ঈপ্সা চ্যাটার্জী |
May 05, 2024 | 9:56 AM
প্রতীকী ছবি।
মশা থেকে ছড়াচ্ছে ওরোপাউচ ভাইরাস।
গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হওয়ায়, মশা বংশবৃদ্ধি করে। তাপমাত্রা বৃদ্ধি হলে মশা সক্রিয় হয়ে ওঠে, প্রজনন করতে পারে।
তাপমাত্রা বাড়লে মশা স্বাভাবিকভাবেই কামড়ায়ও বেশি। এবার মশার মধ্যেও ভাগ রয়েছে। মানুষকে কামড়ায় স্ত্রী মশা।
গ্রীষ্মকালেই যেহেতু মশা প্রজনন করে, তাই তাদের প্রজননের জন্য প্রোটিনের প্রয়োজন। যা তারা রক্ত থেকেই সংগ্রহ করে।
বর্ষা আসতে না আসতেই মশার উপদ্রপ শুরু হয়েছে। আর মশার উপদ্রপ মানেই ম্যালেরিয়া, ডেঙ্গির আশঙ্কা। বর্তমানে এই দুই রোগের সঙ্গে ভয় ধরাচ্ছে মশাবাহিত আরও একটি রোগ, জিকা
এছাড়া রক্তের গ্রুপের প্রকারভেদেও মশা কম-বেশি কামড়ায়। যেমন বি ব্লাড গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়।