Bollywood Controversy: ২৭ বছরের বড় স্বামীকে হেলেন কেন ডিভোর্স দিলেন, এর পিছনে কারণ কি টাকা?

Helen: ১৯৫৭ সালে তিনি বিয়ে করেন হেলেন পরিচালক পিএন আরোরাকে। তিনি হেলেন থেকে ছিলেন ২৭ বছরের বড়। তবে ১৬ বছরের মাথায় সেই বৈবাহিক জীবন বিচ্ছেদের মুখে এসে দাঁড়ায়।

| Edited By: | Updated on: Jun 25, 2022 | 3:32 PM
হেলেনের কেরিয়ার শুরু একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। তবে সেটাই কেরিয়ার হিসেবে প্রাথমিকভাবে বেছে নিতে রীতিমত সমস্যায় পড়তে হয়েছিল হেলেনকে। কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছিল সেই সময় হেলেনের পরিবার।

হেলেনের কেরিয়ার শুরু একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। তবে সেটাই কেরিয়ার হিসেবে প্রাথমিকভাবে বেছে নিতে রীতিমত সমস্যায় পড়তে হয়েছিল হেলেনকে। কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছিল সেই সময় হেলেনের পরিবার।

1 / 6
কারণ পরিবারে তখন আর্থিক অনটন। কোনও মতে সংসার চালাতে হেলেন একটি কাজের সন্ধানে ছিলেন। ১৯ বছর বয়সে এসে ঘুরে যায় ভাগ্যের চাকা। হাওড়া ব্রিজ ছবিতে তিনি মেরা নাম চিন চিন চু গানে দেখা যায় তাঁকে।

কারণ পরিবারে তখন আর্থিক অনটন। কোনও মতে সংসার চালাতে হেলেন একটি কাজের সন্ধানে ছিলেন। ১৯ বছর বয়সে এসে ঘুরে যায় ভাগ্যের চাকা। হাওড়া ব্রিজ ছবিতে তিনি মেরা নাম চিন চিন চু গানে দেখা যায় তাঁকে।

2 / 6
এই গান মুক্তির পরই তিনি বলিউডের প্রথম আইটেম ডান্সার হিসেবে নিজেকে তুলে ধরলেন। তবে কেরিয়ারের শুরুতে একাধিক সমস্যার মুখে পড়তে হয় তাঁকে। রূপের জন্য অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখিও হতে হয়েছিল হেলেনকে।

এই গান মুক্তির পরই তিনি বলিউডের প্রথম আইটেম ডান্সার হিসেবে নিজেকে তুলে ধরলেন। তবে কেরিয়ারের শুরুতে একাধিক সমস্যার মুখে পড়তে হয় তাঁকে। রূপের জন্য অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখিও হতে হয়েছিল হেলেনকে।

3 / 6
এরপর ১৯৫৭ সালে তিনি বিয়ে করেন হেলেন পরিচালক পিএন আরোরাকে। তিনি হেলেনের থেকে ছিলেন ২৭ বছরের বড়। তবে ১৬ বছরের মাথায় সেই বৈবাহিক জীবন বিচ্ছেদের মুখে এসে দাঁড়ায়।

এরপর ১৯৫৭ সালে তিনি বিয়ে করেন হেলেন পরিচালক পিএন আরোরাকে। তিনি হেলেনের থেকে ছিলেন ২৭ বছরের বড়। তবে ১৬ বছরের মাথায় সেই বৈবাহিক জীবন বিচ্ছেদের মুখে এসে দাঁড়ায়।

4 / 6
বিচ্ছেদের পেছনে থাকা মূল কারণই হল অর্থ। হেলেন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর স্বামী খরচ বহন করা তো দূর, উল্টে হেলেনের থেকে টাকা নিতেও ছাড়তেন না।

বিচ্ছেদের পেছনে থাকা মূল কারণই হল অর্থ। হেলেন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর স্বামী খরচ বহন করা তো দূর, উল্টে হেলেনের থেকে টাকা নিতেও ছাড়তেন না।

5 / 6
হেলেন তখন দস্তুর মত কাজ করছেন। ফলে হাতে টাকা আসত বেশ। কিন্তু তাঁর স্বামী সব টাকা নিয়ে নেওয়ায় একটা সময় দেউলিয়া হয়ে গিয়েছিলেন তিনি। সেই সময়ই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন হেলেন।

হেলেন তখন দস্তুর মত কাজ করছেন। ফলে হাতে টাকা আসত বেশ। কিন্তু তাঁর স্বামী সব টাকা নিয়ে নেওয়ায় একটা সময় দেউলিয়া হয়ে গিয়েছিলেন তিনি। সেই সময়ই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন হেলেন।

6 / 6
Follow Us: