অকালে মাথার চুল সাদা হয়ে গেলে তা লজ্জার একটি কারণ। অস্বস্তিকরও বটে। এতে আত্মবিশ্বাসের ক্ষেত্রেও চিড় ধরে। এর থেকে পরিত্রাণ পেতে পার্লারে গিয়ে অনেক পয়সা খরচ করে ফেলেছেন? তবুও কয়েক সপ্তাহ যেতে না যেতে ফের সাদা চুল ফুটে উঠছে?
কেমিক্যাল-সমৃদ্ধ হেয়ার ডাই ব্যবহার করলে চুল শুষ্ক হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে একটি বিশেষ ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। যার প্রভাবে সাদা চুল বেশ কিছুদিনের মধ্যে গাঢ় কালে রঙ ধারণ করবে দীর্ঘস্থায়ীভাবে।
২৫ থেকে ৩০ বছর বয়স থেকে চুল কালো থেকে সাদা হতে শুরু করে। তবে এর জন্য তেঁতুল পাতা ব্যবহার করলে উপকার পেতে পারেন। এটি ভিটামিন ও খনিজে সমৃদ্ধ।
শুধুমাত্র চুলকেই স্বাস্থ্যকর করতে সাহায্য করে তাই নয়, শরীরের বিভিন্ন সমস্যাগুলিকেও নিরাময় করতে এর কোনও জুড়ি নেই।
তেঁতুলের পাতা কীভাবে ব্যবহার করবেন? স্বাস্থ্যকর চুলের জন্য তেঁতুলের পাতার একটি হেয়ারপ্যাক তৈরি করে প্রয়োগ করতে পারেন। এছাড়া স্প্রেও করতে পারেন।
স্প্রে প্রস্তুত করতে হলে, প্রথমে একটি পাত্রের ৫ কাপ জলে আধ কাপ তেঁতুলের পাতা মেশান। এবার তা ভাল করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে দিন। এবার সেই ভেষজ জল চুলে প্রয়োগ করার আগে, চুল ভাল করে ধুয়ে নিন। তারপর ওই তরলটি স্প্রে করুন।
একটি মিক্সচার গ্রাইন্ডারে দই দিয়ে কয়েকটি পাচা পিষে নিন। এবার পেস্ট তৈরি হয়ে গেলে চুলে হালকা হাতে ম্যাসাজ করুন। চুল শুকিয়ে গেলে জল দিয়ে চুল ধুয়ে নিন।
প্রাকৃতিকভাবে চুল পরিস্কার করার ভেষজ উপাদান হিসেবে তেঁতুলের পাচা অত্যন্ত কার্যকরী। কয়েক সপ্তাহ এই পাতা ব্যবহার করলে শুধু সাদা চুলই কালো হবে তাই নয়, চুল পড়া, শুষ্ক চুল, দুর্বল চুলের মত সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়।