন, বিয়ের পিঁড়িতে বসবেন না অক্ষয়ের সঙ্গে টুইঙ্কেল।
3 / 6
এই কথা মানতে শুরু করেছিলেন রাজেশ খান্না। যদিও অক্ষয়কে নিয়ে কোনও প্রশ্নই তাঁর মনে জাগেনি কোনওদিন। জামাই হিসেবে তাঁকে মেনে নিয়েছিলেন রাজেশ খান্না।
4 / 6
তবে টুঙ্কেল খান্নাকেই করেন অক্ষয় কুমার। শুধু বিয়েই নয়, রীতিমত ভাল আছেন তাঁরা। একের পর এক গুজব এড়িয়ে, পরকীয়ার হাতছানিকে পাত্তা না দিয়েই দিব্য সংসার করছেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল।
5 / 6
তাই জ্যোতিষবিদকে বিশ্বাস ভুলই প্রমাণ করেন খিলাড়ি। যা প্রমাণিত, অক্ষয় কুমার যখন একের পর এক সেলেবের মন ভেঙে ঝড় তুলেছেন বি-টাউনে, ঠিক তখনই টুইঙ্কেলের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
6 / 6
সকলেই প্রাথমিকভাবে অনুমান করেছিলেন, যে এই বিয়ে টিকবে না। কিন্তু তিনি নিজেকে প্রমাণ করেছেন। এবং বর্তমানে তাঁরা সিনেদুনিয়ার পাওয়ার কপিল।