Travel: ভারতের কোথায় গেলে ঘোড়ায় চড়া মাস্ট! দেখুন ছবিতে…

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 24, 2021 | 3:45 PM

পুরী, দীঘা বা দার্জিলিং গেলে ঘোড়ায় চড়া মাস্ট। শুধু পশ্চিমবঙ্গেই নয় দেশের বহু জায়গাতে গেলেই আপনি ঘোড়ায় চড়তে পারবেন।

1 / 6
কিছু কিছু গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একমাত্র ভরসা ঘোড়াতে চড়তেই হয় অনেক জায়গাতে। সেইসব স্থানের হদিশ দেওয়া হল এখানে...

কিছু কিছু গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একমাত্র ভরসা ঘোড়াতে চড়তেই হয় অনেক জায়গাতে। সেইসব স্থানের হদিশ দেওয়া হল এখানে...

2 / 6
লাদাখ-  হিমালয়ের কোলে এই সুন্দর জায়গায় বেড়াতে গেলে ঘোড়ায় চড়তে ভুলবেন না যেন। অসাধারণ প্রাকৃতিক পরিবেশে জঙ্কস্কার ভ্যালি ও মোরিরি লেকে দারুণ অভিজ্ঞতা অর্জন করতে হর্স রাইডিং বেশ আকর্ষণীয়।

লাদাখ- হিমালয়ের কোলে এই সুন্দর জায়গায় বেড়াতে গেলে ঘোড়ায় চড়তে ভুলবেন না যেন। অসাধারণ প্রাকৃতিক পরিবেশে জঙ্কস্কার ভ্যালি ও মোরিরি লেকে দারুণ অভিজ্ঞতা অর্জন করতে হর্স রাইডিং বেশ আকর্ষণীয়।

3 / 6
মহাবালেশ্বর-  স্বপ্নের জায়গায় সূর্যাস্ত দেখার মজাটাই আলাদা। ঘোড়ায় চড়ে সেই স্বপ্নকে চাক্ষুস করতে এই দুরন্ত জায়গাটি একদম আদর্শ।

মহাবালেশ্বর- স্বপ্নের জায়গায় সূর্যাস্ত দেখার মজাটাই আলাদা। ঘোড়ায় চড়ে সেই স্বপ্নকে চাক্ষুস করতে এই দুরন্ত জায়গাটি একদম আদর্শ।

4 / 6
সোনমার্গ ও পেহলগাঁও- জম্মু ও কাশ্মীরের এই অসাধারণ পাহাড়ি পরিবেশ উপভোগ করতে ঘোড়ায় চাপতেই হবে। কাশ্মীর উপত্যকাকে কেন ভূস্বর্গ বলা হয়, তার প্রমাণ এখানেই পেয়ে যাবেন।

সোনমার্গ ও পেহলগাঁও- জম্মু ও কাশ্মীরের এই অসাধারণ পাহাড়ি পরিবেশ উপভোগ করতে ঘোড়ায় চাপতেই হবে। কাশ্মীর উপত্যকাকে কেন ভূস্বর্গ বলা হয়, তার প্রমাণ এখানেই পেয়ে যাবেন।

5 / 6
দীঘা- সিনেমার মতো সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে ঘোড়া দৌড়ের অভিজ্ঞতা চিরস্মরণীয়। বাঙালির কাছে এই অভিজ্ঞতা বেশ নস্টালজিক।

দীঘা- সিনেমার মতো সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে ঘোড়া দৌড়ের অভিজ্ঞতা চিরস্মরণীয়। বাঙালির কাছে এই অভিজ্ঞতা বেশ নস্টালজিক।

6 / 6
ইয়ামথাং ভ্যালি- এই উপত্যকার রডোরেন্ড্রোন পর্যটকদের মন ভরিয়ে দেবে নিঃসন্দেহে।সিকিমের অসাধারণ এই পাহাড়ি রাস্তায় বেয়ে উঠতে গেলে ঘোড়ার সাহায্য দরকার পড়ে।

ইয়ামথাং ভ্যালি- এই উপত্যকার রডোরেন্ড্রোন পর্যটকদের মন ভরিয়ে দেবে নিঃসন্দেহে।সিকিমের অসাধারণ এই পাহাড়ি রাস্তায় বেয়ে উঠতে গেলে ঘোড়ার সাহায্য দরকার পড়ে।

Next Photo Gallery