India vs WI: ১ বছরে সাত ক্যাপ্টেন! ভারত ছাড়াও এমন পরিস্থিতি হয়েছিল যাঁদের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jul 22, 2022 | 10:00 AM

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুক্রবার ওয়ান ডে সিরিজে মেন ইন ব্লু-কে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। চলতি বছরে সপ্তম অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।

1 / 6
২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দলের নেতৃত্বের দায়িত্বে শিখর ধাওয়ান। প্রথম ম্যাচ রয়েছে পোর্ট অব স্পেনে। চলতি বছরে সপ্তম অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর। দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা আনফিট হওয়ার কারণে বেশ কয়েকবার দলকে নেতৃত্ব দিতে পারেননি। তবে এমনটা যে শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ঘটেছে তা নয়। অতীতে আরও বহু দলে এক বছরে ক্যাপ্টেনের বড় তালিকা দেখা গিয়েছে। (ছবি:টুইটার)

২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দলের নেতৃত্বের দায়িত্বে শিখর ধাওয়ান। প্রথম ম্যাচ রয়েছে পোর্ট অব স্পেনে। চলতি বছরে সপ্তম অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর। দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা আনফিট হওয়ার কারণে বেশ কয়েকবার দলকে নেতৃত্ব দিতে পারেননি। তবে এমনটা যে শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ঘটেছে তা নয়। অতীতে আরও বহু দলে এক বছরে ক্যাপ্টেনের বড় তালিকা দেখা গিয়েছে। (ছবি:টুইটার)

2 / 6
শ্রীলঙ্কা (২০১৭ সাল) ৭ ক্যাপ্টেন:  পাঁচ বছর আগে একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল শ্রীলঙ্কা। ২০১৭ সালে অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দীনেশ চান্ডিমল, উপুল থরঙ্গা, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা, চামারা কাপুগেদেরা এবং থিসারা পেরেরা লঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছিলেন।(ছবি:টুইটার)

শ্রীলঙ্কা (২০১৭ সাল) ৭ ক্যাপ্টেন: পাঁচ বছর আগে একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল শ্রীলঙ্কা। ২০১৭ সালে অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দীনেশ চান্ডিমল, উপুল থরঙ্গা, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা, চামারা কাপুগেদেরা এবং থিসারা পেরেরা লঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছিলেন।(ছবি:টুইটার)

3 / 6
ভারত (২০২২ সাল) ৭ ক্যাপ্টেন: দক্ষিণ আফ্রিকা সফরে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঋষভ পন্থ এবং আয়ারল্যান্ড সফরে হার্দিক পান্ডিয়ার কাঁধে ছিল নেতৃত্বের দায়িত্ব। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের আগে করোনার কবলে পড়েন রোহিত শর্মা। তাঁর পরিবর্তে নেতা হন জসপ্রীত বুমরা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্ব সামলাবেন শিখর ধাওয়ান। (ছবি:টুইটার)

ভারত (২০২২ সাল) ৭ ক্যাপ্টেন: দক্ষিণ আফ্রিকা সফরে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঋষভ পন্থ এবং আয়ারল্যান্ড সফরে হার্দিক পান্ডিয়ার কাঁধে ছিল নেতৃত্বের দায়িত্ব। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের আগে করোনার কবলে পড়েন রোহিত শর্মা। তাঁর পরিবর্তে নেতা হন জসপ্রীত বুমরা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্ব সামলাবেন শিখর ধাওয়ান। (ছবি:টুইটার)

4 / 6
অস্ট্রেলিয়া (২০২১) ৬ ক্যাপ্টেন: বছরের শুরুতে ভারতের বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল অজিদের। দলের নেতৃত্বে ছিলেন টিম পেইন। অ্যাশেজ সিরিজের আগে প্যাট কামিন্সকে অধিনায়ক ঘোষণা করা হয়। একটি টেস্ট চলাকালীন কামিন্স করোনা সংক্রমিত হওয়ার কারণে স্টিভ স্মিথকে ক্যাপ্টেন করা হয়। ওয়ান ডে ফরম্যাটে অ্যারন ফিঞ্চের চোট থাকায় অ্যালেক্স কেরি নেতৃত্ব সামলেছেন। বাংলাদেশ সফরে বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেবার নেতৃত্ব সামলান ম্যাথু ওয়েড।  এরপর অ্যারন ফিঞ্চের নেতৃত্ব বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। (ছবি:টুইটার)

