AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sid-Kiara: মুখ দেখাদেখি বন্ধ ছিল অনেকদিন, কোন হিরোকে নিয়ে কিয়ারাকে সন্দেহ করতেন সিদ্ধার্থ?

Sid-Kiara: সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর প্রেম নিয়ে চর্চা চলছে সর্বত্র। 'শেরশাহ' করতে গিয়ে প্রেম, স্বপ্নের মতো বিয়ে নিয়ে চর্চা সর্বত্র। তবে জানেন কি, এই সুন্দর সাজানো সংসারেই একবার দেখা দিয়েছিল সম্পর্কের কালো ছায়া। এক সহনায়ককে নিয়ে কিয়ারার সঙ্গে নাকি দীর্ঘদিন কথাও বন্ধ ছিল সিদ্ধার্থের। কে সেই নায়ক?

| Edited By: | Updated on: Feb 12, 2023 | 1:35 PM
Share
 আর সেই ভিডিয়ো দেখে চোখ সরাতে পারনি গোটা নেটপাড়া। বিয়েতে ভারী সাজ নয়, হালকা রঙ আর হালকা সাজই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

আর সেই ভিডিয়ো দেখে চোখ সরাতে পারনি গোটা নেটপাড়া। বিয়েতে ভারী সাজ নয়, হালকা রঙ আর হালকা সাজই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।

1 / 8
সেই নায়ক একজন স্টারকিড। কিয়ারার সঙ্গে একটি মাত্র ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। সেই ছবি হয়েছিল সেমিহিট। কেন তৈরি হয়েছিল সন্দেহ?

সেই নায়ক একজন স্টারকিড। কিয়ারার সঙ্গে একটি মাত্র ছবিতেই অভিনয় করেছিলেন তিনি। সেই ছবি হয়েছিল সেমিহিট। কেন তৈরি হয়েছিল সন্দেহ?

2 / 8
যে ছবিতে সেই নায়ক ও কিয়ারা একসঙ্গে অভিনয় করেছিলেন সেই ছবিরই প্রচারে এসেই যত কাণ্ড। এক ভিডিয়ো শুটের সময় আচমকাই কিয়ারার গালে চুমু দেন ওই নায়ক। না, পরিচালকের নির্দেশে নয়, নিজে থেকেই কিয়ারাকে চুম্বন করেন তিনি। কিয়ারাও প্রথম দিকে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন।

যে ছবিতে সেই নায়ক ও কিয়ারা একসঙ্গে অভিনয় করেছিলেন সেই ছবিরই প্রচারে এসেই যত কাণ্ড। এক ভিডিয়ো শুটের সময় আচমকাই কিয়ারার গালে চুমু দেন ওই নায়ক। না, পরিচালকের নির্দেশে নয়, নিজে থেকেই কিয়ারাকে চুম্বন করেন তিনি। কিয়ারাও প্রথম দিকে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন।

3 / 8
ভাইরাল দুনিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেও বেশি সময় নেয়নি। আর এই ভিডিয়ো নিয়েই নাকি ঝামেলা বাঁধে দুজনের। মনে প্রশ্ন জাগছে তো? নায়ক কে? তিনি বরুণ ধাওয়ান।

ভাইরাল দুনিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেও বেশি সময় নেয়নি। আর এই ভিডিয়ো নিয়েই নাকি ঝামেলা বাঁধে দুজনের। মনে প্রশ্ন জাগছে তো? নায়ক কে? তিনি বরুণ ধাওয়ান।

4 / 8
অন্যদিকে সিদ্ধার্থের পোশাকেও ছিল রঙমিলান্তি। সব মিলিয়ে যাকে বলে খাপে খাপ। কিয়ারা মন্ডপে প্রবেশ করতেই আবেগঘন হয়ে পড়েন সিদ্ধার্থ। চোখের কোনও ওঠে চিকচিক করে।

অন্যদিকে সিদ্ধার্থের পোশাকেও ছিল রঙমিলান্তি। সব মিলিয়ে যাকে বলে খাপে খাপ। কিয়ারা মন্ডপে প্রবেশ করতেই আবেগঘন হয়ে পড়েন সিদ্ধার্থ। চোখের কোনও ওঠে চিকচিক করে।

5 / 8
Sid-Kiara: মুখ দেখাদেখি বন্ধ ছিল অনেকদিন, কোন হিরোকে নিয়ে কিয়ারাকে সন্দেহ করতেন সিদ্ধার্থ?

6 / 8
স্বপ্ন নয়, সিনেমা নয়, এ তো ঘোর বাস্তব। দীর্ঘ প্রণয়ের পর সত্যিই এক হচ্ছে তাঁরা। মালাবদলের সময় চলে খুনসুটি। সিদ্ধার্থ পরবেন না মালা আর কিয়ারা পরাবেনই। সে এক মজার কাণ্ড। অবশেষে শুভকাজ মিটতেই আর পারলেন না কিয়ারা। কাছে ডেকে জাপটে ধরে ঠোঁটে চুমুই খেয়ে ফেললেন তিনি।

স্বপ্ন নয়, সিনেমা নয়, এ তো ঘোর বাস্তব। দীর্ঘ প্রণয়ের পর সত্যিই এক হচ্ছে তাঁরা। মালাবদলের সময় চলে খুনসুটি। সিদ্ধার্থ পরবেন না মালা আর কিয়ারা পরাবেনই। সে এক মজার কাণ্ড। অবশেষে শুভকাজ মিটতেই আর পারলেন না কিয়ারা। কাছে ডেকে জাপটে ধরে ঠোঁটে চুমুই খেয়ে ফেললেন তিনি।

7 / 8
আগামীকাল অর্থাৎ তাঁদের বিয়ের রিসেপশন যা অনুষ্ঠিত হবে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে। বলিউড ইন্ডাস্ট্রি থেকে আমন্ত্রণ পেয়েছেন অনেকেই। এঁদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট থেকে শুরু করে রণবীর কাপুরসহ অনেকেই।

আগামীকাল অর্থাৎ তাঁদের বিয়ের রিসেপশন যা অনুষ্ঠিত হবে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে। বলিউড ইন্ডাস্ট্রি থেকে আমন্ত্রণ পেয়েছেন অনেকেই। এঁদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট থেকে শুরু করে রণবীর কাপুরসহ অনেকেই।

8 / 8