Bangla NewsPhoto gallery When Rekha Starved For Two and a half Years Having Only Elaichi Milk, Popcorn Diet To Lose Weight
Bollywood Throwback: পয়সা থাকা সত্ত্বেও ঠিক কোন কারণে আড়াই বছর প্রায় না খেয়েই কাটান রেখা?
Bollywood Throwback: রেখা-- তাঁর বয়স বাড়ে না। তিনি যেন চিরযৌবনা। তাঁর রূপে মুগ্ধ আট থেকে আশি। সফল কেরিয়ার কিন্তু বিতর্কে ভরা তাঁর ব্যক্তিগত জীবন। টাকা পয়সার অভাব নেই। অথচ এই রেখাকেই নাকি একবার টানা আড়াই বছর কাটাতে হয়েছিল দুধ খেয়ে। প্রায় অভুক্ত অবস্থাতেই কেটেছিল এই সময়টা। কী কারণে বাধ্য হয়েছিলেন রেখা? নেপথ্যে ছিল কে? জেনে নিন বিস্তারিত।