Nora Fatehi: কী কারণে নোরার বাংলাদেশ কনসার্ট বাতিল?
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Oct 18, 2022 | 5:14 PM
Nora Fatehi: সম্প্রতি তেমনই এক ডাক পেয়েছিলেন বাংলাদেশ থেকে। নোরা ফাতেহিকে একটি কনসার্টের জন্য প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজিও হয়ে গিয়েছিলেন তবে শেষ মুহূর্তে সমস্তটাই বাতিল করে বাংলাদেশ।
1 / 5
সম্প্রতি এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হলেন নোরা ফাতেহিকে। অনবদ্য নাচ ও ফ্যাশন স্টেটমেন্ট এর জন্য নোরা ফাতেহি এখন বিশ্বজুড়ে রাজত্ব করছেন। ডাক আসছে বিভিন্ন কনসার্টের জন্য।
2 / 5
সম্প্রতি তেমনই এক ডাক পেয়েছিলেন বাংলাদেশ থেকে। নোরা ফাতেহিকে একটি কনসার্টের জন্য প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজিও হয়ে গিয়েছিলেন তবে শেষ মুহূর্তে সমস্তটাই বাতিল করে বাংলাদেশ।
3 / 5
কারণ বেশ কিছুটা অবাক করা। বাংলাদেশ সরকারের কথায় এই মুহূর্তে ডলারের দাম বাড়ায় তারা বৈদেশিক মুদ্রার অপচয় বা অতিরিক্ত খরচে নারাজ। সেই কারণেই কালচারাল বিভাগকে জানানো হয়েছে এই কনসার্ট বাতিল করার কথা।
4 / 5
বৈদেশিক মুদ্রার সংরক্ষণের জন্যই এবার নোরা ফাতেহির কনসার্ট বাতিল হল বাংলাদেশ থেকে। আর্থিক পরিস্থিতির দিকে নজর রেখেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই নোটিশ জারি করা হয়েছিল কালচারাল বিভাগের উদ্দেশে।
5 / 5
ফলে বাংলাদেশ সফর আপাতত নোরার স্থগিত। যদিও এই কারণ নিয়ে বেশ কিছুটা চর্চা বর্তমানে তুঙ্গে। নোরা সম্প্রতি তাঁর মিউজ়িক ভিডিয়োর কাজ শেষ করে আবারও ফিরেছেন ঝলক দিখলা যা রিয়্যালিটি শো-তে।