Protection Order: কখন সবথেকে বেশি ‘মুডে’ থাকে দেশবাসী, বলে দিচ্ছে কন্ডোমের অর্ডার

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 13, 2025 | 12:42 PM

Online Order: এখন ব্লিঙ্কিট, সুইগি ইন্সটামার্ট, জেপ্টোর মতো একাধিক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে ভোর থেকে গভীর রাত, সারা বছরই পণ্য অর্ডার করা যায়। ৫-১০ মিনিটেই যেহেতু পণ্য বাড়িতে পৌঁছে যায়, তাই এই অ্যাপগুলির জনপ্রিয়তা বাড়ছে হু হু করে।

1 / 9
অনলাইনে কেনাকাটার প্রবণতা বাড়ছে দিনদিন। ছোটখাটো জিনিস থেকে দরকারি জিনিস- সবই এখন অনলাইনে এক ক্লিকে পাওয়া যায়।

অনলাইনে কেনাকাটার প্রবণতা বাড়ছে দিনদিন। ছোটখাটো জিনিস থেকে দরকারি জিনিস- সবই এখন অনলাইনে এক ক্লিকে পাওয়া যায়।

2 / 9
এখন ব্লিঙ্কিট, সুইগি ইন্সটামার্ট, জেপ্টোর মতো একাধিক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে ভোর থেকে গভীর রাত, সারা বছরই পণ্য অর্ডার করা যায়।

এখন ব্লিঙ্কিট, সুইগি ইন্সটামার্ট, জেপ্টোর মতো একাধিক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে ভোর থেকে গভীর রাত, সারা বছরই পণ্য অর্ডার করা যায়।

3 / 9
৫-১০ মিনিটেই যেহেতু পণ্য বাড়িতে পৌঁছে যায়, তাই এই অ্যাপগুলির জনপ্রিয়তা বাড়ছে হু হু করে।

৫-১০ মিনিটেই যেহেতু পণ্য বাড়িতে পৌঁছে যায়, তাই এই অ্যাপগুলির জনপ্রিয়তা বাড়ছে হু হু করে।

4 / 9
জানেন রাতে সবথেকে বেশি কী অর্ডার হয়? অনলাইন ইন্সটান্ট ডেলিভারি অ্যাপগুলির অর্ডার হিস্ট্রি দেখে যা তথ্য মিলেছে, তাতে চোখ কপালে উঠবে।

জানেন রাতে সবথেকে বেশি কী অর্ডার হয়? অনলাইন ইন্সটান্ট ডেলিভারি অ্যাপগুলির অর্ডার হিস্ট্রি দেখে যা তথ্য মিলেছে, তাতে চোখ কপালে উঠবে।

5 / 9
সুইগির মতো ইন্সট্য়ান্ট ডেলিভারি অ্যাপের তথ্য অনুযায়ী রাত ১০ টা থেকে ১১টার মধ্যে সবথেকে বেশি অর্ডার আসে।

সুইগির মতো ইন্সট্য়ান্ট ডেলিভারি অ্যাপের তথ্য অনুযায়ী রাত ১০ টা থেকে ১১টার মধ্যে সবথেকে বেশি অর্ডার আসে।

6 / 9
এই ১ ঘণ্টা সময়ের মধ্যে সবথেকে বেশি অর্ডার হয় মশলা চিপস ও কন্ডোম। এর মধ্যে সবথেকে বেশি আবার ফ্লেভার কন্ডোমের অর্ডার হয়।

এই ১ ঘণ্টা সময়ের মধ্যে সবথেকে বেশি অর্ডার হয় মশলা চিপস ও কন্ডোম। এর মধ্যে সবথেকে বেশি আবার ফ্লেভার কন্ডোমের অর্ডার হয়।

7 / 9
দেখা গিয়েছে,  প্রতিটি ১৪০টি অর্ডারের মধ্যে ১টি অর্ডারই কন্ডোমের হয়।

দেখা গিয়েছে, প্রতিটি ১৪০টি অর্ডারের মধ্যে ১টি অর্ডারই কন্ডোমের হয়।

8 / 9
২০২৪ সালে সবথেকে বেশি কন্ডোম অর্ডার হয়েছিল বেঙ্গালুরু থেকে। এর পরের স্থানেই রয়েছে দিল্লি, হায়দরাবাদের।

২০২৪ সালে সবথেকে বেশি কন্ডোম অর্ডার হয়েছিল বেঙ্গালুরু থেকে। এর পরের স্থানেই রয়েছে দিল্লি, হায়দরাবাদের।

9 / 9
কন্ডোমের মধ্যে আবার ফ্লেভারযুক্ত কন্ডোমের চাহিদা সবথেকে বেশি। চকোলেট, স্ট্রবেরির মতো ফ্লেভারের চাহিদা সবথেকে বেশি। এরপরে বাবলগামের মতো ফ্লেভার রয়েছে।

কন্ডোমের মধ্যে আবার ফ্লেভারযুক্ত কন্ডোমের চাহিদা সবথেকে বেশি। চকোলেট, স্ট্রবেরির মতো ফ্লেভারের চাহিদা সবথেকে বেশি। এরপরে বাবলগামের মতো ফ্লেভার রয়েছে।

Next Photo Gallery