Bollywood Throwback: পয়সা থাকা সত্ত্বেও ঠিক কোন কারণে আড়াই বছর প্রায় না খেয়েই কাটান রেখা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 29, 2022 | 7:38 PM

Bollywood Throwback: রেখা-- তাঁর বয়স বাড়ে না। তিনি যেন চিরযৌবনা। তাঁর রূপে মুগ্ধ আট থেকে আশি। সফল কেরিয়ার কিন্তু বিতর্কে ভরা তাঁর ব্যক্তিগত জীবন। টাকা পয়সার অভাব নেই। অথচ এই রেখাকেই নাকি একবার টানা আড়াই বছর কাটাতে হয়েছিল দুধ খেয়ে। প্রায় অভুক্ত অবস্থাতেই কেটেছিল এই সময়টা। কী কারণে বাধ্য হয়েছিলেন রেখা? নেপথ্যে ছিল কে? জেনে নিন বিস্তারিত।

1 / 6
রেখা-- তাঁর বয়স বাড়ে না। তিনি যেন চিরযৌবনা। তাঁর রূপে মুগ্ধ আট থেকে আশি। সফল কেরিয়ার কিন্তু বিতর্কে ভরা তাঁর ব্যক্তিগত জীবন। টাকা পয়সার অভাব নেই। অথচ এই রেখাকেই নাকি একবার টানা আড়াই বছর কাটাতে হয়েছিল দুধ খেয়ে। প্রায় অভুক্ত অবস্থাতেই কেটেছিল এই সময়টা। কী কারণে বাধ্য হয়েছিলেন রেখা? নেপথ্যে ছিল কে? জেনে নিন বিস্তারিত।

রেখা-- তাঁর বয়স বাড়ে না। তিনি যেন চিরযৌবনা। তাঁর রূপে মুগ্ধ আট থেকে আশি। সফল কেরিয়ার কিন্তু বিতর্কে ভরা তাঁর ব্যক্তিগত জীবন। টাকা পয়সার অভাব নেই। অথচ এই রেখাকেই নাকি একবার টানা আড়াই বছর কাটাতে হয়েছিল দুধ খেয়ে। প্রায় অভুক্ত অবস্থাতেই কেটেছিল এই সময়টা। কী কারণে বাধ্য হয়েছিলেন রেখা? নেপথ্যে ছিল কে? জেনে নিন বিস্তারিত।

2 / 6
রেখার সম্পূর্ণ নাম ভানুরেখা গণেশন। অনেক ভাই-বোনের মধ্যে অভাবের সংসারে বেড়ে উঠছিলেন তিনি। দক্ষিণ ভারতের মানুষ ছিলেন। ছোট থেকেই গায়ের চামড়া ছিল কৃষ্ণকায়। গড়নও ছিপছিপে ছিল না তাঁর।

রেখার সম্পূর্ণ নাম ভানুরেখা গণেশন। অনেক ভাই-বোনের মধ্যে অভাবের সংসারে বেড়ে উঠছিলেন তিনি। দক্ষিণ ভারতের মানুষ ছিলেন। ছোট থেকেই গায়ের চামড়া ছিল কৃষ্ণকায়। গড়নও ছিপছিপে ছিল না তাঁর।

3 / 6
রেখা যখন শো-বিজে আসেন ইতিমধ্যে তখন দর্শক মনে মুমতাজ ও শর্মিলা ঠাকুরদের চাহিদা। রয়েছেন হেমা মালিনীরা-পরভিন ববিরাও। তাঁর রূপের সঙ্গে ক্রমাগত তুলনা করা হত তাঁদের। জুটত সমালোচনা। রূপ-গুণ... কোনওদিক থেকেই অভিনেত্রী হওয়ার যোগ্য নন তিনি-- এ কথাও শুনতে হয়েছে তাঁকে।

রেখা যখন শো-বিজে আসেন ইতিমধ্যে তখন দর্শক মনে মুমতাজ ও শর্মিলা ঠাকুরদের চাহিদা। রয়েছেন হেমা মালিনীরা-পরভিন ববিরাও। তাঁর রূপের সঙ্গে ক্রমাগত তুলনা করা হত তাঁদের। জুটত সমালোচনা। রূপ-গুণ... কোনওদিক থেকেই অভিনেত্রী হওয়ার যোগ্য নন তিনি-- এ কথাও শুনতে হয়েছে তাঁকে।

4 / 6
কিন্তু অভুক্ত? এ রহস্য পরবর্তীতে এক সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন খোদ রেখাই। জানিয়েছিলেন কার্যত অপমানের জবাব দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আড়াই বছর কাটিয়েছেন এলাচ দেওয়া দুধ আর পপকর্ণ খেয়ে। খিদে পেত খুব তাও সংযমের পরিচয় দিতে হত প্রতি মুহূর্তে।

কিন্তু অভুক্ত? এ রহস্য পরবর্তীতে এক সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন খোদ রেখাই। জানিয়েছিলেন কার্যত অপমানের জবাব দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আড়াই বছর কাটিয়েছেন এলাচ দেওয়া দুধ আর পপকর্ণ খেয়ে। খিদে পেত খুব তাও সংযমের পরিচয় দিতে হত প্রতি মুহূর্তে।

5 / 6
তাঁর কথায়, "আমায় বলা হত কালো হাঁস। আমার দক্ষিণ ভারতীয় গঠনের জন্য নিন্দা করা হত। বলা হত আমার সমসাময়িক হিরোইনদের সামনে আমি তুচ্ছ। কিন্তু আমি হার মানার পাত্রী ছিলাম না"। আর সেই কারণে চলত তাঁর এই ডায়েট।

তাঁর কথায়, "আমায় বলা হত কালো হাঁস। আমার দক্ষিণ ভারতীয় গঠনের জন্য নিন্দা করা হত। বলা হত আমার সমসাময়িক হিরোইনদের সামনে আমি তুচ্ছ। কিন্তু আমি হার মানার পাত্রী ছিলাম না"। আর সেই কারণে চলত তাঁর এই ডায়েট।

6 / 6
ফল হাতেনাতে পেয়েছিলেন তিনি। রোগা হয়েছিলেন। কিন্তু শুধুমাত্র দুধ খেয়ে ওজন কমানো আদপে কতটা স্বাস্থ্যসম্মত ছিল, তা নিয়েও উঠেছিল নানা প্রশ্ন।

ফল হাতেনাতে পেয়েছিলেন তিনি। রোগা হয়েছিলেন। কিন্তু শুধুমাত্র দুধ খেয়ে ওজন কমানো আদপে কতটা স্বাস্থ্যসম্মত ছিল, তা নিয়েও উঠেছিল নানা প্রশ্ন।

Next Photo Gallery