World Elephant Day 2022: হাতির সংখ্যাও নেহাত কম নয় এদেশে! কোন কোন অভয়ারণ্যে দাপিয়ে বেড়ায় গজপতি, জানুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 13, 2022 | 12:15 AM

Elephants in India: বিশ্ব হাতি দিবস হিসেবে ১২ অগস্ট তারিখটিকেই নির্দিষ্ট করা হয়েছে। বিশ্বজুড়ে এই বৃহত্তম প্রাণীটির অনন্য সুন্দর বন্য জীবন নিয়ে সচেতনতার উদ্দেশ্য পালিত হয়।

1 / 8
বিশ্ব হাতি দিবস হিসেবে ১২ অগস্ট তারিখটিকেই নির্দিষ্ট করা হয়েছে। বিশ্বজুড়ে এই বৃহত্তম প্রাণীটির অনন্য সুন্দর বন্য জীবন নিয়ে সচেতনতার উদ্দেশ্য পালিত হয়। হাতি হল বিশ্বের অন্যতম বুদ্ধিমান ও অত্যন্ত সামাজিক প্রাণী।

বিশ্ব হাতি দিবস হিসেবে ১২ অগস্ট তারিখটিকেই নির্দিষ্ট করা হয়েছে। বিশ্বজুড়ে এই বৃহত্তম প্রাণীটির অনন্য সুন্দর বন্য জীবন নিয়ে সচেতনতার উদ্দেশ্য পালিত হয়। হাতি হল বিশ্বের অন্যতম বুদ্ধিমান ও অত্যন্ত সামাজিক প্রাণী।

2 / 8
শান্ত-স্বভাবের এই দৈত্যকার প্রাণীটির সামনে প্রথমবার মুখোমুখি হলে তার বিশালাকার, শক্তি ও আগ্রাসন দেখে চমকে যাবেন। ভারতে বহু যুগ ধরে হাতিকে দেবতার মত পুজো করা হয়

শান্ত-স্বভাবের এই দৈত্যকার প্রাণীটির সামনে প্রথমবার মুখোমুখি হলে তার বিশালাকার, শক্তি ও আগ্রাসন দেখে চমকে যাবেন। ভারতে বহু যুগ ধরে হাতিকে দেবতার মত পুজো করা হয়

3 / 8
বাঘ দেখার মত গজাননেরও দর্শন পেতে বেশ কিছু বন্যপ্রাণী সংরক্ষণালয়ের হদিশ এখানে দেওয়া রইল। সব অভয়ারণ্যেই কম-বেশি হাতি বসবাস করে। তবে যেখানে যেখানে হাতি বেশ জনপ্রিয় ও সংখ্যা বেশি, তার একটি তালিকা এখানে দেওয়া রইল...

বাঘ দেখার মত গজাননেরও দর্শন পেতে বেশ কিছু বন্যপ্রাণী সংরক্ষণালয়ের হদিশ এখানে দেওয়া রইল। সব অভয়ারণ্যেই কম-বেশি হাতি বসবাস করে। তবে যেখানে যেখানে হাতি বেশ জনপ্রিয় ও সংখ্যা বেশি, তার একটি তালিকা এখানে দেওয়া রইল...

4 / 8
বান্দিপুর জাতীয় উদ্যান: কর্ণাটকের এই জনপ্রিয় অভয়ারণ্যে হাতির সংখ্যা প্রচুর। হাতি দেখার অন্যতম সেরা স্থান। হাতি ছাড়াও বাঘ, লেপার্ড, স্লথ বিয়ার, বন্য কুকুরের দেখা মেলে।

বান্দিপুর জাতীয় উদ্যান: কর্ণাটকের এই জনপ্রিয় অভয়ারণ্যে হাতির সংখ্যা প্রচুর। হাতি দেখার অন্যতম সেরা স্থান। হাতি ছাড়াও বাঘ, লেপার্ড, স্লথ বিয়ার, বন্য কুকুরের দেখা মেলে।

5 / 8
মানস ন্যাশানাল পার্ক: অসমের এই জাতীয় উদ্যানটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। উত্তর-পূর্ব ভারতের অন্যতম বন্যপ্রাণী গন্তব্যস্থল। এই পার্কে একশৃঙ্গ গণ্ডার, বাঘ হরিণ-সহ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপের সমৃদ্ধ জীববৈচিত্র্য রয়েছে।

মানস ন্যাশানাল পার্ক: অসমের এই জাতীয় উদ্যানটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। উত্তর-পূর্ব ভারতের অন্যতম বন্যপ্রাণী গন্তব্যস্থল। এই পার্কে একশৃঙ্গ গণ্ডার, বাঘ হরিণ-সহ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপের সমৃদ্ধ জীববৈচিত্র্য রয়েছে।

6 / 8
জিম করবেট ন্যাশানাল পার্ক: উত্তরাখণ্ড ও দেশের অন্যতম জনপ্রিয় এই পার্কটিতে হাতির বাস্ততন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। এখানে অবাধে হাতিরা ঘুরে বেড়ায়। জলপ্রপাত, গভীর জঙ্গল ও তুষার লেপার্ডের মত বিরল প্রজাতির প্রাণীর বাস।

জিম করবেট ন্যাশানাল পার্ক: উত্তরাখণ্ড ও দেশের অন্যতম জনপ্রিয় এই পার্কটিতে হাতির বাস্ততন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। এখানে অবাধে হাতিরা ঘুরে বেড়ায়। জলপ্রপাত, গভীর জঙ্গল ও তুষার লেপার্ডের মত বিরল প্রজাতির প্রাণীর বাস।

7 / 8
কাজিরাঙা ন্যাশানাল পার্ক: অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান হল ভারতের অন্যতম বিখ্যাত বন্যপ্রাণীদের গন্তব্যস্থল। বিপুল সংখ্যক এশিয়ান হাতি, একশৃঙ্গ গণ্ডার,রয়েল বেঙ্গল টাইগার, বন্য জল মহিষ, হরিণের পাশাপাশি বাঘ এবং চিতাবাঘের মতো অন্যান্য প্রাণীর আবাসস্থল।

কাজিরাঙা ন্যাশানাল পার্ক: অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান হল ভারতের অন্যতম বিখ্যাত বন্যপ্রাণীদের গন্তব্যস্থল। বিপুল সংখ্যক এশিয়ান হাতি, একশৃঙ্গ গণ্ডার,রয়েল বেঙ্গল টাইগার, বন্য জল মহিষ, হরিণের পাশাপাশি বাঘ এবং চিতাবাঘের মতো অন্যান্য প্রাণীর আবাসস্থল।

8 / 8
মুদুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য: তামিলনাড়ুর নীলগিরি পর্বতের একটি গভীর বনাঞ্চল। নীলগিরি পর্বতের পশ্চিম ঘাটের অংশে সুন্দর উপকূল। ভ্রমণের সময় প্রায় প্রতিদিনই এখানে হাতির দেখা পাওয়া যায়।

মুদুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য: তামিলনাড়ুর নীলগিরি পর্বতের একটি গভীর বনাঞ্চল। নীলগিরি পর্বতের পশ্চিম ঘাটের অংশে সুন্দর উপকূল। ভ্রমণের সময় প্রায় প্রতিদিনই এখানে হাতির দেখা পাওয়া যায়।

Next Photo Gallery