Bangla News Photo gallery Who is going to get Golder Boot in FIFA World Cup 2022?What is the current scenario after Quarter final?
FIFA World Cup 2022: কাল প্রথম সেমিফাইনাল, গোল্ডেন বুটের দৌড়ে কারা?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 12, 2022 | 5:11 PM
.দুর্ভাগ্যবশত বেশ কিছু ফুটবলার গোল্ডেন বুটের দৌড়ে থাকা সত্ত্বেও শেষে বাদ পড়লেন। কারণ, তাঁদের দল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। এই তালিকায় রয়েছেন, ব্রাজিলের রিচার্লিসন, পর্তুগালের গন্সালো ব়্যামোস, ইংল্যান্ডের মার্কস রাশফোর্ড।
1 / 6
জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। কাতার বিশ্বকাপ কার্যত শেষ রাউন্ডে। গোল্ডেন বুটের দৌড়ে কারা, তালিকায় হেরফের হচ্ছে। কোয়ার্টার ফাইনাল শেষে গোল্ডেন বুটের তালিকায় কী পরিবর্তন হল, দেখে নেওয়া যাক। ছবি: টুইটার
2 / 6
কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার থেকে এগিয়ে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। এ বারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২৩ বছরের এই পিএসজি তারকা। সেই সঙ্গেই মদের প্রচার না করার মতো কিছু সিন্ধান্তে অনড় থাকার জন্য কুড়িয়ে নিচ্ছেন প্রশংসাও। ছবি: টুইটার
3 / 6
ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের জয়সূচক গোল করে গোল্ডেন বুটের লড়াইতে এগিয়ে গিয়েছেন অলিভিয়ের জিরো। দেশের জার্সিতে এখনও পর্যন্ত গোল সংখ্যা ৫৩। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল অবধি ৪টি গোল করেছেন। ছবি : টুইটার
4 / 6
জিরোর পর একই সংখ্যক গোলের রেকর্ড নিয়ে দৌড়ে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতেও রয়েছে ৪টি গোল। তাঁর সামনে এখনও সুযোগ রয়েছে এগিয়ে যাওয়ার। ছবি: টুইটার
5 / 6
দুর্ভাগ্যবশত বেশ কিছু ফুটবলার গোল্ডেন বুটের দৌড় বাদ পড়েছেন। কারণ, তাঁদের দল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। এই তালিকায় রয়েছেন, ব্রাজিলের রিচার্লিসন, পর্তুগালের গন্সালো ব়্যামোস, ইংল্যান্ডের মার্কাস ব়্যাশফোর্ড। ছবি: টুইটার
6 / 6
বাদ পরার তালিকাটা বেশ বড়। ৩ গোল করেও দৌড় থেকে ছিঁটকে গিয়েছেন স্পেনের আলভারো মোরাতা, ইংল্যান্ডের বুকায়ো সাকা, ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া ও নেদারল্যান্ডসের কোডি গাকপো। ছবি: টুইটার