অস্ট্রেলিয়া (২০২১) ৬ ক্যাপ্টেন: বছরের শুরুতে ভারতের বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল অজিদের। দলের নেতৃত্বে ছিলেন টিম পেইন। অ্যাশেজ সিরিজের আগে প্যাট কামিন্সকে অধিনায়ক ঘোষণা করা হয়। একটি টেস্ট চলাকালীন কামিন্স করোনা সংক্রমিত হওয়ার কারণে স্টিভ স্মিথকে ক্যাপ্টেন করা হয়। ওয়ান ডে ফরম্যাটে অ্যারন ফিঞ্চের চোট থাকায় অ্যালেক্স কেরি নেতৃত্ব সামলেছেন। বাংলাদেশ সফরে বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেবার নেতৃত্ব সামলান ম্যাথু ওয়েড। এরপর অ্যারন ফিঞ্চের নেতৃত্ব বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। (ছবি:টুইটার)

5 / 6
ইংল্যান্ড (২০১১) ৬ ক্যাপ্টেন: অ্যান্ড্রু স্ট্রসের নেতৃত্বে বছরের শুরুতে অ্যাশেজ সিরিজে জেতে ইংল্যান্ড। এরপর টি-২০তে নেতৃত্ব দেন পল কলিংউড। ওয়ান ডে ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন স্ট্রস। বিশ্বকাপের পর অ্যালিস্টার কুক ওয়ান ডে এবং স্টুয়ার্ড ব্রড টি-২০ ফরম্যাটে ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন। কুক-কে বিশ্রাম দেওয়ায় একটি ওয়ান ডে ম্যাচে ইওন মর্গ্য়ানকে অধিনায়ক করা হয়। টি-২০তে গ্রেম সোয়ানকেও নেতৃত্ব সামলাতে হয়। (ছবি:টুইটার)

ইংল্যান্ড (২০১১) ৬ ক্যাপ্টেন: অ্যান্ড্রু স্ট্রসের নেতৃত্বে বছরের শুরুতে অ্যাশেজ সিরিজে জেতে ইংল্যান্ড। এরপর টি-২০তে নেতৃত্ব দেন পল কলিংউড। ওয়ান ডে ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন স্ট্রস। বিশ্বকাপের পর অ্যালিস্টার কুক ওয়ান ডে এবং স্টুয়ার্ড ব্রড টি-২০ ফরম্যাটে ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন। কুক-কে বিশ্রাম দেওয়ায় একটি ওয়ান ডে ম্যাচে ইওন মর্গ্য়ানকে অধিনায়ক করা হয়। টি-২০তে গ্রেম সোয়ানকেও নেতৃত্ব সামলাতে হয়। (ছবি:টুইটার)

6 / 6
জিম্বাবোয়ে(২০০১) ৬ ক্যাপ্টেন: ২০০১ সালের প্রথম ৬ মাস পর্যন্ত ক্যাপ্টেন ছিলেন হিথ স্ট্রিক। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতেছিল জিম্বাবোয়ে। কিন্তু বোর্ডের সঙ্গে সংঘাতে কারণে নেতৃত্ব ছেড়েছিলেন। এরপর গ্র্যান্ড ফ্লাওয়ার, গাই হুইট্টল, ব্রায়ান মর্ফি, এলিস্টেয়র ক্যাম্পবেল এবং স্টুয়ার্ট কার্লিস্লে নেতৃত্ব সামলান। (ছবি:টুইটার)

জিম্বাবোয়ে(২০০১) ৬ ক্যাপ্টেন: ২০০১ সালের প্রথম ৬ মাস পর্যন্ত ক্যাপ্টেন ছিলেন হিথ স্ট্রিক। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতেছিল জিম্বাবোয়ে। কিন্তু বোর্ডের সঙ্গে সংঘাতে কারণে নেতৃত্ব ছেড়েছিলেন। এরপর গ্র্যান্ড ফ্লাওয়ার, গাই হুইট্টল, ব্রায়ান মর্ফি, এলিস্টেয়র ক্যাম্পবেল এবং স্টুয়ার্ট কার্লিস্লে নেতৃত্ব সামলান। (ছবি:টুইটার)

Next Photo Gallery