AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan: এত্ত খারাপ! অমিতাভের কোন ছবি দেখতে এসে মাঝপথে হল ছাড়েন জয়া?

Amitabh Bachchan: দীর্ঘ দাম্পত্য তাঁদের। এই দীর্ঘ দাম্পত্যে বিভিন্ন সময়েই নানা চরাই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে অমিতাভ ও জয়া বচ্চনকে। স্বামী সুপারস্টার, তাঁর গুণগ্রাহীর সংখ্যা বিশ্বজুড়ে কম নয়। তবু আজীবন স্বামীর সবচেয়ে বড় সমালোচক ছিলেন জয়াই। একবার এক ছবির স্ক্রিনিংয়ে এসে অমিতাভের ছবি দেখে এতটাই বিরক্ত হন জয়া যে ছবি শেষ না করেই মাঝপথে হল থেকে বেরিয়ে যান তিনি? কী সেই ছবি?

| Edited By: | Updated on: Oct 12, 2022 | 8:00 AM
Share
দীর্ঘ দাম্পত্য তাঁদের। এই দীর্ঘ দাম্পত্যে বিভিন্ন সময়েই নানা চরাই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে অমিতাভ ও জয়া বচ্চনকে। স্বামী সুপারস্টার, তাঁর গুণগ্রাহীর সংখ্যা বিশ্বজুড়ে কম নয়। তবু আজীবন স্বামীর সবচেয়ে বড় সমালোচক ছিলেন জয়াই। একবার এক ছবির স্ক্রিনিংয়ে এসে অমিতাভের ছবি দেখে এতটাই বিরক্ত হন জয়া যে ছবি শেষ না করেই মাঝপথে হল থেকে বেরিয়ে যান তিনি? কী সেই ছবি?

দীর্ঘ দাম্পত্য তাঁদের। এই দীর্ঘ দাম্পত্যে বিভিন্ন সময়েই নানা চরাই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে অমিতাভ ও জয়া বচ্চনকে। স্বামী সুপারস্টার, তাঁর গুণগ্রাহীর সংখ্যা বিশ্বজুড়ে কম নয়। তবু আজীবন স্বামীর সবচেয়ে বড় সমালোচক ছিলেন জয়াই। একবার এক ছবির স্ক্রিনিংয়ে এসে অমিতাভের ছবি দেখে এতটাই বিরক্ত হন জয়া যে ছবি শেষ না করেই মাঝপথে হল থেকে বেরিয়ে যান তিনি? কী সেই ছবি?

1 / 6
ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। সে সময় অমিতাভ বচ্চনের কেরিয়ারে ভাঁটা। একের পর এক ছবি ফ্লপ হচ্ছে। ওদিকে ডুবেছে ব্যবসাও।

ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। সে সময় অমিতাভ বচ্চনের কেরিয়ারে ভাঁটা। একের পর এক ছবি ফ্লপ হচ্ছে। ওদিকে ডুবেছে ব্যবসাও।

2 / 6
বাছবিছার না করেই ছবি করা শুরু করেন বলিউডের শাহেনশাহ। তাঁর যে পয়সার দরকার ছিল। এরকমই এক ছবি হল ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'মৃত্যুদাতা'। ছবির পরিচালক ছিলেন মেহুল কুমার।

বাছবিছার না করেই ছবি করা শুরু করেন বলিউডের শাহেনশাহ। তাঁর যে পয়সার দরকার ছিল। এরকমই এক ছবি হল ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'মৃত্যুদাতা'। ছবির পরিচালক ছিলেন মেহুল কুমার।

3 / 6
ছবির প্রিমিয়ারে এসেছিলেন জয়া। কিন্তু ছবির গুণগত মান এতটাই নিম্নমানের ছিল যে স্বামীর ছবিও হলে বসে পুরোটা দেখতে পারেননি তিনি। পরবর্তীতে এ কথা খোদ জানিয়েছিলেন অমিতাভই।

ছবির প্রিমিয়ারে এসেছিলেন জয়া। কিন্তু ছবির গুণগত মান এতটাই নিম্নমানের ছিল যে স্বামীর ছবিও হলে বসে পুরোটা দেখতে পারেননি তিনি। পরবর্তীতে এ কথা খোদ জানিয়েছিলেন অমিতাভই।

4 / 6
তবে কবি বলেছেন, 'চিরদিন কাহারও সমান নাহি যায়'। অমিতাভেরও যায়নি। ২০০০ সালে আবারও ঘুরে দাঁড়ান তিনি। শুরু হয় তাঁর টিভির কেরিয়ার। শুরু হয় রিয়ালিটি শো 'কউন বনেগা ক্রোড়পতি'।

তবে কবি বলেছেন, 'চিরদিন কাহারও সমান নাহি যায়'। অমিতাভেরও যায়নি। ২০০০ সালে আবারও ঘুরে দাঁড়ান তিনি। শুরু হয় তাঁর টিভির কেরিয়ার। শুরু হয় রিয়ালিটি শো 'কউন বনেগা ক্রোড়পতি'।

5 / 6
যে মুহূর্তে সবাই বলেছিল, তাঁর কেরিয়ার শেষ ঠিক সেই মুহূর্তেই তাঁকে কাছে টেনে নেন প্রযোজক যশ চোপড়া, তিনি অভিনয় করেন 'মহাব্বতে' ছবিতে। ব্যস, তারপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করেন বিগ-বি। ৮০ বছর বয়সেও সেই ইনিংস চলছে।

যে মুহূর্তে সবাই বলেছিল, তাঁর কেরিয়ার শেষ ঠিক সেই মুহূর্তেই তাঁকে কাছে টেনে নেন প্রযোজক যশ চোপড়া, তিনি অভিনয় করেন 'মহাব্বতে' ছবিতে। ব্যস, তারপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি। জীবনে দ্বিতীয় ইনিংস শুরু করেন বিগ-বি। ৮০ বছর বয়সেও সেই ইনিংস চলছে।

6 / 6