Rakhi Sawant: নাচতে ওঠার আগে ব্লাউজের দড়ি গেল ছিঁড়ে, এরপর কী ঘটে রাখী সাওয়ান্তের সঙ্গে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 09, 2022 | 7:40 AM

Rakhi Sawant: এক 'ওয়ারড্রোব ম্যালফাংশান'-এর ঘটনা ঘটেছিল রাখী সাওয়ান্তের সঙ্গে। উল্টে যদিও কাঠগড়ায় দাঁড় হতে হয়েছিল রাখীকেই।

1 / 5
'ওয়ারড্রোব ম্যালফাংশান'-- অর্থাৎ কোনও কাজ বা অনুষ্ঠানের মাঝখানে পোশাকের বিচ্যুতি-- ফ্যাশন দুনিয়ায় বহুল চর্চিত এক জিনিস। অনেক সময়েই অভিযোগ ওঠে ইচ্ছাকৃত ভাবেই নাকি করা হয়ে থাকে এই ধরনের কাজ যাতে তা নিয়ে খবর হয়, চর্চায় উঠে আসে ক্রিয়াকলাপ। এরকমই এক 'ওয়ারড্রোব ম্যালফাংশান'-এর ঘটনা ঘটেছিল রাখী সাওয়ান্তের সঙ্গে।  উল্টে যদিও কাঠগড়ায় দাঁড় হতে হয়েছিল রাখীকেই।

'ওয়ারড্রোব ম্যালফাংশান'-- অর্থাৎ কোনও কাজ বা অনুষ্ঠানের মাঝখানে পোশাকের বিচ্যুতি-- ফ্যাশন দুনিয়ায় বহুল চর্চিত এক জিনিস। অনেক সময়েই অভিযোগ ওঠে ইচ্ছাকৃত ভাবেই নাকি করা হয়ে থাকে এই ধরনের কাজ যাতে তা নিয়ে খবর হয়, চর্চায় উঠে আসে ক্রিয়াকলাপ। এরকমই এক 'ওয়ারড্রোব ম্যালফাংশান'-এর ঘটনা ঘটেছিল রাখী সাওয়ান্তের সঙ্গে। উল্টে যদিও কাঠগড়ায় দাঁড় হতে হয়েছিল রাখীকেই।

2 / 5
এক নাচের অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল রাখীর। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করেই রাখীর ব্লাউজের দড়ি যায় ছিঁড়ে।

এক নাচের অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল রাখীর। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করেই রাখীর ব্লাউজের দড়ি যায় ছিঁড়ে।

3 / 5
ব্লাউজ পরা অবস্থাতেই তা সেলাই করতে শুরু করেন ডিজাইনাররা। রেগে যান রাখি। তিনি বলেন, "একটাও ঝটকা মারলাম না আর তাতেই ব্লাউজ ছিঁড়ে গেল। এখন কি আমি সেফটি পিন দিয়ে ব্লাউজ পরব? কীভাবে নাচব? কীভাবে সেলাই করে ওরা"?

ব্লাউজ পরা অবস্থাতেই তা সেলাই করতে শুরু করেন ডিজাইনাররা। রেগে যান রাখি। তিনি বলেন, "একটাও ঝটকা মারলাম না আর তাতেই ব্লাউজ ছিঁড়ে গেল। এখন কি আমি সেফটি পিন দিয়ে ব্লাউজ পরব? কীভাবে নাচব? কীভাবে সেলাই করে ওরা"?

4 / 5
এখানেই না থেমে তিনি যোগ করেন, "আমরা তো শিল্পী। আমাদের দড়ি তো অনেক শক্ত হওয়া উচিত তাই না? এই রকম ব্লাউজ বানাবে আর পরে বলবে আমরা নাকি ইচ্ছে করে সমালোচনা তৈরি করি। আমি কি চাইব যে আমার ব্লাউজ ছিঁড়ে যাক?"

এখানেই না থেমে তিনি যোগ করেন, "আমরা তো শিল্পী। আমাদের দড়ি তো অনেক শক্ত হওয়া উচিত তাই না? এই রকম ব্লাউজ বানাবে আর পরে বলবে আমরা নাকি ইচ্ছে করে সমালোচনা তৈরি করি। আমি কি চাইব যে আমার ব্লাউজ ছিঁড়ে যাক?"

5 / 5
যদিও রাখীর ওই ঘটনার পর তাঁকে নিয়ে হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই যেমন রাখীর পাশে দাঁড়িয়েছিলেন তেমন অনেকেই করেছিলেন কুৎসিত ইঙ্গিত। তাঁদের মতে নাকি, রাখী ইচ্ছে করেই নিজের দড়ি ছিঁড়ে লাইমলাইটে থাকার চেষ্টা করেছেন।

যদিও রাখীর ওই ঘটনার পর তাঁকে নিয়ে হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই যেমন রাখীর পাশে দাঁড়িয়েছিলেন তেমন অনেকেই করেছিলেন কুৎসিত ইঙ্গিত। তাঁদের মতে নাকি, রাখী ইচ্ছে করেই নিজের দড়ি ছিঁড়ে লাইমলাইটে থাকার চেষ্টা করেছেন।

Next Photo Gallery