Rann of Kutch: শীতের মরসুমের সেরা ঠিকানা গুজরাতের এই লবণাক্ত মরুভূমি; কিন্তু কেন জানেন?

সম্প্রতি তাপসী পান্নুর 'রেশমী রকেট' দেখে আপনারও মনটা কচ্চের রণ বেড়াতে যেতে চাইছে? তাহলে এই মরসুমেই ঘুরে আসুন...

| Edited By: | Updated on: Nov 21, 2021 | 10:12 AM
রণ শব্দের অর্থ হিন্দিতে মরুভূমি এবং এই জায়গাটি একটি ভিন্ন ধরণের মরুভূমি। দুটি ভাগে বিভক্ত, কচ্ছের রণ হল লবণাক্ত জলাভূমি। গ্রেট রণ ৭,৮৫০ বর্গ কিলোমিটার এবং লিটল রণ ৪,৯৫০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আর এর আরেকটি সীমানায় রয়েছে পাকিস্তান।

রণ শব্দের অর্থ হিন্দিতে মরুভূমি এবং এই জায়গাটি একটি ভিন্ন ধরণের মরুভূমি। দুটি ভাগে বিভক্ত, কচ্ছের রণ হল লবণাক্ত জলাভূমি। গ্রেট রণ ৭,৮৫০ বর্গ কিলোমিটার এবং লিটল রণ ৪,৯৫০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আর এর আরেকটি সীমানায় রয়েছে পাকিস্তান।

1 / 5
সাদা লবণের এই মরুভূমি চাঁদের আলোয় ঝলমলিয়ে ওঠে। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় উপভোগ করতে চান তাহলে শীতের থেকে ভাল সময় আর কিছু হয় না। কারণ শীতের সময় এই জায়গার জলবায়ুও থাকে মনোরম। তাপমাত্রা থাকে ১২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যার ফলে এই সুন্দর জায়গা অন্বেষণ করতেও খুব একটা অসুবিধা হয় না।

সাদা লবণের এই মরুভূমি চাঁদের আলোয় ঝলমলিয়ে ওঠে। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় উপভোগ করতে চান তাহলে শীতের থেকে ভাল সময় আর কিছু হয় না। কারণ শীতের সময় এই জায়গার জলবায়ুও থাকে মনোরম। তাপমাত্রা থাকে ১২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যার ফলে এই সুন্দর জায়গা অন্বেষণ করতেও খুব একটা অসুবিধা হয় না।

2 / 5
তবে শীতে কচ্চের রণ বেড়াতে যাওয়ার আরেকটি কারণ হল রণ উৎসব। রঙ, সংস্কৃতি এবং দর্শনীয় টপোগ্রাফির মেলবন্ধন দেখা যায় এই মরুভূমিতে। তার ওপর যদি রণ উৎসবে সামিল হতে চান, তাহলে আপনি এর মধ্যে খুঁজে পাবেন গুজরাটের সঙ্গীত, নৃত্য, খাদ্য, সংস্কৃতি ইত্যাদির একটি যুগলবন্দী। এই বছর রণ উৎসব শুরু হয়েছে ১ নভেম্বর থেকে এবং চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

তবে শীতে কচ্চের রণ বেড়াতে যাওয়ার আরেকটি কারণ হল রণ উৎসব। রঙ, সংস্কৃতি এবং দর্শনীয় টপোগ্রাফির মেলবন্ধন দেখা যায় এই মরুভূমিতে। তার ওপর যদি রণ উৎসবে সামিল হতে চান, তাহলে আপনি এর মধ্যে খুঁজে পাবেন গুজরাটের সঙ্গীত, নৃত্য, খাদ্য, সংস্কৃতি ইত্যাদির একটি যুগলবন্দী। এই বছর রণ উৎসব শুরু হয়েছে ১ নভেম্বর থেকে এবং চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

3 / 5
শুধু সংস্কৃতি নয়, এই কচ্ছের রণে এমন অনেক দর্শনীয় জায়গা রয়েছে যা আপনার মনে গেঁথে থাকবে সারা জীবন। রয়েছে কচ্ছ বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে আপনি ফ্লেমিংগো, পেলিকানস এবং কমন ক্রেনগুলি এই শীতের মরসুমে দেখতে পাবেন।

শুধু সংস্কৃতি নয়, এই কচ্ছের রণে এমন অনেক দর্শনীয় জায়গা রয়েছে যা আপনার মনে গেঁথে থাকবে সারা জীবন। রয়েছে কচ্ছ বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে আপনি ফ্লেমিংগো, পেলিকানস এবং কমন ক্রেনগুলি এই শীতের মরসুমে দেখতে পাবেন।

4 / 5
যদি পুরো কচ্ছের রণের দৃশ্য অন্বেষণ করতে চান তাহলে সোজা চলে যেতে পারেন ব্ল্যাক হিল বা কালা ডুঙ্গার ভিউ পয়েন্টে। ৪৫০০ বছর পূর্বে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষের সাক্ষী হতে চাইলে ঘুরে আসতে পারেন ধোলাভিরা থেকে।

যদি পুরো কচ্ছের রণের দৃশ্য অন্বেষণ করতে চান তাহলে সোজা চলে যেতে পারেন ব্ল্যাক হিল বা কালা ডুঙ্গার ভিউ পয়েন্টে। ৪৫০০ বছর পূর্বে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষের সাক্ষী হতে চাইলে ঘুরে আসতে পারেন ধোলাভিরা থেকে।

5 / 5
Follow Us: